Ajker Patrika

ভারতীয়দের জন্য ভিসা সহজ করল চীন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৪: ০৪
Thumbnail image

ভারতীয় নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা সহজ করেছে চীন। বিজনেস (এম), পর্যটন (এল), চীনা কোনো নাগরিকের কাছে স্বল্প সময়ের জন্য পারিবারিক ভ্রমণ (কিউ টু), ট্রানজিট (জি) ও ক্রু (সি) ভিসার বেলায় এটি কার্যকর হবে।

ভারতে চীনা দূতাবাস এ পরিবর্তনের বিষয়ে জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয় এ ধরনের একক বা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা যোগ্য ব্যক্তিদের আর বায়োমেট্রিক তথ্যের (আঙুলের ছাপ) প্রয়োজন হবে না। এ বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভিসা নীতি কার্যকর থাকবে। এসব তথ্য জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে।

অবশ্য ভিসার ক্সেত্রে কিছু ছাড় ইতিমধ্যে রয়েছে। যেসব ১৪ বছরের কম বা ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তির আঙুলের ছাপ সম্প্রতি চীনা দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং যাদের আঙুলের ছাপ ‘সংগ্রহযোগ্য নয়’ বলে বিবেচিত হয়েছে কেবল তাঁরাই এ ছাড় পেয়েছিলেন। 

ভারতীয় পর্যটকদের চীনা ভিসার জন্য খরচ করতে হয় ৩ হাজার ৮০০ থেকে ৭ হাজার ৮০০ রুপি। অর্থের পরিমাণ নির্ভর করে ভিসার ধরন এবং এর মেয়াদকালের ওপর। ভিসা সংক্রান্ত তথ্যের বিষয়ে ভারতীয় নাগরিকদের সাহায্য করার জন্য, নয়াদিল্লিতে চীনা দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ চ্যানেল স্থাপন করা হয়েছে।

  • ভারতীয় নাগরিকদের চীনের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
    অনলাইন ভিসা আবেদন প্রক্রিয়া থেকে আবেদনপত্র এবং নিশ্চিতকরণ পৃষ্ঠা সম্পূর্ণ পূরণ করা।
    ন্যূনতম ছয় মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট জমা দেওয়া।
    পাসপোর্টে ভিসার জন্য দুই বা ততোধিক পৃষ্ঠা ফাঁকা থাকা।
    পাসপোর্টের প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলির ফটোকপি জমা দেওয়া।
    আবেদনকারীর ছবি।
    বসবাসের এবং কর্মসংস্থানের বিষয় নিশ্চিত করে এমন প্রমাণ।

ভারতীয় নাগরিকদের জন্য চীনের ভিসা নীতিতে এই পরিবর্তনগুলি দুই দেশের মধ্যে সম্পর্কের গতিশীলতা এবং বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনারই ইঙ্গিত দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত