নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বাসের ভাড়া বাড়ানোর পরপরই বাড়ানো হয়েছে লঞ্চভাড়া। পাশাপাশি জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রাত থেকেই নতুন ভাড়ায় লঞ্চ চলাচল শুরু হবে।
আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চমালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।
বৈঠকসূত্রে জানা গেছে, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা এবং স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে শতভাগ বাড়িয়ে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন লঞ্চমালিকেরা। তাঁরা ১০০ কিলোমিটার পর্যন্ত আগের ভাড়া ১ দশমিক ৭০ টাকার পরিবর্তে ৩ দশমিক ৪০ টাকা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ দশমিক ৪০ টাকার পরিবর্তে ২ দশমিক ৮০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন।
সভা শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর আর ভাড়া সমন্বয় করা হয়নি। বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের বিষয়টি অতিগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং মালিকের লোকসান সবকিছু বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয় করা হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আর অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লঞ্চমালিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল ও যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বীর বিক্রম এস. কে মাহবুব বলেন, ২০১৩ সালের পর প্রথমবার ভাড়া সমন্বয় হয়েছে। সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
জনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
৬ ঘণ্টা আগেজনস্বার্থে প্রয়োজনীয় না হলেও দলীয় সরকারের সময় অনুগত কর্মকর্তাদের অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর আসা অন্তর্বর্তী সরকারও সে ধারা অব্যাহত রেখেছে। অবসরে যাওয়ার ঠিক আগে পদোন্নতি পেয়ে সংশ্লিষ্ট কর্মীর কিছু প্রাপ্তিযোগ ঘটলেও স
৭ ঘণ্টা আগেআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ। এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো অগ্রিম টিকিট বিক্রি হবে না।
১০ ঘণ্টা আগেনির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই করবেন বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা তিনি।
১০ ঘণ্টা আগে