অনলাইন ডেস্ক
সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার গবেষক লিজ রবিনসনের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, যেসব অভিভাবক দৈনন্দিন জীবনে বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান, তারা সন্তানদের সঙ্গে খেলার সময় তুলনামূলকভাবে ২৯ শতাংশ কম কথা বলেন। এ গবেষণাটি ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ডিজিটাল মিডিয়া অ্যান্ড ডেভেলপিং মাইন্ডস ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কংগ্রেস’–এ উপস্থাপন করা হবে।
গবেষণায় ৬৫ জন দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুর সঙ্গে তাদের মায়েদের আচরণ পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, যারা দৈনিক গড়ে ১৬৯ মিনিট সোশ্যাল মিডিয়ায় থাকেন, তারা সন্তানদের সঙ্গে যোগাযোগে বা কথা বলায় অনাগ্রহী ছিলেন। অন্যদিকে, যেসব মা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন গড়ে মাত্র ২১ মিনিট, তাদের মধ্যে সন্তানদের সঙ্গে বেশি কথা বলার প্রবণতা দেখা গেছে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, ইমেইল দেখা বা আবহাওয়ার খবর জানার মতো অন্যান্য স্ক্রিন ব্যবহার এই পার্থক্য তৈরি করেনি। শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাত্রাই এ ধরনের আচরণগত পার্থক্যে ভূমিকা রেখেছে।
মনযোগ হারাচ্ছে বাবা-মা
গবেষণা এখনো কোনো জার্নালে প্রকাশিত না হলেও শিশু ও প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চিলড্রেন অ্যান্ড স্ক্রিনস–এর নির্বাহী পরিচালক ক্রিস পেরি বলেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ফোন হাতে না থাকলেও মন অন্যত্র থাকে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় আমরা বাস্তবে উপস্থিত থাকলেও মানসিকভাবে উপস্থিত না-ও থাকতে পারি।’
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া আমাদের পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখায়, যেটি আমাদের মনোযোগ ধরে রাখে এবং বেশি সময় ধরে দেখতে ইচ্ছা করে। ফলে এটি অভ্যাসে পরিণত হয়।
গবেষক লিজ রবিনসন বলেন, শিশুরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে যে তাদের অভিভাবক কোথায় তাকাচ্ছেন। ‘যখন বারবার ফোনের দিকে তাকানো হয়, তখন তারা বুঝে যায়, সেটিই গুরুত্বপূর্ণ। এর ফলে সন্তানরা এমন মূল্যবোধ শেখে যা তাদের ভবিষ্যতের আচরণেও প্রভাব ফেলে।’
সমাধান যা হতে পারে
১. সন্তানদের সঙ্গে সব সময় কথা বলুন
শিশুর ভাষা বিকাশ ও মস্তিষ্কের উন্নয়নের জন্য নিয়মিত কথা বলা খুব জরুরি। জন্ম থেকে ১৮ বছর পর্যন্ত সন্তানদের ভাষা শেখা নির্ভর করে তারা কতটা ভাষা শোনে ও ব্যবহার করে তার ওপর। শুধু ভাষা নয়, সন্তানদের আবেগ নিয়ন্ত্রণ ও মনোযোগ ধরে রাখার ক্ষমতাও বাড়ে।
বাবা-মা যদি নিয়মিত সন্তানের সঙ্গে কথা বলেন, তাহলে তাদের একাডেমিক ও সামাজিক দক্ষতা বাড়ে।
২. খেলায় অংশগ্রহণ মানসিক বিকাশে সহায়ক
খেলার সময় সন্তানদের সঙ্গে কথোপকথন ও মিথস্ক্রিয়া তাদের আবেগ নিয়ন্ত্রণ, মনোযোগের পরিসর এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা গঠনে সহায়তা করে। শিশুরা বড়দের দৃষ্টি অনুসরণ করে শেখে—আপনি কোন কিছুর দিকে তাকাচ্ছেন, সেটিই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
৩. সন্তানের একান্তে সময় কাটান সময় রাখুন
প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় সন্তানের জন্য বরাদ্দ করা উচিত, যেখানে আপনি তাকে পূর্ণ মনোযোগ দেবেন। এমনকি দিনে মাত্র ১৫ মিনিট হলেও সেই সময় শিশুর কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে। ছোট পরিসরে চিন্তা করলেও, সেই মুহূর্তে মানসিকভাবে সম্পূর্ণ উপস্থিত থাকাটাই মুখ্য।
৪. সোশ্যাল মিডিয়া ব্যবহার কমান
নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরিমাণ ও প্রভাব নিয়ে সচেতন থাকুন। ব্যবহার যত কম হবে, সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ তত বেশি বাড়বে। সপ্তাহে কতবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এবং প্রতিবার কতক্ষণ সময় দিচ্ছেন—সেই ব্যবহারে নিয়ন্ত্রণ আনলেই সন্তানের সঙ্গে কথা বলার ও মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ বাড়ানো সম্ভব।
সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ক্রিস পেরি বলেন, ‘আমরা কী দেখছি, কত সময় কাটাচ্ছি এবং তা আমাদের মানসিক অবস্থায় কী প্রভাব ফেলছে—তা বোঝা জরুরি। এরপর সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় তা মাথায় রেখে আচরণ করা উচিত।’
তথ্যসূত্র: সিএনএন
সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার গবেষক লিজ রবিনসনের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, যেসব অভিভাবক দৈনন্দিন জীবনে বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান, তারা সন্তানদের সঙ্গে খেলার সময় তুলনামূলকভাবে ২৯ শতাংশ কম কথা বলেন। এ গবেষণাটি ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ডিজিটাল মিডিয়া অ্যান্ড ডেভেলপিং মাইন্ডস ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কংগ্রেস’–এ উপস্থাপন করা হবে।
গবেষণায় ৬৫ জন দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুর সঙ্গে তাদের মায়েদের আচরণ পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, যারা দৈনিক গড়ে ১৬৯ মিনিট সোশ্যাল মিডিয়ায় থাকেন, তারা সন্তানদের সঙ্গে যোগাযোগে বা কথা বলায় অনাগ্রহী ছিলেন। অন্যদিকে, যেসব মা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন গড়ে মাত্র ২১ মিনিট, তাদের মধ্যে সন্তানদের সঙ্গে বেশি কথা বলার প্রবণতা দেখা গেছে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, ইমেইল দেখা বা আবহাওয়ার খবর জানার মতো অন্যান্য স্ক্রিন ব্যবহার এই পার্থক্য তৈরি করেনি। শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাত্রাই এ ধরনের আচরণগত পার্থক্যে ভূমিকা রেখেছে।
মনযোগ হারাচ্ছে বাবা-মা
গবেষণা এখনো কোনো জার্নালে প্রকাশিত না হলেও শিশু ও প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চিলড্রেন অ্যান্ড স্ক্রিনস–এর নির্বাহী পরিচালক ক্রিস পেরি বলেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ফোন হাতে না থাকলেও মন অন্যত্র থাকে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় আমরা বাস্তবে উপস্থিত থাকলেও মানসিকভাবে উপস্থিত না-ও থাকতে পারি।’
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া আমাদের পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখায়, যেটি আমাদের মনোযোগ ধরে রাখে এবং বেশি সময় ধরে দেখতে ইচ্ছা করে। ফলে এটি অভ্যাসে পরিণত হয়।
গবেষক লিজ রবিনসন বলেন, শিশুরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে যে তাদের অভিভাবক কোথায় তাকাচ্ছেন। ‘যখন বারবার ফোনের দিকে তাকানো হয়, তখন তারা বুঝে যায়, সেটিই গুরুত্বপূর্ণ। এর ফলে সন্তানরা এমন মূল্যবোধ শেখে যা তাদের ভবিষ্যতের আচরণেও প্রভাব ফেলে।’
সমাধান যা হতে পারে
১. সন্তানদের সঙ্গে সব সময় কথা বলুন
শিশুর ভাষা বিকাশ ও মস্তিষ্কের উন্নয়নের জন্য নিয়মিত কথা বলা খুব জরুরি। জন্ম থেকে ১৮ বছর পর্যন্ত সন্তানদের ভাষা শেখা নির্ভর করে তারা কতটা ভাষা শোনে ও ব্যবহার করে তার ওপর। শুধু ভাষা নয়, সন্তানদের আবেগ নিয়ন্ত্রণ ও মনোযোগ ধরে রাখার ক্ষমতাও বাড়ে।
বাবা-মা যদি নিয়মিত সন্তানের সঙ্গে কথা বলেন, তাহলে তাদের একাডেমিক ও সামাজিক দক্ষতা বাড়ে।
২. খেলায় অংশগ্রহণ মানসিক বিকাশে সহায়ক
খেলার সময় সন্তানদের সঙ্গে কথোপকথন ও মিথস্ক্রিয়া তাদের আবেগ নিয়ন্ত্রণ, মনোযোগের পরিসর এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা গঠনে সহায়তা করে। শিশুরা বড়দের দৃষ্টি অনুসরণ করে শেখে—আপনি কোন কিছুর দিকে তাকাচ্ছেন, সেটিই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
৩. সন্তানের একান্তে সময় কাটান সময় রাখুন
প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় সন্তানের জন্য বরাদ্দ করা উচিত, যেখানে আপনি তাকে পূর্ণ মনোযোগ দেবেন। এমনকি দিনে মাত্র ১৫ মিনিট হলেও সেই সময় শিশুর কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে। ছোট পরিসরে চিন্তা করলেও, সেই মুহূর্তে মানসিকভাবে সম্পূর্ণ উপস্থিত থাকাটাই মুখ্য।
৪. সোশ্যাল মিডিয়া ব্যবহার কমান
নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরিমাণ ও প্রভাব নিয়ে সচেতন থাকুন। ব্যবহার যত কম হবে, সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ তত বেশি বাড়বে। সপ্তাহে কতবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এবং প্রতিবার কতক্ষণ সময় দিচ্ছেন—সেই ব্যবহারে নিয়ন্ত্রণ আনলেই সন্তানের সঙ্গে কথা বলার ও মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ বাড়ানো সম্ভব।
সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ক্রিস পেরি বলেন, ‘আমরা কী দেখছি, কত সময় কাটাচ্ছি এবং তা আমাদের মানসিক অবস্থায় কী প্রভাব ফেলছে—তা বোঝা জরুরি। এরপর সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় তা মাথায় রেখে আচরণ করা উচিত।’
তথ্যসূত্র: সিএনএন
আমের মৌসুম শেষের দিকে। আম দিয়ে তৈরি অনেক ধরনের খাবার খাওয়া হলো বিভিন্ন সময়। এবার নতুন কিছু হোক। আমের সঙ্গে জাম্বুরা বা পামেলো আর সাগুর মিশ্রণে তৈরি করতে পারেন এক দারুণ পুডিং। আপনাদের জন্য আম-পোমেলো-সাগুর পুডিংয়ের রেসিপি দিয়েছেন
২ ঘণ্টা আগেবিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য পাওয়া যাবে এই লেখায়।
৪ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
১১ ঘণ্টা আগেচিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১ দিন আগে