অনলাইন ডেস্ক
রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি প্রদেশে সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। গত শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই খবর এল। ইসরায়েলের চালানো ধারাবাহিক হামলা ঠেকাতে ইরানের আকাশে বিভিন্ন অঞ্চলে গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের ঝলক দেখা গেছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তেহরান, হরমোজগান, কেরমানশাহ, লোরেস্তান, পশ্চিম আজারবাইজান ও খুজেস্তান প্রদেশে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। এ ছাড়া মধ্যাঞ্চলের কোম প্রদেশেও বিপুলসংখ্যক ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
সংবাদ সংস্থাটি আরও জানায়, এসব অঞ্চলের আকাশে ‘শত্রুর’ ড্রোন ও অন্যান্য বিমানের উপস্থিতি শনাক্ত করার পর ইরানি বাহিনী সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে রাতের আকাশে বিস্ফোরণ ও গোলাগুলির আলোর ঝলক দেখা গেলেও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
রাষ্ট্রীয় টেলিভিশনও একই ধরনের প্রতিবেদন প্রচার করেছে, যেখানে বলা হয়েছে—তেহরান ও অন্যান্য প্রদেশের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত করে প্রতিরক্ষা বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই আকাশ প্রতিরক্ষা সক্রিয় করার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ব্যাপক একটি পাল্টা হামলার প্রস্তুতিতে রয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্ব সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল এর আগেই ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানিবিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরান একাধিকবার ‘ধ্বংসাত্মক পাল্টা আঘাত’ হানার ঘোষণা দিয়েছে।
আরও খবর পড়ুন:
রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি প্রদেশে সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। গত শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই খবর এল। ইসরায়েলের চালানো ধারাবাহিক হামলা ঠেকাতে ইরানের আকাশে বিভিন্ন অঞ্চলে গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের ঝলক দেখা গেছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তেহরান, হরমোজগান, কেরমানশাহ, লোরেস্তান, পশ্চিম আজারবাইজান ও খুজেস্তান প্রদেশে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। এ ছাড়া মধ্যাঞ্চলের কোম প্রদেশেও বিপুলসংখ্যক ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
সংবাদ সংস্থাটি আরও জানায়, এসব অঞ্চলের আকাশে ‘শত্রুর’ ড্রোন ও অন্যান্য বিমানের উপস্থিতি শনাক্ত করার পর ইরানি বাহিনী সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে রাতের আকাশে বিস্ফোরণ ও গোলাগুলির আলোর ঝলক দেখা গেলেও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
রাষ্ট্রীয় টেলিভিশনও একই ধরনের প্রতিবেদন প্রচার করেছে, যেখানে বলা হয়েছে—তেহরান ও অন্যান্য প্রদেশের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত করে প্রতিরক্ষা বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই আকাশ প্রতিরক্ষা সক্রিয় করার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ব্যাপক একটি পাল্টা হামলার প্রস্তুতিতে রয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্ব সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল এর আগেই ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানিবিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরান একাধিকবার ‘ধ্বংসাত্মক পাল্টা আঘাত’ হানার ঘোষণা দিয়েছে।
আরও খবর পড়ুন:
ভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় তাঁকে আরেক যাত্রী তাকে চড় মারেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, আতঙ্কিত হওয়া ব্যক্তির পরিবার তাঁকে শনাক্ত করে এবং জানায় যে তিনি নিখোঁজ।
৯ মিনিট আগেগাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
৩ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল মধ্য ইউরোপের এই রাষ্ট্রটি। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে