কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এ আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) যৌথ উদ্যোগে বাংলাদেশ গণহত্যা দিবসের ৫১ তম বার্ষিকীতে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের মাটিতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা সংঘটিত ইতিহাসের জঘন্যতম গণহত্যাকে স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের আহ্বান জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
সাইদা মুনা তাসনিম বলেন, ‘১৯৭১ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান স্যার পিটার শোর পূর্ব পাকিস্তানে (তৎকালীন) সংঘটিত নৃশংসতার নিন্দা জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন। পরে ২৩৩ জনেরও বেশি ব্রিটিশ এমপি পূর্ব বাংলায় গণহত্যার অবসান এবং বাংলাদেশের স্বীকৃতির আহ্বান জানিয়ে আরেকটি প্রস্তাব আনেন।’
হাইকমিশনার ৫১ বছর আগে সংঘটিত বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে নতুন করে আরেকটি প্রস্তাব গ্রহণের জন্য ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের প্রতি আহ্বান জানান এবং ব্রিটিশ ও বিভিন্ন আন্তর্জাতিক গণহত্যা জার্নালে বাঙালি গণহত্যার ওপর প্রকাশনা বাড়ানোর ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ও গবেষকদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় সাইদা মুনা তাসনিম ২৫ মার্চকে বাংলাদেশের গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার বলেন, ‘এখন আমাদের দায়িত্ব হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ব্যাপারে বৈশ্বিক সচেতনতা তৈরি করা।’
কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্ডিয়ার চেয়ারম্যান এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য রামি রেঞ্জার অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তাঁর সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যুক্তরাজ্যে এই গণহত্যার একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করার আহ্বান জানান।
১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এ আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) যৌথ উদ্যোগে বাংলাদেশ গণহত্যা দিবসের ৫১ তম বার্ষিকীতে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের মাটিতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা সংঘটিত ইতিহাসের জঘন্যতম গণহত্যাকে স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের আহ্বান জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
সাইদা মুনা তাসনিম বলেন, ‘১৯৭১ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান স্যার পিটার শোর পূর্ব পাকিস্তানে (তৎকালীন) সংঘটিত নৃশংসতার নিন্দা জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন। পরে ২৩৩ জনেরও বেশি ব্রিটিশ এমপি পূর্ব বাংলায় গণহত্যার অবসান এবং বাংলাদেশের স্বীকৃতির আহ্বান জানিয়ে আরেকটি প্রস্তাব আনেন।’
হাইকমিশনার ৫১ বছর আগে সংঘটিত বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে নতুন করে আরেকটি প্রস্তাব গ্রহণের জন্য ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের প্রতি আহ্বান জানান এবং ব্রিটিশ ও বিভিন্ন আন্তর্জাতিক গণহত্যা জার্নালে বাঙালি গণহত্যার ওপর প্রকাশনা বাড়ানোর ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ও গবেষকদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় সাইদা মুনা তাসনিম ২৫ মার্চকে বাংলাদেশের গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার বলেন, ‘এখন আমাদের দায়িত্ব হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ব্যাপারে বৈশ্বিক সচেতনতা তৈরি করা।’
কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্ডিয়ার চেয়ারম্যান এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য রামি রেঞ্জার অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তাঁর সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যুক্তরাজ্যে এই গণহত্যার একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করার আহ্বান জানান।
সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে নতুন প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাবে নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত পৃথক প্রস্তাব দলগুলোর কাছে আজ মঙ্গলবারের বৈঠকে তোলা হবে।
২৯ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) গঠন করতে যাচ্ছে সরকার। বিভিন্ন সার্ভিস থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই সার্ভিসে যোগ দেওয়া যাবে। এসইএসের অধীনে থাকবে উপসচিব থেকে সচিবের সব পদ। এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পদের নাম...
৯ ঘণ্টা আগেফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জরুরি পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের সহায়তায় বার্ন ইউনিটের ইমার্জেন্সি নম্বরগুলোকে সাময়িকভাবে টোল ফ্রি করা হয়েছে। দেশের সব কটি বার্ন ইউনিটকে একটিমাত্র শর্ট কোডে ও ৯৯৯-এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনার পর যখন পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ, তখন রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেল এক অনন্য মানবিক দৃশ্য—হাজারো মানুষের রক্তদানে ঝাঁপিয়ে পড়া।
১২ ঘণ্টা আগে