ফিচার ডেস্ক, ঢাকা
বিদেশ ভ্রমণে নিয়মিত খাওয়াদাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে খরচ করতে হয়। এখন অনেকে এর জন্য ব্যাংক কার্ড ব্যবহার করেন। এটি সহজ পদ্ধতি। এ ছাড়া কার্ড নগদ অর্থ নিয়ে ঘোরার চেয়ে নিরাপদ। কিন্তু লেনদেনের সময় আসে অনেকে দ্বিধায় পড়েন, কোন মুদ্রায় অর্থ পরিশোধ করবেন, সেটি নিয়ে। আপনি যদি আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে প্রায়ই এমন একটি প্রশ্ন করা হয়, আপনি মার্কিন ডলার, ইউরো, আপনার নিজের দেশের মুদ্রা, নাকি সেই দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে চান।
বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
প্রথমবার বিদেশ ভ্রমণ করা অনেকে পরিচিত মুদ্রা অর্থাৎ নিজের দেশের মুদ্রায় বিল পরিশোধ করতে স্বচ্ছন্দবোধ করেন। কারণ, এতে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন, কত টাকা ব্যয় হচ্ছে। কিন্তু বাস্তবে এটি সব সময় লাভজনক না-ও হতে পারে; বরং বিদেশে লেনদেনের ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় সেটি করাই বুদ্ধিমানের কাজ।
কেন স্থানীয় মুদ্রায় লেনদেন করা ভালো
যখন আপনার নিজের দেশের মুদ্রায় লেনদেন করেন, তাকে বলা হয় ডায়নামিক কারেন্সি কনভারশন। এতে পেমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠানগুলো একধরনের ফি কেটে নেয়। এই হার সাধারণত ব্যাংকের নির্ধারিত দাম থেকে অনেক বেশি হয়। ফলে আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি টাকা খরচ করে ফেলেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ইউরোপে ঘুরতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর বিল পরিশোধের সময় মার্কিন ডলারে পেমেন্ট করেন, তবে রেস্টুরেন্টের কার্ড মেশিন বা ব্যাংক আপনার ডলারের বিপরীতে একটা মনমতো রেট নির্ধারণ করবে। সেখানে তারা নিজেদের একটা মুনাফা রাখবে। অথচ আপনি যদি ইউরোতে পেমেন্ট করেন, তাহলে আপনার ব্যাংক নিজস্ব হার অনুযায়ী রূপান্তর করবে এবং অনেক সময় এতে অতিরিক্ত কোনো ফি লাগবে না।
বিদেশে খরচ বাঁচাতে যা করবেন
বিদেশ ভ্রমণে খরচ বাঁচা মানে নতুন কোনো অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাওয়া। তাই অল্প করে হলেও বিভিন্ন খাত থেকে চাইলেই খরচ বাঁচাতে পারেন।
সঠিক কার্ড বেছে নিন: অনেক আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড থাকে, যেগুলোতে বিদেশে লেনদেনের সময় কোনো অতিরিক্ত ফি কাটা হয় না। এসব কার্ড ব্যবহার করলে আপনি সহজে স্থানীয় মুদ্রায় পেমেন্ট করতে পারবেন। ভ্রমণে বের হওয়ার আগে নিজের ব্যাংক থেকে জেনে নিন কার্ডে কোনো ফরেন ট্রানজেকশন ফি আছে কি না।
সব সময় স্থানীয় মুদ্রায় লেনদেন করুন: দোকান, রেস্তোরাঁ বা হোটেলের পিওএস মেশিনে পেমেন্ট করার সময় ‘লোকাল কারেন্সি’ বা স্থানীয় মুদ্রার অপশনটি বেছে নিন। এতে আপনি বাড়তি ফি বা বেশি অর্থ ব্যয় এড়াতে পারবেন।
এটিএম থেকে টাকা তোলার সময় যা বিবেচনায় রাখবেন
বিদেশে অনেক সময় নগদ অর্থ প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার সময় সতর্ক থাকতে হবে। স্বীকৃত ব্যাংকের এটিএম ব্যবহার করতে হবে। এয়ারপোর্ট, বাজার বা পর্যটন এলাকার এটিএম এড়িয়ে চলুন। এরা অতিরিক্ত ফি নেয় এবং রেটও খারাপ হয়।
নিজ ব্যাংকের পার্টনার ব্যাংক খুঁজে নিন: আপনার ব্যাংকের কোনো আন্তর্জাতিক অংশীদার ব্যাংক থাকলে তাদের এটিএম ব্যবহার করলে ফি কম লাগবে কিংবা ফি ফেরতও পেতে পারেন।
একবারেই প্রয়োজনীয় পরিমাণ তুলুন: প্রতিবার টাকা তোলার সময় একটি নির্দিষ্ট ফি কাটা হয়। তাই বারবার টাকা তুললে বেশি ফি গুনতে হবে। সম্ভব হলে একবারেই প্রয়োজনীয় পরিমাণ অর্থ তুলে ফেলুন।
বিদেশ ভ্রমণে খরচ একটু বাড়তি হওয়াটা স্বাভাবিক। তবে কিছু সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই। তাই কার্ড ব্যবহারে সচেতন থাকুন, নিজের ব্যাংক ও কার্ডের শর্ত জেনে নিন এবং সব সময় হিসাব করে খরচ করুন।
সূত্র: লোনলি প্লানেট
বিদেশ ভ্রমণে নিয়মিত খাওয়াদাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে খরচ করতে হয়। এখন অনেকে এর জন্য ব্যাংক কার্ড ব্যবহার করেন। এটি সহজ পদ্ধতি। এ ছাড়া কার্ড নগদ অর্থ নিয়ে ঘোরার চেয়ে নিরাপদ। কিন্তু লেনদেনের সময় আসে অনেকে দ্বিধায় পড়েন, কোন মুদ্রায় অর্থ পরিশোধ করবেন, সেটি নিয়ে। আপনি যদি আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে প্রায়ই এমন একটি প্রশ্ন করা হয়, আপনি মার্কিন ডলার, ইউরো, আপনার নিজের দেশের মুদ্রা, নাকি সেই দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে চান।
বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
প্রথমবার বিদেশ ভ্রমণ করা অনেকে পরিচিত মুদ্রা অর্থাৎ নিজের দেশের মুদ্রায় বিল পরিশোধ করতে স্বচ্ছন্দবোধ করেন। কারণ, এতে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন, কত টাকা ব্যয় হচ্ছে। কিন্তু বাস্তবে এটি সব সময় লাভজনক না-ও হতে পারে; বরং বিদেশে লেনদেনের ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় সেটি করাই বুদ্ধিমানের কাজ।
কেন স্থানীয় মুদ্রায় লেনদেন করা ভালো
যখন আপনার নিজের দেশের মুদ্রায় লেনদেন করেন, তাকে বলা হয় ডায়নামিক কারেন্সি কনভারশন। এতে পেমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠানগুলো একধরনের ফি কেটে নেয়। এই হার সাধারণত ব্যাংকের নির্ধারিত দাম থেকে অনেক বেশি হয়। ফলে আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি টাকা খরচ করে ফেলেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ইউরোপে ঘুরতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর বিল পরিশোধের সময় মার্কিন ডলারে পেমেন্ট করেন, তবে রেস্টুরেন্টের কার্ড মেশিন বা ব্যাংক আপনার ডলারের বিপরীতে একটা মনমতো রেট নির্ধারণ করবে। সেখানে তারা নিজেদের একটা মুনাফা রাখবে। অথচ আপনি যদি ইউরোতে পেমেন্ট করেন, তাহলে আপনার ব্যাংক নিজস্ব হার অনুযায়ী রূপান্তর করবে এবং অনেক সময় এতে অতিরিক্ত কোনো ফি লাগবে না।
বিদেশে খরচ বাঁচাতে যা করবেন
বিদেশ ভ্রমণে খরচ বাঁচা মানে নতুন কোনো অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাওয়া। তাই অল্প করে হলেও বিভিন্ন খাত থেকে চাইলেই খরচ বাঁচাতে পারেন।
সঠিক কার্ড বেছে নিন: অনেক আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড থাকে, যেগুলোতে বিদেশে লেনদেনের সময় কোনো অতিরিক্ত ফি কাটা হয় না। এসব কার্ড ব্যবহার করলে আপনি সহজে স্থানীয় মুদ্রায় পেমেন্ট করতে পারবেন। ভ্রমণে বের হওয়ার আগে নিজের ব্যাংক থেকে জেনে নিন কার্ডে কোনো ফরেন ট্রানজেকশন ফি আছে কি না।
সব সময় স্থানীয় মুদ্রায় লেনদেন করুন: দোকান, রেস্তোরাঁ বা হোটেলের পিওএস মেশিনে পেমেন্ট করার সময় ‘লোকাল কারেন্সি’ বা স্থানীয় মুদ্রার অপশনটি বেছে নিন। এতে আপনি বাড়তি ফি বা বেশি অর্থ ব্যয় এড়াতে পারবেন।
এটিএম থেকে টাকা তোলার সময় যা বিবেচনায় রাখবেন
বিদেশে অনেক সময় নগদ অর্থ প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার সময় সতর্ক থাকতে হবে। স্বীকৃত ব্যাংকের এটিএম ব্যবহার করতে হবে। এয়ারপোর্ট, বাজার বা পর্যটন এলাকার এটিএম এড়িয়ে চলুন। এরা অতিরিক্ত ফি নেয় এবং রেটও খারাপ হয়।
নিজ ব্যাংকের পার্টনার ব্যাংক খুঁজে নিন: আপনার ব্যাংকের কোনো আন্তর্জাতিক অংশীদার ব্যাংক থাকলে তাদের এটিএম ব্যবহার করলে ফি কম লাগবে কিংবা ফি ফেরতও পেতে পারেন।
একবারেই প্রয়োজনীয় পরিমাণ তুলুন: প্রতিবার টাকা তোলার সময় একটি নির্দিষ্ট ফি কাটা হয়। তাই বারবার টাকা তুললে বেশি ফি গুনতে হবে। সম্ভব হলে একবারেই প্রয়োজনীয় পরিমাণ অর্থ তুলে ফেলুন।
বিদেশ ভ্রমণে খরচ একটু বাড়তি হওয়াটা স্বাভাবিক। তবে কিছু সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই। তাই কার্ড ব্যবহারে সচেতন থাকুন, নিজের ব্যাংক ও কার্ডের শর্ত জেনে নিন এবং সব সময় হিসাব করে খরচ করুন।
সূত্র: লোনলি প্লানেট
একেকটা মৌসুমে একেক ধরনের রোগবালাই দেখা দেয়। আর এসব রোগবালাই থেকে বাঁচতে সে মৌসুমে যেসব ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়, সেসব খাবার খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে।
২ ঘণ্টা আগেসাইকেল শুধু পরিবহন নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে প্রায় ১ বিলিয়ন সাইকেল রয়েছে—এ সংখ্যা গাড়ির সংখ্যার দ্বিগুণ। করোনা মহামারির পর সাইকেল ব্যবহার আরও বেড়েছে। মানুষ এখন ব্যায়াম, অবসর ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে সাইকেল ব্যবহার করছে। আমাদের দেশেও অসংখ্য সাইকেল চলাচল করে বটে...
৪ ঘণ্টা আগেআজ শনিবার, ২০ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন।
৪ ঘণ্টা আগেচলছে অক্টোবর মাস। এটি স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির মাস। প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী এ মাসে স্তন ক্যানসারের প্রতিরোধ ও প্রতিকার এবং জীবনের মানোন্নয়ন নিয়ে স্বাস্থ্যসেবকেরা কাজ করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্য হলো, ‘প্রতিটি গল্প অনন্য, প্রতিটি যাত্রা মূল্যবান’।
৫ ঘণ্টা আগে