Ajker Patrika

লঞ্চভাড়াও বাড়ল, ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২০: ১৮
লঞ্চভাড়াও বাড়ল, ধর্মঘট প্রত্যাহার

বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।  

আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।

বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।

সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

লঞ্চমালিক  পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত