ফিচার ডেস্ক
মাথার ত্বকের মৃতকোষই হলো খুশকি। এর কারণে চুলের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, কেরাটিনোসাইট নামে পরিচিত নির্দিষ্ট ত্বকের কোষ খুশকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকরণ ও পরিমাণ
যেভাবে বানাবেন
একটি ছোট প্যানে সব উপকরণ দিন। অল্প আঁচে উপকরণগুলো নাড়তে থাকুন বাদামি রং হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে ঠান্ডা করে পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এ তরল মাথার ত্বক ও চুলে আলতো করে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা
গোলাপ বা নিমে অ্যালার্জি আছে কি না জানতে এ তেল মাথায় ব্যবহারের আগে ত্বকে অল্প ব্যবহার করে দেখতে হবে। চুলের ঘনত্বের ওপর ভিত্তি করে তেল মাথায় ব্যবহার করতে হবে, বেশি দেওয়া ঠিক হবে না। এই তেল চুলে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। ব্যবহারের পর ত্বকে লাল ভাব, চুলকানি বা চুল পড়া বাড়ার মতো সমস্যা দেখা দিলে এই তেল ব্যবহার বন্ধ করতে হবে।
মাথার ত্বকের মৃতকোষই হলো খুশকি। এর কারণে চুলের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, কেরাটিনোসাইট নামে পরিচিত নির্দিষ্ট ত্বকের কোষ খুশকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকরণ ও পরিমাণ
যেভাবে বানাবেন
একটি ছোট প্যানে সব উপকরণ দিন। অল্প আঁচে উপকরণগুলো নাড়তে থাকুন বাদামি রং হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে ঠান্ডা করে পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এ তরল মাথার ত্বক ও চুলে আলতো করে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা
গোলাপ বা নিমে অ্যালার্জি আছে কি না জানতে এ তেল মাথায় ব্যবহারের আগে ত্বকে অল্প ব্যবহার করে দেখতে হবে। চুলের ঘনত্বের ওপর ভিত্তি করে তেল মাথায় ব্যবহার করতে হবে, বেশি দেওয়া ঠিক হবে না। এই তেল চুলে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। ব্যবহারের পর ত্বকে লাল ভাব, চুলকানি বা চুল পড়া বাড়ার মতো সমস্যা দেখা দিলে এই তেল ব্যবহার বন্ধ করতে হবে।
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেআমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
১ দিন আগে