ফিচার ডেস্ক
দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় চীনা ট্যুর অপারেটরগুলোকে আকৃষ্ট করতে নীতিমালা সংশোধন করেছে। এ ছাড়া ডাম্পিং ট্যুরের জন্যও নতুন নীতিমালা করেছে দেশটি।
ডাম্পিং ট্যুর বলতে এমন ভ্রমণ বোঝায়, যেখানে ট্যুর অপারেটররা শপিং মলগুলোর কাছ থেকে কমিশন নিয়ে বিদেশি পর্যটকদের জন্য সস্তায় ভ্রমণ প্যাকেজ দিয়ে থাকে। সাধারণত এ ধরনের ট্যুরে ট্রাভেল এজেন্সিগুলো দর্শনীয় জায়গা দেখানোর চেয়ে কেনাকাটাকে বেশি গুরুত্ব দেয়।
গত মে মাসে দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় একটি চীনা ট্যুর গ্রুপকে কেনাকাটা করতে বাধ্য করায় একটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থগিত করেছিল সে দেশের সরকার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতে ডাম্পিং ট্যুরের ওপর নতুন নির্দেশনা জারি করেছে দেশটি।
দক্ষিণ কোরিয়ার পর্যটনশিল্প দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিয়াওনিং একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের বিশেষজ্ঞ লু চাও জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া তার পর্যটন খাতের ধারাবাহিক উন্নয়ন ও বৃদ্ধিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।
গ্লোবাল টাইমস জানিয়েছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ মিলিয়ন বা ২০ লাখের ঘর। গ্রুপ ট্যুর ভিসায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী চীনা পর্যটকদের অনুপাত ১২ শতাংশের কাছাকাছি চলে গেছে। দেশটির সরকার তাদের পর্যটন খাতের এই উন্নতি ধরে রাখতে চায়। ফলে ডাম্পিং ট্যুর বিষয়ে নতুন নিয়ম ভঙ্গকারী ট্যুর অপারেটরদের বিরুদ্ধে দেশটির প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দ্য কোরিয়া টাইমস।
সূত্র ও ছবি: গ্লোবাল টাইমস
দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় চীনা ট্যুর অপারেটরগুলোকে আকৃষ্ট করতে নীতিমালা সংশোধন করেছে। এ ছাড়া ডাম্পিং ট্যুরের জন্যও নতুন নীতিমালা করেছে দেশটি।
ডাম্পিং ট্যুর বলতে এমন ভ্রমণ বোঝায়, যেখানে ট্যুর অপারেটররা শপিং মলগুলোর কাছ থেকে কমিশন নিয়ে বিদেশি পর্যটকদের জন্য সস্তায় ভ্রমণ প্যাকেজ দিয়ে থাকে। সাধারণত এ ধরনের ট্যুরে ট্রাভেল এজেন্সিগুলো দর্শনীয় জায়গা দেখানোর চেয়ে কেনাকাটাকে বেশি গুরুত্ব দেয়।
গত মে মাসে দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় একটি চীনা ট্যুর গ্রুপকে কেনাকাটা করতে বাধ্য করায় একটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থগিত করেছিল সে দেশের সরকার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতে ডাম্পিং ট্যুরের ওপর নতুন নির্দেশনা জারি করেছে দেশটি।
দক্ষিণ কোরিয়ার পর্যটনশিল্প দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিয়াওনিং একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের বিশেষজ্ঞ লু চাও জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া তার পর্যটন খাতের ধারাবাহিক উন্নয়ন ও বৃদ্ধিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।
গ্লোবাল টাইমস জানিয়েছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ মিলিয়ন বা ২০ লাখের ঘর। গ্রুপ ট্যুর ভিসায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী চীনা পর্যটকদের অনুপাত ১২ শতাংশের কাছাকাছি চলে গেছে। দেশটির সরকার তাদের পর্যটন খাতের এই উন্নতি ধরে রাখতে চায়। ফলে ডাম্পিং ট্যুর বিষয়ে নতুন নিয়ম ভঙ্গকারী ট্যুর অপারেটরদের বিরুদ্ধে দেশটির প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দ্য কোরিয়া টাইমস।
সূত্র ও ছবি: গ্লোবাল টাইমস
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে