Ajker Patrika

নির্বাচনের দিন বিকট বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা বিএনপির: আইজিপি

নিজস্ব প্রতিবেদন, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০: ০৬
নির্বাচনের দিন বিকট বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা বিএনপির: আইজিপি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট বর্জনকারী বিএনপি নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল-মামুন। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

নির্বাচন ঘিরে বিএনপির নাশকতার পরিকল্পনা পুলিশ জানতে পেরেছে দাবি করে আইজিপি বলেন, ‘নির্বাচনের দিন বিএনপি বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা এঁটেছে। কিন্ত এমন নাশকতার ফল কোনোভাবেই ভালো হবে না।’
 
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপিকে কোনো ধরনের নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আজ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে আইজিপি চৌধুরী আব্দুল আল-মামুন। ছবি: আজকের পত্রিকা নির্বাচনকে কেন্দ্র করে ভার্চুয়াল গুজব ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল আল-মামুন বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি।’

হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয়।’

ঝুকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, ‘সব কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই একসঙ্গে একযোগে কাজ করছি। স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও সব আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এক প্ল্যাটফর্মে এসে কাজ করছি।’

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ ছাড়াও নির্বাচনে নিয়োজিত অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। জরুরি প্রয়োজনে নিকস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা নিতে পারবেন। ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত