নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে আগামীকাল সোমবার (২ জুন) জুঁইকে দুদকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, নগদের এই কর্মকর্তাকে মোবাইল ফোনে দুদকে তলব করা হয়েছে।
দুদকের একটি সূত্র জানায়, আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দুদক থেকে ফোন করে ডাকা হয়েছে।
দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ‘নগদ’র-নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্নসাতের অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।
নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতা থাকায় বিষয়টি অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় দুদক সূত্রটি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আরও একবার নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক। তখন ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।
সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এ ছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক।
নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়োগে অনিয়মের অভিযোগের মধ্যে আগামীকাল সোমবার (২ জুন) জুঁইকে দুদকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, নগদের এই কর্মকর্তাকে মোবাইল ফোনে দুদকে তলব করা হয়েছে।
দুদকের একটি সূত্র জানায়, আতিক মোর্শেদের স্ত্রী নগদের কর্মকর্তা জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি। দুদক থেকে ফোন করে ডাকা হয়েছে।
দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ‘নগদ’র-নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্নসাতের অভিযোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক টিম।
নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতা থাকায় বিষয়টি অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় দুদক সূত্রটি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আরও একবার নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদক। তখন ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।
সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। এ ছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা ভোটে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট গ্রহণের আগেই তাঁদের বিজয় নিশ্চিত করেছিল আওয়ামী লীগের ক্ষমতায় বহাল থাকা। বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ আর রাখতে চায় না বর্তমান...
৩৬ মিনিট আগেদেশের থানাগুলোতে ৫ মাস ধরে প্রতি মাসে ১ হাজার ৮০০-এর বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। সেই হিসাবে দিনে ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনায়ই মামলা হয় না—এই বাস্তবতা বিবেচনায় নিলে অপরাধের প্রকৃত মাত্রা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
৬ ঘণ্টা আগেসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৭ ঘণ্টা আগে