ফিচার ডেস্ক
শুধু অর্থনীতিতেই নয়, পর্যটনেও প্রতিবেশী দেশগুলোর জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠছে চীন। দেশটি ইতিমধ্যে ৫৯টি দেশের জন্য ভিসামুক্ত নীতি ঘোষণা করেছে। শুধু তা-ই নয়, ৫৪টি দেশের জন্য ১১৪ ঘণ্টা ভিসামুক্ত নীতি এবং ক্রুজ ট্যুরের জন্য ভিসামুক্ত নীতিও গ্রহণ করেছে।
পর্যটন খাতে চীনের এই আগ্রাসী সম্প্রসারণ ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করছে। বাজার কৌশল এবং ভিসামুক্ত ভ্রমণ নীতির সংমিশ্রণে চীন এশিয়ার পর্যটন ল্যান্ডস্কেপকে নতুন আকার দিচ্ছে। দেশটির এ কৌশলের কাছে শুধু ভারত নয়, বিশেষজ্ঞদের ধারণা, মার খাবে আরেক প্রতিবেশী দেশ থাইল্যান্ড।
চীনের ক্রমবর্ধমান পর্যটন প্রভাবের কারণে বেশ চাপে আছে ভারত। পর্যটন সম্প্রসারণের অংশ হিসেবে ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা চালু করার ঘোষণা দেন। এ নীতির আওতায় দেশগুলোর পর্যটকেরা ভারতে ভ্রমণ, ব্যবসা, সম্মেলন এবং চিকিৎসার জন্য ডাবল এন্ট্রির সুবিধাসহ ৬০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
অন্যদিকে থাইল্যান্ডও আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য নতুন ভিসা প্রোভিসামুক্ত স্কিম চালু করেছে। এ ছাড়া ডিজিটাল যাযাবর, শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারদের জন্য অন অ্যারাইভাল ভিসা এবং গন্তব্য থাইল্যান্ড ভিসা প্রবর্তন করেছে।
শুধু অর্থনীতিতেই নয়, পর্যটনেও প্রতিবেশী দেশগুলোর জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠছে চীন। দেশটি ইতিমধ্যে ৫৯টি দেশের জন্য ভিসামুক্ত নীতি ঘোষণা করেছে। শুধু তা-ই নয়, ৫৪টি দেশের জন্য ১১৪ ঘণ্টা ভিসামুক্ত নীতি এবং ক্রুজ ট্যুরের জন্য ভিসামুক্ত নীতিও গ্রহণ করেছে।
পর্যটন খাতে চীনের এই আগ্রাসী সম্প্রসারণ ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করছে। বাজার কৌশল এবং ভিসামুক্ত ভ্রমণ নীতির সংমিশ্রণে চীন এশিয়ার পর্যটন ল্যান্ডস্কেপকে নতুন আকার দিচ্ছে। দেশটির এ কৌশলের কাছে শুধু ভারত নয়, বিশেষজ্ঞদের ধারণা, মার খাবে আরেক প্রতিবেশী দেশ থাইল্যান্ড।
চীনের ক্রমবর্ধমান পর্যটন প্রভাবের কারণে বেশ চাপে আছে ভারত। পর্যটন সম্প্রসারণের অংশ হিসেবে ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা চালু করার ঘোষণা দেন। এ নীতির আওতায় দেশগুলোর পর্যটকেরা ভারতে ভ্রমণ, ব্যবসা, সম্মেলন এবং চিকিৎসার জন্য ডাবল এন্ট্রির সুবিধাসহ ৬০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
অন্যদিকে থাইল্যান্ডও আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য নতুন ভিসা প্রোভিসামুক্ত স্কিম চালু করেছে। এ ছাড়া ডিজিটাল যাযাবর, শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারদের জন্য অন অ্যারাইভাল ভিসা এবং গন্তব্য থাইল্যান্ড ভিসা প্রবর্তন করেছে।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে