ফিচার ডেস্ক
কোরবানির ঈদে পশু জবাই এবং মাংস কাটাকাটির ফলে কাপড়ে রক্তের দাগ লেগে যাওয়া স্বাভাবিক বিষয়। তবে এই দাগ তোলার জন্য কাপড়ভেদে আলাদা উপায় আছে। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই কাপড় থেকে রক্তের দাগ তোলা সম্ভব।
সুতি
সাদা বা হালকা রঙের সুতি কাপড়ে রক্তের দাগ লাগলে এক লিটার পানিতে আধা কাপ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ ডিশ ওয়াশিং লিকুইড একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টার মতো। তারপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন।
ভিসকস
প্রথমে কাপড়ে দাগযুক্ত স্থানটি পানি ও ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এরপর এক টুকরো লেবু নিয়ে দাগের জায়গায় ঘষে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রে অর্ধেক লেবুর রস, দুই টেবিল চামচ লবণ ও আধা কাপ ঠান্ডা পানি মিশিয়ে সল্যুশন তৈরি করুন। সল্যুশনটিতে কাপড়ের দাগযুক্ত অংশ ভিজিয়ে ২০ মিনিট রেখে দিন। সবশেষে ডিটারজেন্ট দিয়ে স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন।
সিল্ক
সিল্কের কাপড়ে রক্তের দাগ লাগলে এক কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ মেশান। এবার একটি স্পঞ্জ দিয়ে দাগযুক্ত জায়গা কয়েকবার লবণপানি দিয়ে ঘষে নিন। এবার পানি দিয়ে কাপড়টি সাধারণ নিয়মে ডিটারজেন্ট দিয়ে আলতো করে কেচে ধুয়ে নিতে হবে।
জর্জেট
ট্যালকম পাউডার ও পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে কাপড়ের দাগের ওপর লাগিয়ে নিন। এবার পেস্টটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাপড়ে পাউডারের পেস্ট শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। তারপর তরল ডিটারজেন্ট দিয়ে সাধারণ নিয়মে কাপড় ধুয়ে নিলেই রক্তের দাগ চলে যাবে।
সূত্র: গুড হাউস কিপিং, টিন ভোগ ও অন্যান্য
কোরবানির ঈদে পশু জবাই এবং মাংস কাটাকাটির ফলে কাপড়ে রক্তের দাগ লেগে যাওয়া স্বাভাবিক বিষয়। তবে এই দাগ তোলার জন্য কাপড়ভেদে আলাদা উপায় আছে। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই কাপড় থেকে রক্তের দাগ তোলা সম্ভব।
সুতি
সাদা বা হালকা রঙের সুতি কাপড়ে রক্তের দাগ লাগলে এক লিটার পানিতে আধা কাপ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ ডিশ ওয়াশিং লিকুইড একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টার মতো। তারপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন।
ভিসকস
প্রথমে কাপড়ে দাগযুক্ত স্থানটি পানি ও ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এরপর এক টুকরো লেবু নিয়ে দাগের জায়গায় ঘষে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রে অর্ধেক লেবুর রস, দুই টেবিল চামচ লবণ ও আধা কাপ ঠান্ডা পানি মিশিয়ে সল্যুশন তৈরি করুন। সল্যুশনটিতে কাপড়ের দাগযুক্ত অংশ ভিজিয়ে ২০ মিনিট রেখে দিন। সবশেষে ডিটারজেন্ট দিয়ে স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন।
সিল্ক
সিল্কের কাপড়ে রক্তের দাগ লাগলে এক কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ মেশান। এবার একটি স্পঞ্জ দিয়ে দাগযুক্ত জায়গা কয়েকবার লবণপানি দিয়ে ঘষে নিন। এবার পানি দিয়ে কাপড়টি সাধারণ নিয়মে ডিটারজেন্ট দিয়ে আলতো করে কেচে ধুয়ে নিতে হবে।
জর্জেট
ট্যালকম পাউডার ও পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে কাপড়ের দাগের ওপর লাগিয়ে নিন। এবার পেস্টটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাপড়ে পাউডারের পেস্ট শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। তারপর তরল ডিটারজেন্ট দিয়ে সাধারণ নিয়মে কাপড় ধুয়ে নিলেই রক্তের দাগ চলে যাবে।
সূত্র: গুড হাউস কিপিং, টিন ভোগ ও অন্যান্য
অতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
৬ ঘণ্টা আগেবিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এশীয় দেশগুলোর দাপট বজায় রেখে তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এ বছরের ‘হেনলি পাসপোর্ট ইন্ডেক্স’-এ এই চিত্র উঠে এসেছে।
৮ ঘণ্টা আগেবিশ্বজুড়ে মাচা নামের উজ্জ্বল সবুজ জাপানি চায়ের চাহিদা এখন আকাশছোঁয়া। যুক্তরাজ্যে স্টারবাকসের লাটে থেকে শুরু করে সিঙ্গাপুরের ক্রিসপি ক্রিম ডোনাট পর্যন্ত—প্রায় সবখানে জুড়ে বসেছে মাচা। এই ‘মাচা ম্যানিয়া’র পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম।
১৬ ঘণ্টা আগেশরীরচর্চা না করেই কি ওজন কমানো সম্ভব? বলিউড তারকা বিদ্যা বালান তো বলছেন, ‘সম্ভব’। যেভাবে কড়া ডায়েট আর কঠোর শরীরচর্চা করার বিষয়ে বলিপাড়ার নায়ক–নায়িকাদের সুনাম রয়েছে, সেখানে বিদ্য়া ওজন কমানোর জন্য ব্যায়ামই করেন না! অবাক করা ব্যাপার না?
১৬ ঘণ্টা আগে