শোভন সাহা
প্রশ্ন: ঈদের ঠিক কত দিন আগে ভ্রু প্লাক ও চুল কাটানো উচিত? ফেসিয়াল ঠিক কত দিন আগে করলে ভালো হয়?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
উত্তর: অনেকের ভ্রু দ্রুত গজায়। সে ক্ষেত্রে উৎসবের এক থেকে দুই দিন আগে ভ্রু প্লাক করা ভালো। অন্যদিকে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগেও চুল কাটানো যেতে পারে। ফেসিয়ালের ক্ষেত্রে বলব, উৎসব বা কোনো অনুষ্ঠানের তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে করলে ভালো হয়। বিশেষ দিনের ঠিক আগের দিন ফেসিয়াল করতে যাবেন না। কারণ সংবেদনশীল ত্বক হলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন: প্রতিবার দাড়ি শেভ করার পর চুলকানি ও ত্বকে টান টান সমস্যা অনুভব করি। ত্বক বোধ হয় একটু শুষ্ক। আবার কি কোনো সেরাম বা বিশেষ কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে?
রাতুল রানা, মাদারীপুর
দাড়ি শেভ করার পর আপনি অবশ্যই আফটার শেভ বাম ব্যবহার করবেন। এখানে একটু বলে রাখছি, আফটার শেভ লোশন আপনার জন্য ভালো হবে না। কারণ এই লোশন ত্বক শুষ্ক করে তোলে। বাজারে আফটার শেভ বাম কিনতে পাওয়া যায়, এতে ময়শ্চারাইজার থাকে। ফলে এটা ব্যবহারে আপনার ত্বক আরাম পাবে এবং সমস্যার দ্রুত সমাধান হবে।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
প্রশ্ন: ঈদের ঠিক কত দিন আগে ভ্রু প্লাক ও চুল কাটানো উচিত? ফেসিয়াল ঠিক কত দিন আগে করলে ভালো হয়?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
উত্তর: অনেকের ভ্রু দ্রুত গজায়। সে ক্ষেত্রে উৎসবের এক থেকে দুই দিন আগে ভ্রু প্লাক করা ভালো। অন্যদিকে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগেও চুল কাটানো যেতে পারে। ফেসিয়ালের ক্ষেত্রে বলব, উৎসব বা কোনো অনুষ্ঠানের তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে করলে ভালো হয়। বিশেষ দিনের ঠিক আগের দিন ফেসিয়াল করতে যাবেন না। কারণ সংবেদনশীল ত্বক হলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন: প্রতিবার দাড়ি শেভ করার পর চুলকানি ও ত্বকে টান টান সমস্যা অনুভব করি। ত্বক বোধ হয় একটু শুষ্ক। আবার কি কোনো সেরাম বা বিশেষ কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে?
রাতুল রানা, মাদারীপুর
দাড়ি শেভ করার পর আপনি অবশ্যই আফটার শেভ বাম ব্যবহার করবেন। এখানে একটু বলে রাখছি, আফটার শেভ লোশন আপনার জন্য ভালো হবে না। কারণ এই লোশন ত্বক শুষ্ক করে তোলে। বাজারে আফটার শেভ বাম কিনতে পাওয়া যায়, এতে ময়শ্চারাইজার থাকে। ফলে এটা ব্যবহারে আপনার ত্বক আরাম পাবে এবং সমস্যার দ্রুত সমাধান হবে।
পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ দিন আগে