মো. আশিকুর রহমান
এইচএসসি পরীক্ষা এখনো শেষ হয়নি, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ কোটি টাকার সমপরিমাণ বৃত্তি ও আর্থিক সহায়তার প্রস্তাব পেয়েছেন মাহাদি ইব্রাহিম। ঢাকার সাভার সেনানিবাসের সেনা পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থী ভর্তি হচ্ছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটিতে।
অবিশ্বাস্য মনে হলেও মাহাদির এ সাফল্যের পেছনে রয়েছে কঠোর অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা, পারিবারিক সহায়তা এবং ভবিষ্যতের প্রতি এক নিঃস্বার্থ প্রতিশ্রুতি।
বিদেশে বেড়ে ওঠা
মাহাদির স্কুলজীবনের বড় একটি সময় কেটেছে মালয়েশিয়ার কেলানতান ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে তার মা-বাবা গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন দেশের সহপাঠীদের সঙ্গে মিশে তিনি বুঝেছেন আন্তর্জাতিক শিক্ষার গভীরতা ও বৈচিত্র্য। ২০১৮ সালে দেশে ফিরে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে। ইংরেজি মাধ্যম থেকে বাংলা কারিকুলামে মানিয়ে নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলা লেখায়। কোভিড-১৯-এর সময় ঘরে বসেই কঠোর পরিশ্রম করে তিনি এনসিটিবি কারিকুলামে পারদর্শিতা অর্জন করেন। এরপর সেনা পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় এ-প্লাস অর্জন করেন।
ধাপে ধাপে প্রস্তুতি
এসএসসি শেষে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করেন মাহাদি। প্রথম এসএটি পরীক্ষায় অংশ নেন ছুটির মধ্যেই। বিতর্কে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে বিটিভির স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। এর বাইরে রোবোটিকস ক্যাম্প, বিজনেস ফেস্টে রানারআপ, মালয়েশিয়ায় মার্শাল আর্টে স্টেট লেভেলে সিলভার মেডেলসহ নানা অর্জনে সমৃদ্ধ হয়েছে তাঁর প্রোফাইল। এ পথচলায় সবচেয়ে বড় সঙ্গী ছিলেন তাঁর মা-বাবা। বাবা ছিলেন প্রতিটি সিদ্ধান্তে পাশে, মা ছিলেন নীরব অনুপ্রেরণা।
বৃত্তির পেছনের মূল উপাদান
মাহাদি মনে করেন, তাঁর এ সাফল্যের পেছনে তিনটি বিষয় বড় ভূমিকা রেখেছে—
প্রথমত, সঠিক গাইডলাইন। এজেন্সির ওপর নির্ভর না করে নিজেই বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রস্তুতি এবং বৃত্তির খোঁজ করেছেন। তিনি বলেন, ‘ইন্টারনেট থেকে সবকিছু পাওয়া যায় না, দরকার হয় গবেষণার কৌশল ও অভিজ্ঞ মানুষের পরামর্শ।’
দ্বিতীয়ত, একটি ব্যালান্সড প্রোফাইল। তিনি শুরু থেকে জানতেন, কোথায় আবেদন করবেন, কী ধরনের সহায়তা লাগবে—সে অনুযায়ী একাডেমিক ফল, সহশিক্ষা কার্যক্রম এবং এসে প্রস্তুত করেন। তিনি বিতর্ক, রিসার্চ আর রোবোটিকস, সঞ্জীবন, হার্বালজ, আন্তর্জাতিক লিও ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিলেন। নিজ উদ্যোগে সাভারে প্রথমবারের মতো আয়োজন করেন আন্তপ্রতিষ্ঠান ফেস্ট ‘এনটিএইচও’।
তৃতীয়ত, ঝুঁকি নেওয়ার সাহস। তিনি জানতেন, এই যাত্রা ব্যর্থ হলে এইচএসসি পর্যন্ত ব্যাহত হতে পারে। তবু সাহস ও আত্মবিশ্বাস ধরে রেখেছেন।
ভাষা শেখার নিজস্ব কৌশল
ইংরেজি শেখার জন্য কখনো কোচিং করেননি মাহাদি। বই পড়া, সিনেমা দেখা ও নিয়মিত চর্চার মাধ্যমেই দক্ষতা অর্জন করেন। ডুয়োলিংগো ইংলিশ টেস্ট দিয়ে ইলিংশ প্রফিশিয়েন্সি প্রমাণ করেছেন।
নতুনদের জন্য বার্তা
মাহাদি ইব্রাহিম বিশ্বাস করেন, ভালো বিশ্ববিদ্যালয়ে যাওয়াই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। একজন সচেতন ও দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠাই আসল জয়। নতুনদের উদ্দেশে তাঁর পরামর্শ হলো, ‘শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রয়োজন ক্যারিয়ার বিষয়ে সচেতনতা, যোগাযোগ দক্ষতা এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট পরিকল্পনা। ইংরেজিতে দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি এখন থেকেই শুরু করতে হবে। আপনার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।’ সবশেষে মাহাদি বলেন, যে স্বপ্ন শুধু নিজেকে নিয়ে, তা ছোট; দেশের জন্য কাজে লাগার স্বপ্নই হওয়া উচিত আমাদের আসল ‘বাংলাদেশি ড্রিম’।
এইচএসসি পরীক্ষা এখনো শেষ হয়নি, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ কোটি টাকার সমপরিমাণ বৃত্তি ও আর্থিক সহায়তার প্রস্তাব পেয়েছেন মাহাদি ইব্রাহিম। ঢাকার সাভার সেনানিবাসের সেনা পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থী ভর্তি হচ্ছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটিতে।
