অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
প্রশ্ন: আমি কঠোর নারীবাদী কিংবা পুরুষবিদ্বেষী নই। কিন্তু আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না। আমার সঙ্গে বিট্রে হয়েছে, এমন নয়। কিন্তু আমি কাউকে বিশ্বাসের জায়গাটায় দেখি না। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি প্রথমেই মনে করি তার কোনো উদ্দেশ্য আছে। আছে কি নেই, সেটা জানার ইচ্ছাও করে না। এই আক্ষেপটা কেন, আমি জানি না। আমার মনে হয়, আমার ভাইয়ের কিছু কাজের কারণে আমি পুরুষবিদ্বেষী হয়ে উঠছি। তার অন্য মেয়েদের প্রতি আচরণ আমাকে আরও ভীত করে তুলছে। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি তাকে আমার ভাইয়ের সঙ্গে মিলিয়ে তুলনা করি। আমি মানসিকভাবেও শান্তি পাচ্ছি না কোনোভাবেই।
মাধবী সাহা, নওগাঁ
উত্তর: নারীবাদীরা কিন্তু পুরুষবিদ্বেষী নন। তাঁরা শুধু তুলে ধরার চেষ্টা করেন কোন কোন জায়গায় তাঁরা অবদমিত হচ্ছেন। আপনি লিখেছেন, আপনি ছেলেদের বিশ্বাস করতে পারেন না। আপনার প্রতি কেউ আগ্রহী হলে প্রথমেই মনে করেন তার কোনো উদ্দেশ্য আছে। এর উৎস শৈশব। কারণ আপনার অবচেতন মনে ঢোকানো হয়েছে ছেলেদের বিশ্বাস করা যায় না। আমাদের রক্ষণশীল সমাজ অনেক কিছু আমাদের মনে ঢুকিয়ে দেয়। প্রাপ্তবয়স্ক জীবনে তার খেসারত দিতে হয়। আপনার ভাই একজন নির্দিষ্ট ব্যক্তি। তার আবার নির্দিষ্ট কিছু আচরণ আছে। ধরে নিচ্ছি সেগুলো অগ্রহণযোগ্য। কিন্তু তার মাপকাঠিতে গোটা পৃথিবীকে বিচার করা কি ঠিক? তিনি একা পৃথিবীর মানুষের মানদণ্ড হতে পারেন না। আমরা বলি, আমরা অন্যকে বদলাতে পারি না—শুধু নিজেকে বদলাতে পারি। কাজেই আপনাকে অবিলম্বে সাইকোথেরাপি নেওয়ার কথা বলব। বদলাতে হবে আপনাকে।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি
প্রশ্ন: আমি কঠোর নারীবাদী কিংবা পুরুষবিদ্বেষী নই। কিন্তু আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না। আমার সঙ্গে বিট্রে হয়েছে, এমন নয়। কিন্তু আমি কাউকে বিশ্বাসের জায়গাটায় দেখি না। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি প্রথমেই মনে করি তার কোনো উদ্দেশ্য আছে। আছে কি নেই, সেটা জানার ইচ্ছাও করে না। এই আক্ষেপটা কেন, আমি জানি না। আমার মনে হয়, আমার ভাইয়ের কিছু কাজের কারণে আমি পুরুষবিদ্বেষী হয়ে উঠছি। তার অন্য মেয়েদের প্রতি আচরণ আমাকে আরও ভীত করে তুলছে। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি তাকে আমার ভাইয়ের সঙ্গে মিলিয়ে তুলনা করি। আমি মানসিকভাবেও শান্তি পাচ্ছি না কোনোভাবেই।
মাধবী সাহা, নওগাঁ
উত্তর: নারীবাদীরা কিন্তু পুরুষবিদ্বেষী নন। তাঁরা শুধু তুলে ধরার চেষ্টা করেন কোন কোন জায়গায় তাঁরা অবদমিত হচ্ছেন। আপনি লিখেছেন, আপনি ছেলেদের বিশ্বাস করতে পারেন না। আপনার প্রতি কেউ আগ্রহী হলে প্রথমেই মনে করেন তার কোনো উদ্দেশ্য আছে। এর উৎস শৈশব। কারণ আপনার অবচেতন মনে ঢোকানো হয়েছে ছেলেদের বিশ্বাস করা যায় না। আমাদের রক্ষণশীল সমাজ অনেক কিছু আমাদের মনে ঢুকিয়ে দেয়। প্রাপ্তবয়স্ক জীবনে তার খেসারত দিতে হয়। আপনার ভাই একজন নির্দিষ্ট ব্যক্তি। তার আবার নির্দিষ্ট কিছু আচরণ আছে। ধরে নিচ্ছি সেগুলো অগ্রহণযোগ্য। কিন্তু তার মাপকাঠিতে গোটা পৃথিবীকে বিচার করা কি ঠিক? তিনি একা পৃথিবীর মানুষের মানদণ্ড হতে পারেন না। আমরা বলি, আমরা অন্যকে বদলাতে পারি না—শুধু নিজেকে বদলাতে পারি। কাজেই আপনাকে অবিলম্বে সাইকোথেরাপি নেওয়ার কথা বলব। বদলাতে হবে আপনাকে।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেআমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
১ দিন আগে