Ajker Patrika

বৈশাখে ওয়ার্ডরোবে যা রাখবেন

ফিচার ডেস্ক
ছবি: ওয়্যার হাউস
ছবি: ওয়্যার হাউস

বৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে ইস্তিরি করার ঝামেলাও থাকবে না। একেবারে আঁটসাঁট, টাইট ফিট পোশাক এই আবহাওয়ায় পরা উচিত নয়। এর পরিবর্তে আকারে খানিক বড় বা ওভারসাইজড পোশাক-আশাকে স্বাচ্ছন্দ্য খুঁজে পাওয়া যাবে। পশ্চিমা ঘরানার পোশাক পরতে যাঁরা অভ্যস্ত, তাঁরা ওয়ার্ডরোবের হ্যাঙ্গারে ঝুলিয়ে ফেলুন ঢিলেঢালা টি-শার্ট।

ঢিলেঢালা ট্রাউজার ও পালাজো

ঢিলেঢালা ট্রাউজার, প্যান্ট ও পালাজো রাজত্ব করছে, তা-ও প্রায় বহুদিন হয়ে এল। শার্ট, ফতুয়া, টপস ও টি-শার্টের সঙ্গে দারুণ মানায় এমন ট্রাউজার ও পালাজো। ঢিলেঢালা স্ট্রাইপ বা কলমকারি পালাজোর সঙ্গে একরঙা টপস হতে পারে এবারের গরমের আরামদায়ক পোশাক।

ব্যাগি ডেনিম প্যান্ট

ডেনিম মানেই শান্তি। ভ্যাপসা গরমের দিনগুলোয় ক্যাজুয়াল আউটফিটে নিমেষে পা গলাতে পারেন ঢিলেঢালা ডেনিম প্যান্টে। এখন ডেনিমের লুজ ট্রাউজারও পাওয়া যায় সবখানে। এগুলোর সঙ্গে ওপরে পরা যেতে পারে সাদা রঙের ক্রপ টপ বা ঢিলেঢালা টি-শার্ট।

কিমানো

নিজের সঠিক মাপ থেকে এক-দুই সাইজ বড় কিমানো চড়িয়ে নিতে পারেন গায়ে। স্বভাবে যাঁরা একটু আলসে, তাঁরা ঝটপট বাইরে কিংবা ক্লাসে যাওয়ার জন্য তৈরি হতে এর চেয়ে ভালো সমাধান পাবেন বলে মনে হয় না। কিমানো চলতি ফ্যাশনে একটা বড় জায়গা দখল করে নিয়েছে গত এক বছরে। ট্যাংক টপস বা টি-শার্টের ওপর শর্ট কিমানো আর বটমে লুজ প্যান্ট। গরমে এটাই সেরার সেরা।

ওভারসাইজড শার্ট

স্টাইলিশ দেখাতে ফিটিং ডেনিম প্যান্ট কিংবা জেগিংসের সঙ্গে ওভারসাইজড ব্যাগি শার্ট পরতে পারেন। পায়ে গলিয়ে নিন সাদা টেনিস শু। ক্যাজুয়াল দিনগুলোতেও পাওয়া যাবে রক অ্যান্ড রোল লুক।

সুতির কো-অর্ডস

ঘরে বা বাইরে—সবখানেই পছন্দের শুরুর দিকে জায়গা করে নিয়েছে কো-অর্ডস। একরঙা, ছাপা বা ব্লক করা কো-অর্ডস কিন্তু অফিস থেকে শুরু করে বেড়ানো— সবখানে মানিয়ে যায় বেশ। খুব আরামদায়ক কাপড় দিয়ে কয়েক ডিজাইনে বানিয়েও নেওয়া যায় বেশ কয়েকটি কো-অর্ডস। প্রচণ্ড গরমের দিনগুলোয় এই ধরনের পোশাক আপনাকে আরাম এনে দেবে।

সূত্র: জিথ্রি ফ্যাশন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত