শীতের আমেজ এখন জমে উঠেছে। শীতের সকালে কাজ কিংবা উষ্ণ সন্ধ্যায় আড্ডায় এক কাপ গরম কফির চেয়ে ভালো অনুভূতি আর হয় না। তবে সমস্যা একটাই—শীতে দ্রুত ঠান্ডা হয়ে যায় কফি। তবে চিন্তা নেই! এই সমস্যারও সমাধান রয়েছে। নিচে রইল পাঁচটি সহজ টিপস। যেগুলো মেনে চললে আপনার কফি থাকবে গরম আর মন থাকবে ফুরফুরে।
শীতকালে কফি গরম রাখার উপায়
১. থার্মোস ব্যবহার করুন
শীতকালে ভ্যাকুয়াম-ইনসুলেটেড থার্মোস মগ হবে আপনার সেরা বন্ধু। এই বিশেষ মগগুলো দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখার জন্য নকশা করা হয়েছে, যা কফি গরম রাখে। এটি কাজের সময় দীর্ঘক্ষণ বা ঠান্ডা রাস্তার যাত্রার জন্য আদর্শ। এর স্পিল-প্রুফ ঢাকনা কফি ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে। ফলে গাড়িতে দূর যাত্রার ভ্রমণের জন্যও উপযুক্ত। একটি ভালো থার্মোস কিনুন, এতে কফি ও স্বাদে সন্তুষ্টি পাবেন।
২. মগ গরম করুন
কফি দীর্ঘক্ষণ গরম রাখতে চান? তাহলে শুরুতেই আপনার মগ গরম করুন। মগে গরম পানি ঢেলে এক মিনিট রেখে দিন। পরে পানি ফেলে দিয়ে গরম কফি ঢালুন। এই পদ্ধতিতে তাপমাত্রা বেশি সময় ধরে থাকবে। এটি সহজ কিন্তু কার্যকর একটি উপায়। একবার ব্যবহার করে দেখুন, আপনি আগেই কেন এটি জানতেন না, তা নিয়ে আফসোস করবেন।
৩. কফি ওয়ার্মার ব্যবহার করুন
যদি আপনি কফিপ্রেমী হন, তবে কফি ওয়ার্মার আপনার রান্নাঘরে অবশ্যই থাকা উচিত। এই ছোট যন্ত্রটি কফি গরম রাখতে সাহায্য করে, আবার বারবার গরম করার ঝামেলা থেকেও মুক্তি দেয়। এটি দীর্ঘ সময়ের কাজের জন্য আদর্শ, বিশেষ করে যখন বিছানায় শুয়ে প্রিয় পানীয় উপভোগ করতে চান। এটি বেশির ভাগই বড় মাপের হয়, যাতে বেশি কফি সংরক্ষণ করা যায়। এ ছাড়া এগুলোর স্পিল-প্রুফ ঢাকনা এবং নন-স্লিপ বেজ রয়েছে।
৪. ঢাকনা দিয়ে ঢেকে রাখুন
কোনো ঝামেলা ছাড়াই কফি গরম রাখতে চান? তাহলে ঢেকে রাখুন! যদি আপনার মগে ঢাকনা না থাকে, তবে একটি প্লেট, সসার বা একটি বিস্কুট দিয়ে ঢেকে রাখুন। এই পদ্ধতিতে ভাপ আটকে থাকবে এবং কফি দীর্ঘক্ষণ গরম থাকবে। দীর্ঘ আড্ডার সময় এটি বেশ কার্যকর।
৫. মগ মুড়িয়ে রাখুন
শীত থেকে নিজেকে গুটিয়ে রাখতে শুধু নিজেকে মুড়িয়ে রাখবেন না, আপনার কফি মগকেও মুড়িয়ে রাখুন! একটি মোটা রুমাল, স্কার্ফ বা একটি উলের জ্যাকেট দিয়ে মগ মুড়িয়ে রাখুন। এটি তাপ ধরে রাখতে সহায়ক। এই ডিআইওয়াই পদ্ধতি দ্রুততার সঙ্গে ব্যবহার করা যায়, বিশেষ করে যখন অন্য কোনো বিকল্প থাকে না। সঠিকভাবে মুড়িয়ে রাখুন এবং মগ সোজা রাখুন, যাতে কফি ছড়িয়ে না পড়ে। আপনি নিশ্চিত থাকুন আপনার সৃজনশীলতার জন্য সবাই প্রশংসা করবে।
সূত্র: এনডিটিভি
শীতের আমেজ এখন জমে উঠেছে। শীতের সকালে কাজ কিংবা উষ্ণ সন্ধ্যায় আড্ডায় এক কাপ গরম কফির চেয়ে ভালো অনুভূতি আর হয় না। তবে সমস্যা একটাই—শীতে দ্রুত ঠান্ডা হয়ে যায় কফি। তবে চিন্তা নেই! এই সমস্যারও সমাধান রয়েছে। নিচে রইল পাঁচটি সহজ টিপস। যেগুলো মেনে চললে আপনার কফি থাকবে গরম আর মন থাকবে ফুরফুরে।
শীতকালে কফি গরম রাখার উপায়
১. থার্মোস ব্যবহার করুন
শীতকালে ভ্যাকুয়াম-ইনসুলেটেড থার্মোস মগ হবে আপনার সেরা বন্ধু। এই বিশেষ মগগুলো দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখার জন্য নকশা করা হয়েছে, যা কফি গরম রাখে। এটি কাজের সময় দীর্ঘক্ষণ বা ঠান্ডা রাস্তার যাত্রার জন্য আদর্শ। এর স্পিল-প্রুফ ঢাকনা কফি ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে। ফলে গাড়িতে দূর যাত্রার ভ্রমণের জন্যও উপযুক্ত। একটি ভালো থার্মোস কিনুন, এতে কফি ও স্বাদে সন্তুষ্টি পাবেন।
২. মগ গরম করুন
কফি দীর্ঘক্ষণ গরম রাখতে চান? তাহলে শুরুতেই আপনার মগ গরম করুন। মগে গরম পানি ঢেলে এক মিনিট রেখে দিন। পরে পানি ফেলে দিয়ে গরম কফি ঢালুন। এই পদ্ধতিতে তাপমাত্রা বেশি সময় ধরে থাকবে। এটি সহজ কিন্তু কার্যকর একটি উপায়। একবার ব্যবহার করে দেখুন, আপনি আগেই কেন এটি জানতেন না, তা নিয়ে আফসোস করবেন।
৩. কফি ওয়ার্মার ব্যবহার করুন
যদি আপনি কফিপ্রেমী হন, তবে কফি ওয়ার্মার আপনার রান্নাঘরে অবশ্যই থাকা উচিত। এই ছোট যন্ত্রটি কফি গরম রাখতে সাহায্য করে, আবার বারবার গরম করার ঝামেলা থেকেও মুক্তি দেয়। এটি দীর্ঘ সময়ের কাজের জন্য আদর্শ, বিশেষ করে যখন বিছানায় শুয়ে প্রিয় পানীয় উপভোগ করতে চান। এটি বেশির ভাগই বড় মাপের হয়, যাতে বেশি কফি সংরক্ষণ করা যায়। এ ছাড়া এগুলোর স্পিল-প্রুফ ঢাকনা এবং নন-স্লিপ বেজ রয়েছে।
৪. ঢাকনা দিয়ে ঢেকে রাখুন
কোনো ঝামেলা ছাড়াই কফি গরম রাখতে চান? তাহলে ঢেকে রাখুন! যদি আপনার মগে ঢাকনা না থাকে, তবে একটি প্লেট, সসার বা একটি বিস্কুট দিয়ে ঢেকে রাখুন। এই পদ্ধতিতে ভাপ আটকে থাকবে এবং কফি দীর্ঘক্ষণ গরম থাকবে। দীর্ঘ আড্ডার সময় এটি বেশ কার্যকর।
৫. মগ মুড়িয়ে রাখুন
শীত থেকে নিজেকে গুটিয়ে রাখতে শুধু নিজেকে মুড়িয়ে রাখবেন না, আপনার কফি মগকেও মুড়িয়ে রাখুন! একটি মোটা রুমাল, স্কার্ফ বা একটি উলের জ্যাকেট দিয়ে মগ মুড়িয়ে রাখুন। এটি তাপ ধরে রাখতে সহায়ক। এই ডিআইওয়াই পদ্ধতি দ্রুততার সঙ্গে ব্যবহার করা যায়, বিশেষ করে যখন অন্য কোনো বিকল্প থাকে না। সঠিকভাবে মুড়িয়ে রাখুন এবং মগ সোজা রাখুন, যাতে কফি ছড়িয়ে না পড়ে। আপনি নিশ্চিত থাকুন আপনার সৃজনশীলতার জন্য সবাই প্রশংসা করবে।
সূত্র: এনডিটিভি
সকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
১ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
১ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেআমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট
১ দিন আগে