নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।
নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর ৫ মাস বয়সে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছেন তিনি।’
তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তাঁর এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।
সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।
এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।
নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।
নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।
নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর ৫ মাস বয়সে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছেন তিনি।’
তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তাঁর এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।
সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।
এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।
নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
৩ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে