Ajker Patrika

শীতে ভ্রমণের টুকিটাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬: ৫৮
শীতে ভ্রমণের টুকিটাকি

শীতকালে ভ্রমণ করতে কে না পছন্দ করেন। স্কুল-কলেজ বা অফিস-আদালতে কাজকর্ম একটু কম থাকে বলে এ সময়ে অনেকেই ঘুরতে পাওয়ার পরিকল্পনা করেন। তবে এ সময় ভ্রমণের জন্য নিতে হবে ভালো রকমের প্রস্তুতি।

  • প্রথমে ভ্রমণের জন্য উপযুক্ত শীতের পোশাক বাছাই করুন। ঢাকার বাইরে যেকোনো জায়গায় শীতের প্রকোপ অনেক বেশি। তাই শরীর আরামদায়ক রাখতে শীতের উপযুক্ত পোশাক সঙ্গে নিন।
  • সর্দি-কাশি থেকে মুক্ত থাকতে অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ রাখুন সঙ্গে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিজের জরুরি ওষুধ সঙ্গে নিন।
  • সঙ্গে শিশু থাকলে বাড়তি ব্যবস্থা নিতে হবে। তাদের প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। অবশ্যই একাধিক সেট গরম কাপড় রাখবেন সঙ্গে।
  • এ সময় যদি পাহাড়ের চূড়ায় উঠতে চান তবে, নিজেকে হালকা রাখুন। ভারী ব্যাগ ব্যবহার করবেন না।
  • এই শীতে পাহাড়ে ঘুরতে গেলে একজন পেশাদার গাইড সঙ্গে রাখবেন। এতে অনাকাঙ্ক্ষিত অনেক বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন।
  • শীতকালে পানি খাওয়া প্রায় হয় না বলতে গেলে। কিন্তু ভ্রমণে গেলে যতই শীত হোক পানি পান করতেই হবে। তাই সঙ্গে পানির বোতল রাখতে ভুলবেন না। সম্ভব হলে হালকা গরম পানি রাখুন সঙ্গে। পারলে কিছু ফলের রসও রাখুন। এসব পানীয় আপনাকে ভ্রমণের সময় সতেজ রাখবে।
  • ভ্রমণের সময় মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক অবশ্যই সঙ্গে রাখবেন। যেকোনো সময় বিপদ-আপদে ফোন করার দরকার হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত