অনলাইন ডেস্ক
ভারতীয় নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা সহজ করেছে চীন। বিজনেস (এম), পর্যটন (এল), চীনা কোনো নাগরিকের কাছে স্বল্প সময়ের জন্য পারিবারিক ভ্রমণ (কিউ টু), ট্রানজিট (জি) ও ক্রু (সি) ভিসার বেলায় এটি কার্যকর হবে।
ভারতে চীনা দূতাবাস এ পরিবর্তনের বিষয়ে জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয় এ ধরনের একক বা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা যোগ্য ব্যক্তিদের আর বায়োমেট্রিক তথ্যের (আঙুলের ছাপ) প্রয়োজন হবে না। এ বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভিসা নীতি কার্যকর থাকবে। এসব তথ্য জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে।
অবশ্য ভিসার ক্সেত্রে কিছু ছাড় ইতিমধ্যে রয়েছে। যেসব ১৪ বছরের কম বা ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তির আঙুলের ছাপ সম্প্রতি চীনা দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং যাদের আঙুলের ছাপ ‘সংগ্রহযোগ্য নয়’ বলে বিবেচিত হয়েছে কেবল তাঁরাই এ ছাড় পেয়েছিলেন।
ভারতীয় পর্যটকদের চীনা ভিসার জন্য খরচ করতে হয় ৩ হাজার ৮০০ থেকে ৭ হাজার ৮০০ রুপি। অর্থের পরিমাণ নির্ভর করে ভিসার ধরন এবং এর মেয়াদকালের ওপর। ভিসা সংক্রান্ত তথ্যের বিষয়ে ভারতীয় নাগরিকদের সাহায্য করার জন্য, নয়াদিল্লিতে চীনা দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ চ্যানেল স্থাপন করা হয়েছে।
ভারতীয় নাগরিকদের জন্য চীনের ভিসা নীতিতে এই পরিবর্তনগুলি দুই দেশের মধ্যে সম্পর্কের গতিশীলতা এবং বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনারই ইঙ্গিত দেয়।
ভারতীয় নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা সহজ করেছে চীন। বিজনেস (এম), পর্যটন (এল), চীনা কোনো নাগরিকের কাছে স্বল্প সময়ের জন্য পারিবারিক ভ্রমণ (কিউ টু), ট্রানজিট (জি) ও ক্রু (সি) ভিসার বেলায় এটি কার্যকর হবে।
ভারতে চীনা দূতাবাস এ পরিবর্তনের বিষয়ে জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয় এ ধরনের একক বা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা যোগ্য ব্যক্তিদের আর বায়োমেট্রিক তথ্যের (আঙুলের ছাপ) প্রয়োজন হবে না। এ বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভিসা নীতি কার্যকর থাকবে। এসব তথ্য জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে।
অবশ্য ভিসার ক্সেত্রে কিছু ছাড় ইতিমধ্যে রয়েছে। যেসব ১৪ বছরের কম বা ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তির আঙুলের ছাপ সম্প্রতি চীনা দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং যাদের আঙুলের ছাপ ‘সংগ্রহযোগ্য নয়’ বলে বিবেচিত হয়েছে কেবল তাঁরাই এ ছাড় পেয়েছিলেন।
ভারতীয় পর্যটকদের চীনা ভিসার জন্য খরচ করতে হয় ৩ হাজার ৮০০ থেকে ৭ হাজার ৮০০ রুপি। অর্থের পরিমাণ নির্ভর করে ভিসার ধরন এবং এর মেয়াদকালের ওপর। ভিসা সংক্রান্ত তথ্যের বিষয়ে ভারতীয় নাগরিকদের সাহায্য করার জন্য, নয়াদিল্লিতে চীনা দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ চ্যানেল স্থাপন করা হয়েছে।
ভারতীয় নাগরিকদের জন্য চীনের ভিসা নীতিতে এই পরিবর্তনগুলি দুই দেশের মধ্যে সম্পর্কের গতিশীলতা এবং বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনারই ইঙ্গিত দেয়।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে