নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারে আস্থা রেখে অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছেন। সবশেষ ইভ্যালি ও ই-অরেঞ্জের ঘটনা সেটাই সামনে এনেছে। আইনজ্ঞরা বলছেন, অনলাইনে এ ধরনের প্রতারণা ঠেকাতে নতুন আইন দরকার। তবে সবার আগে দায়িত্ব নিতে হবে সরকারকে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, প্রতারণার মামলায় সর্বোচ্চ সাত বছর আর মানিলন্ডারিং মামলায় সর্বোচ্চ ১২ বছরের সাজার বিধান রয়েছে। কেবল প্রতারণা বা মানিলন্ডারিং মামলার মাধ্যমে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব না। এর জন্য নতুন আইন করতে হবে।
খুরশিদ আলম খান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতারণা ছাড়াও ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করতে পারবেন। কিন্তু এটি অনেক দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। সরকারের উচিত দ্রুত গ্রাহকদের অর্থ ফেরতের জন্য নতুন আইন করা। কেননা রাষ্ট্র প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করতে না পারাটাও মৌলিক অধিকারের পরিপন্থী।
ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। গ্রাহকেরা কেবল মামলা করলেই তাদের অর্থ ফেরত পাবে না। সরকারকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া বা চুক্তি অনুযায়ী পণ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নতুন আইন করে এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দেন তিনি।
ই-কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারে আস্থা রেখে অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছেন। সবশেষ ইভ্যালি ও ই-অরেঞ্জের ঘটনা সেটাই সামনে এনেছে। আইনজ্ঞরা বলছেন, অনলাইনে এ ধরনের প্রতারণা ঠেকাতে নতুন আইন দরকার। তবে সবার আগে দায়িত্ব নিতে হবে সরকারকে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, প্রতারণার মামলায় সর্বোচ্চ সাত বছর আর মানিলন্ডারিং মামলায় সর্বোচ্চ ১২ বছরের সাজার বিধান রয়েছে। কেবল প্রতারণা বা মানিলন্ডারিং মামলার মাধ্যমে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব না। এর জন্য নতুন আইন করতে হবে।
খুরশিদ আলম খান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতারণা ছাড়াও ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা করতে পারবেন। কিন্তু এটি অনেক দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। সরকারের উচিত দ্রুত গ্রাহকদের অর্থ ফেরতের জন্য নতুন আইন করা। কেননা রাষ্ট্র প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করতে না পারাটাও মৌলিক অধিকারের পরিপন্থী।
ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। গ্রাহকেরা কেবল মামলা করলেই তাদের অর্থ ফেরত পাবে না। সরকারকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া বা চুক্তি অনুযায়ী পণ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নতুন আইন করে এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দেন তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সাত মাস সংলাপের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। আজ শুক্রবার বিকেল ৪টার পরে জমকালো অনুষ্ঠানে সংলাপে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা। এ জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগের পুনর্গঠন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দলটির প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য পৃথক এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেজুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় সংসদ এলাকায় কোনো প্রকার ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে।
১২ ঘণ্টা আগে