Ajker Patrika

ওমরাহ যাত্রীদের ভ্রমণকর প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

আপডেট : ২৫ জুন ২০২৩, ২১: ৩৩
ওমরাহ যাত্রীদের ভ্রমণকর প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

ওমরাহ যাত্রীদের ফ্লাইটের ভাড়ার ওপর ভ্রমণকর প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে ট্রাভেল এজেন্সির সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশের (আটাব)। 

আজ রোববার আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ এ চিঠি পাঠান। একই দিন চিঠিটি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাক গ্রহণ ও বিতরণ শাখা। 

চিঠিতে বলা হয়েছে, এত দিন পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গমনকারীদের ভ্রমণকর অব্যাহতি দেওয়া ছিল। তবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শুধু পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গমনকারীদের ভ্রমণকর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কিন্তু পবিত্র হজ প্যাকেজের মূল্য অত্যধিক বৃদ্ধি পাওয়ায় অনেক ধর্মপ্রাণ মুসলমান ইচ্ছা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে পবিত্র হজ পালন করতে পারছেন না। তাঁরা সাশ্রয়ীমূল্যে পবিত্র ওমরাহ পালনে গিয়ে থাকেন। পবিত্র ওমরাহ যাত্রীদের ওপর প্রস্তাবিত ভ্রমণকর আরোপের কারণে তাঁদের ওপর আর্থিক চাপ আরও বেড়ে যাবে। 

সুতরাং, বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ পালনে আর্থিক চাপ লাঘব ও ধর্মীয় বিধান পালন করার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আরোপকৃত ভ্রমণ কর প্রত্যাহার করে করে আগের পদ্ধতি বহাল রাখার জন্য চিঠিতে আবেদন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত