Ajker Patrika

এনআইডি, জন্ম নিবন্ধন কার্ড ছাড়াও নেওয়া যাবে টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনআইডি, জন্ম নিবন্ধন কার্ড ছাড়াও নেওয়া যাবে টিকা

আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে করোনার টিকা দেওয়া শুরু হবে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। টিকা দেওয়ায় ৫০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, যাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকাদান কেন্দ্রে রেজিস্ট্রেশন করিয়ে করোনার টিকা দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ থেকে যারা টিকা নিতে চান, নিবন্ধনের তালিকা দেখে কিছুটা বেশি টিকা সেসব কেন্দ্রে পাঠানো হবে।

চলমান লকডাউন ও করোনা সংক্রমণ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, সেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন, আপামর জনসাধারণ যারা টিকা নিতে চান, টিকা নিতে পারবেন। ৫০ বছরের বেশি বয়সীরা বেশি সংক্রমিত হচ্ছেন বলে তাদের দিকে জোর দিচ্ছি। তারা ইউনিয়ন পরিষদে এসে টিকা নিতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত