শোভন সাহা
প্রশ্ন: ঈদের ঠিক কত দিন আগে ভ্রু প্লাক ও চুল কাটানো উচিত? ফেসিয়াল ঠিক কত দিন আগে করলে ভালো হয়?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
উত্তর: অনেকের ভ্রু দ্রুত গজায়। সে ক্ষেত্রে উৎসবের এক থেকে দুই দিন আগে ভ্রু প্লাক করা ভালো। অন্যদিকে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগেও চুল কাটানো যেতে পারে। ফেসিয়ালের ক্ষেত্রে বলব, উৎসব বা কোনো অনুষ্ঠানের তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে করলে ভালো হয়। বিশেষ দিনের ঠিক আগের দিন ফেসিয়াল করতে যাবেন না। কারণ সংবেদনশীল ত্বক হলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন: প্রতিবার দাড়ি শেভ করার পর চুলকানি ও ত্বকে টান টান সমস্যা অনুভব করি। ত্বক বোধ হয় একটু শুষ্ক। আবার কি কোনো সেরাম বা বিশেষ কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে?
রাতুল রানা, মাদারীপুর
দাড়ি শেভ করার পর আপনি অবশ্যই আফটার শেভ বাম ব্যবহার করবেন। এখানে একটু বলে রাখছি, আফটার শেভ লোশন আপনার জন্য ভালো হবে না। কারণ এই লোশন ত্বক শুষ্ক করে তোলে। বাজারে আফটার শেভ বাম কিনতে পাওয়া যায়, এতে ময়শ্চারাইজার থাকে। ফলে এটা ব্যবহারে আপনার ত্বক আরাম পাবে এবং সমস্যার দ্রুত সমাধান হবে।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
প্রশ্ন: ঈদের ঠিক কত দিন আগে ভ্রু প্লাক ও চুল কাটানো উচিত? ফেসিয়াল ঠিক কত দিন আগে করলে ভালো হয়?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
উত্তর: অনেকের ভ্রু দ্রুত গজায়। সে ক্ষেত্রে উৎসবের এক থেকে দুই দিন আগে ভ্রু প্লাক করা ভালো। অন্যদিকে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগেও চুল কাটানো যেতে পারে। ফেসিয়ালের ক্ষেত্রে বলব, উৎসব বা কোনো অনুষ্ঠানের তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে করলে ভালো হয়। বিশেষ দিনের ঠিক আগের দিন ফেসিয়াল করতে যাবেন না। কারণ সংবেদনশীল ত্বক হলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন: প্রতিবার দাড়ি শেভ করার পর চুলকানি ও ত্বকে টান টান সমস্যা অনুভব করি। ত্বক বোধ হয় একটু শুষ্ক। আবার কি কোনো সেরাম বা বিশেষ কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে?
রাতুল রানা, মাদারীপুর
দাড়ি শেভ করার পর আপনি অবশ্যই আফটার শেভ বাম ব্যবহার করবেন। এখানে একটু বলে রাখছি, আফটার শেভ লোশন আপনার জন্য ভালো হবে না। কারণ এই লোশন ত্বক শুষ্ক করে তোলে। বাজারে আফটার শেভ বাম কিনতে পাওয়া যায়, এতে ময়শ্চারাইজার থাকে। ফলে এটা ব্যবহারে আপনার ত্বক আরাম পাবে এবং সমস্যার দ্রুত সমাধান হবে।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
১ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
১ দিন আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
১ দিন আগেআপনি যতই ট্রেন্ড অনুসরণ করুন না কেন, জন্মসূত্রে বাঙালি মানে শাড়ি আপনার আত্মার আত্মা। কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—শাড়ি পরার ব্যাপারটা যেন উৎসবতুল্য। আসলে শাড়ি নামের এ পোশাকই তো বৈচিত্র্যময়। শাড়ির রয়েছে রকমফের। আবার কত কায়দায়ই না পরা যায় এটি। তবে আরামের বেলায় হাফ সিল্ক শাড়ির কদরই আলাদা।
১ দিন আগে