নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল, পুলিশের ঘুষ বাণিজ্য, হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন ট্রাকমালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে সারা দেশে সড়কপথে কার্যত বন্ধ থাকবে পণ্য পরিবহন, যা চলবে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত।
গত শনিবার এই কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
এ বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এই সময়ের মধ্যে ট্রাক-কাভার্ড ভ্যান, পিকআপসহ ছোট-বড় যত পণ্য পরিবহনের বাহন আছে, সব বন্ধ থাকবে।’
পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাকমালিক-শ্রমিকেরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে আবুল কাশেম আরও বলেন, `আন্দোলন হলেও পণ্য পরিবহনে কখনো ট্রাক বন্ধ থাকেনি। কিন্তু সরকার আমাদের সঙ্গে কথাবার্তা না বলে ট্রাকমালিকদের আয়কর বাড়িয়েছে। এ ছাড়া বিআরটিএ লাইসেন্স দেয় না। কিন্তু যেখানে-সেখানে পুলিশ গাড়ি ধরে মামলা দেয় ও হয়রানি করে। আমরা এসবের অবসান চাই।’
ট্রাকমালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর প্রত্যাহার, ভারী মোটরযান চালকদের সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স দেওয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষাপদ্ধতি বাতিল এবং সব শ্রেণির মোটরযানে নিয়োজিত শ্রমিকদের রাষ্ট্রীয় রেশন সুবিধার আওতায় আনা।
এ ছাড়া সব বন্দরে থাকা ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং চালক ও সহকারীকে বন্দরে প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দেওয়াসহ নানা দাবি জানিয়েছেন ট্রাকমালিক-শ্রমিকেরা।
মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল, পুলিশের ঘুষ বাণিজ্য, হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন ট্রাকমালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে সারা দেশে সড়কপথে কার্যত বন্ধ থাকবে পণ্য পরিবহন, যা চলবে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত।
গত শনিবার এই কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
এ বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এই সময়ের মধ্যে ট্রাক-কাভার্ড ভ্যান, পিকআপসহ ছোট-বড় যত পণ্য পরিবহনের বাহন আছে, সব বন্ধ থাকবে।’
পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাকমালিক-শ্রমিকেরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে আবুল কাশেম আরও বলেন, `আন্দোলন হলেও পণ্য পরিবহনে কখনো ট্রাক বন্ধ থাকেনি। কিন্তু সরকার আমাদের সঙ্গে কথাবার্তা না বলে ট্রাকমালিকদের আয়কর বাড়িয়েছে। এ ছাড়া বিআরটিএ লাইসেন্স দেয় না। কিন্তু যেখানে-সেখানে পুলিশ গাড়ি ধরে মামলা দেয় ও হয়রানি করে। আমরা এসবের অবসান চাই।’
ট্রাকমালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর প্রত্যাহার, ভারী মোটরযান চালকদের সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স দেওয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষাপদ্ধতি বাতিল এবং সব শ্রেণির মোটরযানে নিয়োজিত শ্রমিকদের রাষ্ট্রীয় রেশন সুবিধার আওতায় আনা।
এ ছাড়া সব বন্দরে থাকা ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং চালক ও সহকারীকে বন্দরে প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দেওয়াসহ নানা দাবি জানিয়েছেন ট্রাকমালিক-শ্রমিকেরা।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৭ তম দিনের আলোচনার শুরুতে এই সিদ্ধান্তের কথা জানান সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
২৩ মিনিট আগেদেশে আকস্মিক কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে ঢাকার মতো জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের সময় এই বিশৃঙ্খলা বেশি দৃশ্যমান হয়। যানজট ও প্রশস্ত রাস্তা না থাকার কারণে প্রায়ই ফায়ার সার্ভিসের দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। অনেক যুদ্ধ করে পৌঁছানোর পর পানি উৎস পেতে
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে বন্ধ থাকবে উচ্চ আদালতের বিচারকাজ। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেসংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে নতুন প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাবে নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত পৃথক প্রস্তাব দলগুলোর কাছে আজ মঙ্গলবারের বৈঠকে তোলা হবে।
২ ঘণ্টা আগে