Ajker Patrika

দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

ডেস্ক রিপোর্ট, ঢাকা
দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

হয়েছে দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) এবং বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট (বিটিডিএস)। এটি চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু এই মেলা সকাল ১০টা থেকে চলবে রাত ৮টা পর্যন্ত।

মেলার এ বছরের থিম ‘কানেক্টিং রিজিওনাল ট্যুরিজম’। মেলায় পর্যটন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, সীমান্তের এপার-ওপার সংযোগ স্থাপন এবং আঞ্চলিক পর্যটন জোট গঠনের ওপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, দুবাইসহ বিভিন্ন দেশের ১৫০টি পর্যটন সংস্থা মেলায় অংশ নেবে। ১৯ সেপ্টেম্বর মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, ‘এটি ইতিমধ্যে পর্যটনজগৎ এবং এশিয়ার ভ্রমণ ক্যালেন্ডারে অন্যতম প্রধান জায়গা অর্জন করে নিয়েছে। গত ৯ বছরে এশিয়ান ট্যুরিজম ফেয়ার, এই অঞ্চলের ভ্রমণপিয়াসি মানুষ, শিল্প ও পর্যটন পেশাদারদের একত্র হওয়ার প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।’ মেলা ও সামিটকে সহায়তা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত