Ajker Patrika

আফটার শেভ লোশন ত্বক শুষ্ক করে তোলে

শোভন সাহা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ৫৩
আফটার শেভ লোশন ত্বক শুষ্ক করে তোলে

প্রশ্ন: ঈদের ঠিক কত দিন আগে ভ্রু প্লাক ও চুল কাটানো উচিত? ফেসিয়াল ঠিক কত দিন আগে করলে ভালো হয়?

নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম

উত্তর: অনেকের ভ্রু দ্রুত গজায়। সে ক্ষেত্রে উৎসবের এক থেকে দুই দিন আগে ভ্রু প্লাক করা ভালো। অন্যদিকে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগেও চুল কাটানো যেতে পারে। ফেসিয়ালের ক্ষেত্রে বলব, উৎসব বা কোনো অনুষ্ঠানের তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে করলে ভালো হয়। বিশেষ দিনের ঠিক আগের দিন ফেসিয়াল করতে যাবেন না। কারণ সংবেদনশীল ত্বক হলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

প্রশ্ন: প্রতিবার দাড়ি শেভ করার পর চুলকানি ও ত্বকে টান টান সমস্যা অনুভব করি। ত্বক বোধ হয় একটু শুষ্ক। আবার কি কোনো সেরাম বা বিশেষ কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে?

রাতুল রানা, মাদারীপুর

দাড়ি শেভ করার পর আপনি অবশ্যই আফটার শেভ বাম ব্যবহার করবেন। এখানে একটু বলে রাখছি, আফটার শেভ লোশন আপনার জন্য ভালো হবে না। কারণ এই লোশন ত্বক শুষ্ক করে তোলে। বাজারে আফটার শেভ বাম কিনতে পাওয়া যায়, এতে ময়শ্চারাইজার থাকে। ফলে এটা ব্যবহারে আপনার ত্বক আরাম পাবে এবং সমস্যার দ্রুত সমাধান হবে।

পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার 

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত