নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্গঠন সম্পর্কিত শুনানি গত সোমবার (৮ মে) শেষ করেছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আগামী জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
পার্বত্য চট্টগ্রামে আসনসংখ্যা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বাস্তবতা হচ্ছে সংসদের আসনসংখ্যা ৩০০ টি। এর বেশি আসন তৈরি ও সেখানে ভোট গ্রহণের সুযোগ নির্বাচন কমিশনের নেই।’
এ ছাড়া নির্বাচন কমিশন আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ ৬১টি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
ঈদুল আজহা এবং এইচএসসি পরীক্ষার কারণে স্থানীয় সরকারের এসব নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ জাহাংগীর আলম আরও বলেন, ‘পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের একেকটির নির্বাচন একেক সময় হবে। জুনের মাঝামাঝি নাগাদ অনেক ইউনিটের নির্বাচন হবে। আগামী সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ভোটের তফসিল দেওয়া হবে।’
গাজীপুর সিটি ভোটের প্রস্তুতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে সব সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে। আমরা তাঁকে সহায়তা দেব। ইভিএম ও জনবলের সহায়তা আমরা দেব। বাকি কাজটা রিটার্নিং কর্মকর্তা করবেন।’ সব সিটি করপোরেশন ভোট আয়োজনের জন্য ইসি প্রস্তুত বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।
নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্গঠন সম্পর্কিত শুনানি গত সোমবার (৮ মে) শেষ করেছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আগামী জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
পার্বত্য চট্টগ্রামে আসনসংখ্যা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বাস্তবতা হচ্ছে সংসদের আসনসংখ্যা ৩০০ টি। এর বেশি আসন তৈরি ও সেখানে ভোট গ্রহণের সুযোগ নির্বাচন কমিশনের নেই।’
এ ছাড়া নির্বাচন কমিশন আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ ৬১টি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
ঈদুল আজহা এবং এইচএসসি পরীক্ষার কারণে স্থানীয় সরকারের এসব নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ জাহাংগীর আলম আরও বলেন, ‘পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের একেকটির নির্বাচন একেক সময় হবে। জুনের মাঝামাঝি নাগাদ অনেক ইউনিটের নির্বাচন হবে। আগামী সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ভোটের তফসিল দেওয়া হবে।’
গাজীপুর সিটি ভোটের প্রস্তুতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে সব সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে। আমরা তাঁকে সহায়তা দেব। ইভিএম ও জনবলের সহায়তা আমরা দেব। বাকি কাজটা রিটার্নিং কর্মকর্তা করবেন।’ সব সিটি করপোরেশন ভোট আয়োজনের জন্য ইসি প্রস্তুত বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) গঠন করতে যাচ্ছে সরকার। বিভিন্ন সার্ভিস থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই সার্ভিসে যোগ দেওয়া যাবে। এসইএসের অধীনে থাকবে উপসচিব থেকে সচিবের সব পদ। এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পদের নাম...
২ ঘণ্টা আগেফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জরুরি পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের সহায়তায় বার্ন ইউনিটের ইমার্জেন্সি নম্বরগুলোকে সাময়িকভাবে টোল ফ্রি করা হয়েছে। দেশের সব কটি বার্ন ইউনিটকে একটিমাত্র শর্ট কোডে ও ৯৯৯-এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনার পর যখন পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ, তখন রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেল এক অনন্য মানবিক দৃশ্য—হাজারো মানুষের রক্তদানে ঝাঁপিয়ে পড়া।
৫ ঘণ্টা আগেই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে