Ajker Patrika

চাপের পরিবর্তে মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে পশ্চিমারা: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চাপের পরিবর্তে মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে পশ্চিমারা: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে চাপ দেওয়ার পরিবর্তে বাংলাদেশের পশ্চিমা বন্ধুরা দেশটির সঙ্গে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রত্যাবাসনে সহায়ক পরিবেশ তৈরিতে চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা ক্রইসিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন: ওয়াট ইজ টুবি ডান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ডিপ্লোমেটস পত্রিকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার এম সাখওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও অধ্যাপক দেলোয়ার হোসেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন। 

মিয়ানমার বাংলাদেশের শত্রু নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী। রোহিঙ্গাদের ফেরত নিতে একমত হয়েছিল মিয়ানমার। আমরা শুধু জানতে চেয়েছিলাম যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে কি-না। আর এর জন্য তিনটি চুক্তি করেছি, যাতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে রাজি হয়েছে মিয়ানমার। সেই সঙ্গে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরিতেও রাজি হয়েছে। মিয়ানমার তাদের কথা রাখেনি।’ 

মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে রোহিঙ্গাদের গণহত্যা শুরু হয়েছে। কোনো দেশ এগিয়ে আসেনি তাদের উদ্ধার করতে। এ ক্ষেত্রে বাংলাদেশ উদারতা দেখিয়েছে। বহু পশ্চিমা দেশ মানবিক দিক থেকে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। আর এ দেশগুলোর মধ্যে কিছু দেশের মিয়ানমারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। বিশ্ব ও মানবতার নেতৃবৃন্দ যারা শক্ত ভাবে জাতিগত নিধন ও গণহত্যার বিরুদ্ধে, তারা ক্রমাগত মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে পশ্চিমাদের ব্যবসার মাত্রা দেখলে দেখা যায় যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য গত ৪ বছরে ৩ গুন থেকে বেড়ে ১৫ গুনে গিয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তাদের অনেক সদস্য রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা চালিয়ে যাচ্ছে।’ 

আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল, তখন তাদের ওপর অর্থনৈতিকসহ বিভিন্ন চাপ ছিল উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ‘পূর্বে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল। চীন মিয়ানমারের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।’ এ ছাড়া বাংলাদেশের অন্যান্য পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলো মিয়ানমারকে চাপ দেওয়ার পরিবর্তে ব্যবসা করে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। 

প্রত্যাবাসনে রোহিঙ্গাদের বিশ্বাস বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের নেতৃত্বে থাকা রাষ্ট্রগুলো, যারা মিয়ানমারের সঙ্গে ভালো ব্যবসা করছে, যেমন চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতকে এগিয়ে আসতে বলেন তিনি। মিয়ানমারের সহায়ক পরিবেশ তৈরি করা এ দেশগুলোর দায়িত্ব।’ 

এ সময় এম সাখওয়াত হোসেন বলেন, ‘সাধারণত পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। যদি অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা থাকে, তবে তা মিয়ানমারের জন্য বড় ধরনের ধাক্কা হবে। কারণ অন্যান্য দেশ অস্ত্র বিক্রি করলেও তার অর্থ বিনিময় করতে পারবে না।’ 

ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অঞ্চলের প্রধান শক্তিধর দেশগুলো চীন, ভারত এবং জাপানকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো ভূমিকা রাখতে সংযুক্ত করতে হবে। এ দেশগুলো প্রধান ভূমিকা পালন করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত