শোভন সাহা
প্রশ্ন:তৈলাক্ত ত্বকে অতিরিক্ত ব্রণ ওঠে। এ থেকে রক্ষা পাওয়ার কোনো চিকিৎসা আছে?
উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই মাথার ত্বক আর মুখমণ্ডল—দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। ঘরোয়াভাবে মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করা যেতে পারে।
প্রশ্ন:মরা চামড়া উঠে থাকা শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে কী করা উচিত?
উত্তর: লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। আইসিং সুগার দিয়ে মাঝে মাঝে ঠোঁট স্ক্রাব করতে পারেন।
প্রশ্ন: বিভিন্ন কারণে কারও কারও মাথার ত্বক প্রচুর ঘামে। নিয়মিত শ্যাম্পু করলেও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করবেন?
উত্তর: চুলে হারবাল তেলের প্যাক লাগালে বাজে গন্ধ হবে। ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এর পর চুল শুকিয়ে ব্রাশ করে নিন।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন:তৈলাক্ত ত্বকে অতিরিক্ত ব্রণ ওঠে। এ থেকে রক্ষা পাওয়ার কোনো চিকিৎসা আছে?
উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই মাথার ত্বক আর মুখমণ্ডল—দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। ঘরোয়াভাবে মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করা যেতে পারে।
প্রশ্ন:মরা চামড়া উঠে থাকা শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে কী করা উচিত?
উত্তর: লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। আইসিং সুগার দিয়ে মাঝে মাঝে ঠোঁট স্ক্রাব করতে পারেন।
প্রশ্ন: বিভিন্ন কারণে কারও কারও মাথার ত্বক প্রচুর ঘামে। নিয়মিত শ্যাম্পু করলেও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করবেন?
উত্তর: চুলে হারবাল তেলের প্যাক লাগালে বাজে গন্ধ হবে। ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এর পর চুল শুকিয়ে ব্রাশ করে নিন।
পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হট মানে গরম আর কুল মানে ঠান্ডা—আমরা এমনটাই জানি। বর্তমানে ‘কুল’ (Cool) শব্দটি প্রায়ই ব্যবহার করা হয়—বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যে কুল মানে আমরা ঠান্ডা জানি, এই ‘কুল’ ব্যাপারটা আসলে তেমন নয়। সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের মানুষকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।
১২ ঘণ্টা আগেবিভিন্ন জরিপ ও কেস স্টাডি অনুযায়ী, নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকে এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে
১৬ ঘণ্টা আগেভ্রমণ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাড়তি কাজ করতে না চাইলে, ভ্রমণে যাওয়ার আগে ঘরের বেশ কিছু কাজ সেরে রাখতে হবে। ফিরে এসে বাড়িটাও শান্তিময় মনে হবে।
২১ ঘণ্টা আগেইলিশের মৌসুমে নানাভাবে তো ইলিশ রান্না করছেন। এবার বাটা মরিচে ইলিশ রেঁধেই দেখুন। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
১ দিন আগে