Ajker Patrika

বিদেশ ভ্রমণে খরচ বাঁচাতে যা করতে হবে

ফিচার ডেস্ক, ঢাকা 
কিছু সচেতনতা বিদেশ ভ্রমণের সময় আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। ছবি: পেক্সেলস
কিছু সচেতনতা বিদেশ ভ্রমণের সময় আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। ছবি: পেক্সেলস

বিদেশ ভ্রমণে নিয়মিত খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে খরচ করতে হয়। আর এখন অনেকেই এর জন্য ব্যাংক কার্ড ব্যবহার করেন। এটি সহজ পদ্ধতি। এ ছাড়া কার্ড নগদ অর্থ নিয়ে ঘোরার চেয়ে নিরাপদ। কিন্তু লেনদেনের সময় আসে অনেকেই দ্বিধায় পড়েন, কোন মুদ্রায় অর্থ পরিশোধ করবেন, সেটি নিয়ে। আপনি যদি আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে প্রায়ই এমন একটি প্রশ্ন করা হয়, আপনি মার্কিন ডলার, ইউরো, আপনার নিজের দেশের মুদ্রা, নাকি সেই দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে চান।

বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।

প্রথমবার বিদেশ ভ্রমণ করা অনেকেই পরিচিত মুদ্রা অর্থাৎ নিজের দেশের মুদ্রায় বিল পরিশোধ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এতে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন, কত টাকা ব্যয় হচ্ছে। কিন্তু বাস্তবে এটি সব সময় লাভজনক নাও হতে পারে। বরং বিদেশে লেনদেনের ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় সেটি করাই বুদ্ধিমানের কাজ।

কেন স্থানীয় মুদ্রায় লেনদেন করা ভালো

বিদেশ ভ্রমণে সব সময় স্থানীয় মুদ্রায় লেনদেন করুন। ছবি: পেক্সেলস
বিদেশ ভ্রমণে সব সময় স্থানীয় মুদ্রায় লেনদেন করুন। ছবি: পেক্সেলস

আপনি যখন আপনার নিজের দেশের মুদ্রায় লেনদেন করেন, তাকে বলা হয় ডায়নামিক কারেন্সি কনভারশন। এতে পেমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠানগুলো এক ধরনের ফি কেটে নেয়। এই হার সাধারণত ব্যাংকের নির্ধারিত দাম থেকে অনেক বেশি হয়। ফলে আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি টাকা খরচ করে ফেলেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ইউরোপে ঘুরতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর বিল পরিশোধের সময় মার্কিন ডলারে পেমেন্ট করেন, তবে রেস্টুরেন্টের কার্ড মেশিন বা ব্যাংক আপনার ডলারের বিপরীতে একটা মনমতো রেট নির্ধারণ করবে। সেখানে তারা নিজেদের একটা মুনাফা রাখবে। অথচ আপনি যদি ইউরোতে পেমেন্ট করেন, তাহলে আপনার ব্যাংক নিজস্ব হার অনুযায়ী রূপান্তর করবে এবং অনেক সময়েই এতে অতিরিক্ত কোনো ফি লাগবে না।

বিদেশে খরচ বাঁচাতে যা করবেন

বিদেশ ভ্রমণে খরচ বাঁচা মানে নতুন কোনো অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাওয়া। তাই অল্প করে হলেও বিভিন্ন খাত থেকে চাইলেই খরচ বাঁচাতে পারেন।

সঠিক কার্ড বেছে নিন: অনেক আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড থাকে যেগুলোতে বিদেশে লেনদেনের সময় কোনো অতিরিক্ত ফি কাটা হয় না। এসব কার্ড ব্যবহার করলে আপনি সহজেই স্থানীয় মুদ্রায় পেমেন্ট করতে পারবেন। ভ্রমণে বের হওয়ার আগে নিজের ব্যাংক থেকে জেনে নিন কার্ডে কোনো ফরেন ট্রানজেকশন ফি আছে কি না।

সব সময় স্থানীয় মুদ্রায় লেনদেন করুন: দোকান, রেস্তোরাঁ বা হোটেলের পিওএস মেশিনে পেমেন্ট করার সময় ‘লোকাল কারেন্সি’ বা স্থানীয় মুদ্রার অপশনটি বেছে নিন। এতে আপনি বাড়তি ফি বা বেশি অর্থ ব্যয় এড়াতে পারবেন।

বিদেশ ভ্রমণের আগে ব্যাংকে যোগাযোগ করে সঠিক কার্ড বেছে নিন। ছবি: ফ্রিপিক
বিদেশ ভ্রমণের আগে ব্যাংকে যোগাযোগ করে সঠিক কার্ড বেছে নিন। ছবি: ফ্রিপিক

এটিএম থেকে টাকা তোলার সময় যা বিবেচনায় রাখবেন

বিদেশে অনেক সময় নগদ অর্থ প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার সময় সতর্ক থাকতে হবে। স্বীকৃত ব্যাংকের এটিএম ব্যবহার করতে হবে। এয়ারপোর্ট, বাজার বা পর্যটন এলাকার এটিএম এড়িয়ে চলুন। এরা অতিরিক্ত ফি নেয় এবং রেটও খারাপ হয়।

নিজ ব্যাংকের পার্টনার ব্যাংক খুঁজে নিন: আপনার ব্যাংকের কোনো আন্তর্জাতিক অংশীদার ব্যাংক থাকলে তাদের এটিএম ব্যবহার করলে ফি কম লাগবে বা ফি ফেরতও পেতে পারেন।

একবারেই প্রয়োজনীয় পরিমাণ তুলুন: প্রতিবার টাকা তোলার সময় একটি নির্দিষ্ট ফি কাটা হয়। তাই বারবার টাকা তুললে বেশি ফি গুনতে হবে। সম্ভব হলে একবারেই প্রয়োজনীয় পরিমাণ অর্থ তুলে ফেলুন।

বিদেশ ভ্রমণে খরচ একটু বাড়তি হওয়াটা স্বাভাবিক। তবে কিছু সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। সব সময় মনে রাখবেন, বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই। তাই কার্ড ব্যবহারে সচেতন থাকুন, নিজের ব্যাংক ও কার্ডের শর্ত জেনে নিন এবং সব সময় হিসাব করে খরচ করুন।

সূত্র: লোনলি প্লানেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা রক্ষায় মোদির হস্তক্ষেপ চান মমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত