অনলাইন ডেস্ক
রক ব্যান্ড কোল্ডপ্লের সাম্প্রতিক কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়া এক ভিডিও ঘিরে তোলপাড় পুরো বিশ্ব। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লের গানের সুরে সুরে দুলছেন দুজনে। তবে যখনই তাঁরা দেখতে পান, বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে, তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ফুটেজ।
এ নিয়ে নানা মিম-ট্রল, হাসি-ঠাট্টা চললেও এই ঘটনার পর থেকে নতুন করে আলোচনায় বিবাহ-বহির্ভূত সম্পর্ক। অনেকের মনে প্রশ্ন উঠছে, ‘আমার সঙ্গীও কি আমাকে বোকা বানাচ্ছে?’
এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে এক বিস্ময়কর তথ্য। বিভিন্ন জরিপ ও কেস স্টাডিতে দেখা গেছে, নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এআরএফ প্রাইভেট ইনভেস্টিগেটরসের শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকে এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে গোপন সংকেত।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং ফ্যাবুলাস ম্যাগাজিনকে তিনি বলেছেন, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো মেসেজিং অ্যাপ এখন গোপন সম্পর্কের আঁতুড়ঘর। পল বলেন, ‘অনেক মানুষ ভাবেন, প্রতারণা মানেই রাত জেগে কথা বলা বা গোপনে ছবি পাঠানো। কিন্তু এখন প্রতারণার সূচনা হচ্ছে একটিমাত্র ইমোজি দিয়েই।’
প্রতারণাকারীরা পুরোনো দিনের প্রেমপত্র নয়, বরং ব্যবহার করছেন ‘ক্রিপ্টিক কোড’ বা গোপন সংকেত; যার বেশির ভাগ ইমোজি। জোন্স বলেন, ‘গত এক বছরে আমরা লক্ষ করেছি, অনেকে প্রতিদিনের সাধারণ ইমোজিকে ব্যবহার করছেন গোপনে যোগাযোগের মাধ্যম হিসেবে, যা দেখে সাধারণ ব্যবহারকারী বুঝতেই পারবেন না এখানে কী বলার চেষ্টা করা হয়েছে।’
জোন্স জানান, ফ্রেঞ্চ ব্রেকফাস্ট আইটেম ক্রোসাঁ, তালা কিংবা চিঠির মতো নিরীহ ইমোজিগুলোর ব্যবহারই এসব গোপন সম্পর্কে সর্বাধিক। কোনো পার্টনারের মোবাইলে এসব ইমোজি যদি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়; তবে তা হতে পারে তার গোপন প্রেমের আভাস।
তিনি বলেন, ‘আমরা এমন কেসও পেয়েছি, যেখানে ক্রোসাঁ ইমোজির মাধ্যমে বোঝানো হচ্ছে “সকালে ব্রেকফাস্টে দেখা করো”, কিংবা চিঠির ইমোজির অর্থ দাঁড়াচ্ছে “অসুবিধা না থাকলে মেসেজ দিয়ো।” এগুলো একধরনের গোপন ভাষা।’
এই সব গোপন বার্তা আদান-প্রদান করতে ব্যবহারকারীরা কখনো চ্যাট ‘আর্কাইভ’ করে রাখেন, আবার কখনো ব্যবহার করেন ডিজঅ্যাপিয়ারিং মেসেজের ফিচার। পল জোন্স সতর্ক করে বলেন, সম্পর্কের সন্দেহের সূত্রপাত অনেক সময় ঘটে একটিমাত্র ইমোজি থেকে। তাই সঙ্গীর আচরণে অস্বাভাবিকতা থাকলে সতর্ক হওয়াই ভালো।
তবে কেবল ইমোজির ওপর নির্ভর করে সিদ্ধান্ত না নিয়ে, বিশ্বাস, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার দিকেই জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রক ব্যান্ড কোল্ডপ্লের সাম্প্রতিক কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়া এক ভিডিও ঘিরে তোলপাড় পুরো বিশ্ব। ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লের গানের সুরে সুরে দুলছেন দুজনে। তবে যখনই তাঁরা দেখতে পান, বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে, তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ফুটেজ।
এ নিয়ে নানা মিম-ট্রল, হাসি-ঠাট্টা চললেও এই ঘটনার পর থেকে নতুন করে আলোচনায় বিবাহ-বহির্ভূত সম্পর্ক। অনেকের মনে প্রশ্ন উঠছে, ‘আমার সঙ্গীও কি আমাকে বোকা বানাচ্ছে?’
এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে এক বিস্ময়কর তথ্য। বিভিন্ন জরিপ ও কেস স্টাডিতে দেখা গেছে, নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এআরএফ প্রাইভেট ইনভেস্টিগেটরসের শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকে এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে গোপন সংকেত।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং ফ্যাবুলাস ম্যাগাজিনকে তিনি বলেছেন, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটের মতো মেসেজিং অ্যাপ এখন গোপন সম্পর্কের আঁতুড়ঘর। পল বলেন, ‘অনেক মানুষ ভাবেন, প্রতারণা মানেই রাত জেগে কথা বলা বা গোপনে ছবি পাঠানো। কিন্তু এখন প্রতারণার সূচনা হচ্ছে একটিমাত্র ইমোজি দিয়েই।’
প্রতারণাকারীরা পুরোনো দিনের প্রেমপত্র নয়, বরং ব্যবহার করছেন ‘ক্রিপ্টিক কোড’ বা গোপন সংকেত; যার বেশির ভাগ ইমোজি। জোন্স বলেন, ‘গত এক বছরে আমরা লক্ষ করেছি, অনেকে প্রতিদিনের সাধারণ ইমোজিকে ব্যবহার করছেন গোপনে যোগাযোগের মাধ্যম হিসেবে, যা দেখে সাধারণ ব্যবহারকারী বুঝতেই পারবেন না এখানে কী বলার চেষ্টা করা হয়েছে।’
জোন্স জানান, ফ্রেঞ্চ ব্রেকফাস্ট আইটেম ক্রোসাঁ, তালা কিংবা চিঠির মতো নিরীহ ইমোজিগুলোর ব্যবহারই এসব গোপন সম্পর্কে সর্বাধিক। কোনো পার্টনারের মোবাইলে এসব ইমোজি যদি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়; তবে তা হতে পারে তার গোপন প্রেমের আভাস।
তিনি বলেন, ‘আমরা এমন কেসও পেয়েছি, যেখানে ক্রোসাঁ ইমোজির মাধ্যমে বোঝানো হচ্ছে “সকালে ব্রেকফাস্টে দেখা করো”, কিংবা চিঠির ইমোজির অর্থ দাঁড়াচ্ছে “অসুবিধা না থাকলে মেসেজ দিয়ো।” এগুলো একধরনের গোপন ভাষা।’
এই সব গোপন বার্তা আদান-প্রদান করতে ব্যবহারকারীরা কখনো চ্যাট ‘আর্কাইভ’ করে রাখেন, আবার কখনো ব্যবহার করেন ডিজঅ্যাপিয়ারিং মেসেজের ফিচার। পল জোন্স সতর্ক করে বলেন, সম্পর্কের সন্দেহের সূত্রপাত অনেক সময় ঘটে একটিমাত্র ইমোজি থেকে। তাই সঙ্গীর আচরণে অস্বাভাবিকতা থাকলে সতর্ক হওয়াই ভালো।
তবে কেবল ইমোজির ওপর নির্ভর করে সিদ্ধান্ত না নিয়ে, বিশ্বাস, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার দিকেই জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
হট মানে গরম আর কুল মানে ঠান্ডা—আমরা এমনটাই জানি। বর্তমানে ‘কুল’ (Cool) শব্দটি প্রায়ই ব্যবহার করা হয়—বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যে কুল মানে আমরা ঠান্ডা জানি, এই ‘কুল’ ব্যাপারটা আসলে তেমন নয়। সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের মানুষকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।
৯ ঘণ্টা আগেভ্রমণ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাড়তি কাজ করতে না চাইলে, ভ্রমণে যাওয়ার আগে ঘরের বেশ কিছু কাজ সেরে রাখতে হবে। ফিরে এসে বাড়িটাও শান্তিময় মনে হবে।
১৮ ঘণ্টা আগেইলিশের মৌসুমে নানাভাবে তো ইলিশ রান্না করছেন। এবার বাটা মরিচে ইলিশ রেঁধেই দেখুন। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
২০ ঘণ্টা আগেজীবনকে কিছুক্ষণের জন্য ‘অফ’ মোডে রাখা শেখায় এই ফ্লোরটাইম। টিকটকে অনেকে বলছেন, মেঝের ওপর চিত হয়ে শুয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে চলমান এই প্রক্রিয়া নিজেকে ফিরিয়ে আনে নিজের কাছে।
২ দিন আগে