অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
প্রশ্ন: আমি কঠোর নারীবাদী কিংবা পুরুষবিদ্বেষী নই। কিন্তু আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না। আমার সঙ্গে বিট্রে হয়েছে, এমন নয়। কিন্তু আমি কাউকে বিশ্বাসের জায়গাটায় দেখি না। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি প্রথমেই মনে করি তার কোনো উদ্দেশ্য আছে। আছে কি নেই, সেটা জানার ইচ্ছাও করে না। এই আক্ষেপটা কেন, আমি জানি না। আমার মনে হয়, আমার ভাইয়ের কিছু কাজের কারণে আমি পুরুষবিদ্বেষী হয়ে উঠছি। তার অন্য মেয়েদের প্রতি আচরণ আমাকে আরও ভীত করে তুলছে। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি তাকে আমার ভাইয়ের সঙ্গে মিলিয়ে তুলনা করি। আমি মানসিকভাবেও শান্তি পাচ্ছি না কোনোভাবেই।
মাধবী সাহা, নওগাঁ
উত্তর: নারীবাদীরা কিন্তু পুরুষবিদ্বেষী নন। তাঁরা শুধু তুলে ধরার চেষ্টা করেন কোন কোন জায়গায় তাঁরা অবদমিত হচ্ছেন। আপনি লিখেছেন, আপনি ছেলেদের বিশ্বাস করতে পারেন না। আপনার প্রতি কেউ আগ্রহী হলে প্রথমেই মনে করেন তার কোনো উদ্দেশ্য আছে। এর উৎস শৈশব। কারণ আপনার অবচেতন মনে ঢোকানো হয়েছে ছেলেদের বিশ্বাস করা যায় না। আমাদের রক্ষণশীল সমাজ অনেক কিছু আমাদের মনে ঢুকিয়ে দেয়। প্রাপ্তবয়স্ক জীবনে তার খেসারত দিতে হয়। আপনার ভাই একজন নির্দিষ্ট ব্যক্তি। তার আবার নির্দিষ্ট কিছু আচরণ আছে। ধরে নিচ্ছি সেগুলো অগ্রহণযোগ্য। কিন্তু তার মাপকাঠিতে গোটা পৃথিবীকে বিচার করা কি ঠিক? তিনি একা পৃথিবীর মানুষের মানদণ্ড হতে পারেন না। আমরা বলি, আমরা অন্যকে বদলাতে পারি না—শুধু নিজেকে বদলাতে পারি। কাজেই আপনাকে অবিলম্বে সাইকোথেরাপি নেওয়ার কথা বলব। বদলাতে হবে আপনাকে।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি
প্রশ্ন: আমি কঠোর নারীবাদী কিংবা পুরুষবিদ্বেষী নই। কিন্তু আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না। আমার সঙ্গে বিট্রে হয়েছে, এমন নয়। কিন্তু আমি কাউকে বিশ্বাসের জায়গাটায় দেখি না। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি প্রথমেই মনে করি তার কোনো উদ্দেশ্য আছে। আছে কি নেই, সেটা জানার ইচ্ছাও করে না। এই আক্ষেপটা কেন, আমি জানি না। আমার মনে হয়, আমার ভাইয়ের কিছু কাজের কারণে আমি পুরুষবিদ্বেষী হয়ে উঠছি। তার অন্য মেয়েদের প্রতি আচরণ আমাকে আরও ভীত করে তুলছে। কেউ আমার প্রতি ইন্টারেস্টেড হলে আমি তাকে আমার ভাইয়ের সঙ্গে মিলিয়ে তুলনা করি। আমি মানসিকভাবেও শান্তি পাচ্ছি না কোনোভাবেই।
মাধবী সাহা, নওগাঁ
উত্তর: নারীবাদীরা কিন্তু পুরুষবিদ্বেষী নন। তাঁরা শুধু তুলে ধরার চেষ্টা করেন কোন কোন জায়গায় তাঁরা অবদমিত হচ্ছেন। আপনি লিখেছেন, আপনি ছেলেদের বিশ্বাস করতে পারেন না। আপনার প্রতি কেউ আগ্রহী হলে প্রথমেই মনে করেন তার কোনো উদ্দেশ্য আছে। এর উৎস শৈশব। কারণ আপনার অবচেতন মনে ঢোকানো হয়েছে ছেলেদের বিশ্বাস করা যায় না। আমাদের রক্ষণশীল সমাজ অনেক কিছু আমাদের মনে ঢুকিয়ে দেয়। প্রাপ্তবয়স্ক জীবনে তার খেসারত দিতে হয়। আপনার ভাই একজন নির্দিষ্ট ব্যক্তি। তার আবার নির্দিষ্ট কিছু আচরণ আছে। ধরে নিচ্ছি সেগুলো অগ্রহণযোগ্য। কিন্তু তার মাপকাঠিতে গোটা পৃথিবীকে বিচার করা কি ঠিক? তিনি একা পৃথিবীর মানুষের মানদণ্ড হতে পারেন না। আমরা বলি, আমরা অন্যকে বদলাতে পারি না—শুধু নিজেকে বদলাতে পারি। কাজেই আপনাকে অবিলম্বে সাইকোথেরাপি নেওয়ার কথা বলব। বদলাতে হবে আপনাকে।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি
বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
১ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
১ দিন আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
১ দিন আগেআপনি যতই ট্রেন্ড অনুসরণ করুন না কেন, জন্মসূত্রে বাঙালি মানে শাড়ি আপনার আত্মার আত্মা। কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—শাড়ি পরার ব্যাপারটা যেন উৎসবতুল্য। আসলে শাড়ি নামের এ পোশাকই তো বৈচিত্র্যময়। শাড়ির রয়েছে রকমফের। আবার কত কায়দায়ই না পরা যায় এটি। তবে আরামের বেলায় হাফ সিল্ক শাড়ির কদরই আলাদা।
১ দিন আগে