অবিশ্বাস্য মনে হলেও মাহাদির এ সাফল্যের পেছনে রয়েছে কঠোর অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা, পারিবারিক সহায়তা এবং ভবিষ্যতের প্রতি এক নিঃস্বার্থ প্রতিশ্রুতি।
বিদেশে বেড়ে ওঠা
মাহাদির স্কুলজীবনের বড় একটি সময় কেটেছে মালয়েশিয়ার কেলানতান ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে তার মা-বাবা গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন দেশের সহপাঠীদের সঙ্গে মিশে তিনি বুঝেছেন আন্তর্জাতিক শিক্ষার গভীরতা ও বৈচিত্র্য। ২০১৮ সালে দেশে ফিরে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে। ইংরেজি মাধ্যম থেকে বাংলা কারিকুলামে মানিয়ে নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বাংলা লেখায়। কোভিড-১৯-এর সময় ঘরে বসেই কঠোর পরিশ্রম করে তিনি এনসিটিবি কারিকুলামে পারদর্শিতা অর্জন করেন। এরপর সেনা পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় এ-প্লাস অর্জন করেন।
ধাপে ধাপে প্রস্তুতি
এসএসসি শেষে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করেন মাহাদি। প্রথম এসএটি পরীক্ষায় অংশ নেন ছুটির মধ্যেই। বিতর্কে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে বিটিভির স্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। এর বাইরে রোবোটিকস ক্যাম্প, বিজনেস ফেস্টে রানারআপ, মালয়েশিয়ায় মার্শাল আর্টে স্টেট লেভেলে সিলভার মেডেলসহ নানা অর্জনে সমৃদ্ধ হয়েছে তাঁর প্রোফাইল। এ পথচলায় সবচেয়ে বড় সঙ্গী ছিলেন তাঁর মা-বাবা। বাবা ছিলেন প্রতিটি সিদ্ধান্তে পাশে, মা ছিলেন নীরব অনুপ্রেরণা।
বৃত্তির পেছনের মূল উপাদান
মাহাদি মনে করেন, তাঁর এ সাফল্যের পেছনে তিনটি বিষয় বড় ভূমিকা রেখেছে—
প্রথমত, সঠিক গাইডলাইন। এজেন্সির ওপর নির্ভর না করে নিজেই বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রস্তুতি এবং বৃত্তির খোঁজ করেছেন। তিনি বলেন, ‘ইন্টারনেট থেকে সবকিছু পাওয়া যায় না, দরকার হয় গবেষণার কৌশল ও অভিজ্ঞ মানুষের পরামর্শ।’
দ্বিতীয়ত, একটি ব্যালান্সড প্রোফাইল। তিনি শুরু থেকে জানতেন, কোথায় আবেদন করবেন, কী ধরনের সহায়তা লাগবে—সে অনুযায়ী একাডেমিক ফল, সহশিক্ষা কার্যক্রম এবং এসে প্রস্তুত করেন। তিনি বিতর্ক, রিসার্চ আর রোবোটিকস, সঞ্জীবন, হার্বালজ, আন্তর্জাতিক লিও ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিলেন। নিজ উদ্যোগে সাভারে প্রথমবারের মতো আয়োজন করেন আন্তপ্রতিষ্ঠান ফেস্ট ‘এনটিএইচও’।
তৃতীয়ত, ঝুঁকি নেওয়ার সাহস। তিনি জানতেন, এই যাত্রা ব্যর্থ হলে এইচএসসি পর্যন্ত ব্যাহত হতে পারে। তবু সাহস ও আত্মবিশ্বাস ধরে রেখেছেন।
ভাষা শেখার নিজস্ব কৌশল
ইংরেজি শেখার জন্য কখনো কোচিং করেননি মাহাদি। বই পড়া, সিনেমা দেখা ও নিয়মিত চর্চার মাধ্যমেই দক্ষতা অর্জন করেন। ডুয়োলিংগো ইংলিশ টেস্ট দিয়ে ইলিংশ প্রফিশিয়েন্সি প্রমাণ করেছেন।
নতুনদের জন্য বার্তা
মাহাদি ইব্রাহিম বিশ্বাস করেন, ভালো বিশ্ববিদ্যালয়ে যাওয়াই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। একজন সচেতন ও দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠাই আসল জয়। নতুনদের উদ্দেশে তাঁর পরামর্শ হলো, ‘শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রয়োজন ক্যারিয়ার বিষয়ে সচেতনতা, যোগাযোগ দক্ষতা এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট পরিকল্পনা। ইংরেজিতে দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি এখন থেকেই শুরু করতে হবে। আপনার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।’ সবশেষে মাহাদি বলেন, যে স্বপ্ন শুধু নিজেকে নিয়ে, তা ছোট; দেশের জন্য কাজে লাগার স্বপ্নই হওয়া উচিত আমাদের আসল ‘বাংলাদেশি ড্রিম’।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ-২০২৬ আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অর্থায়িত বৃত্তিটির আওতায় বিশ্ববিদ্যাল থেকে এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের কেমব্রিজ শহরে...
৮ ঘণ্টা আগেগুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া শুরু হচ্ছে ৩ আগস্ট। যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ১১ আগস্ট থেকে সারা দেশ
১ দিন আগেময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
১ দিন আগেজুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে "July- beyond boundaries" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
১ দিন আগে