Ajker Patrika

‘পুশ ইন’ গ্রহণযোগ্য নয়, ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে: খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মে ২০২৫, ২২: ২৩
নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের নাগরিক দাবি করে কিছু মানুষকে জোর করে ভারত থেকে সীমান্তের এপারে ‘পুশ ইন’ অর্থাৎ ঠেলে দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।

এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।’

কুড়িগ্রাম, খাগড়াছড়িসহ বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার সকালে ভারত ৩৬ জন রোহিঙ্গাসহ শতাধিক ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

পুশ ইনের বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাদের বলা হবে, বাংলাদেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাঁদের পাঠানো যেত।

খলিলুর রহমান আরও বলেন, সরকার প্রত্যেক ব্যক্তির ঘটনা আলাদাভাবে দেখছে। কেউ বাংলাদেশের নাগরিক প্রমাণ হলে তাকে সরকার গ্রহণ করবে। তবে এটা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত