Ajker Patrika

হলে কেটেছে ঈদের ছুটি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৩: ২৮
হলে কেটেছে ঈদের ছুটি

এবারের ঈদুল ফিতরের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ছাত্রীদের একমাত্র আবাসস্থল বেগম ফজিলাতুন নেছা মুজিব হল খোলা ছিল। হলেই ঈদ উদ্‌যাপন করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরাবুল ইসলাম সৌদিপ তাঁদের অভিজ্ঞতা শুনেছেন। 

সুমাইয়া সোমা
শিক্ষার্থী, নাট্যকলা বিভাগ
নতুন আবাসিক হল হিসেবে অনেক ঘাটতি, প্রতিবন্ধকতার মধ্যেও এবারের ছুটিতে প্রশাসন হল বন্ধ করেনি। ছাত্রীদের কথা চিন্তা করেই খোলা রাখা হয়েছিল বেগম ফজিলাতুন নেছা মুজিব হল। ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে গোটা ছুটিতে আমরা ১২ জন হলে ছিলাম। প্রভোস্ট ম্যাম, হাউস টিউটর ম্যাম খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের সুবিধা-অসুবিধাগুলো দেখেছেন। তাঁরা নিয়মিত আমাদের খোঁজখবর নিয়েছেন। আমরাও এবারের ঈদের ছুটি হলে থেকে উপভোগ করেছি। এ ক্ষেত্রে প্রভোস্ট ড. দীপিকা রানী সরকার ম্যামকে ধন্যবাদ দিতে হবে। বলতে গেলে তিনি আমাদের মায়ের মতো এ কটা দিন আগলে রেখেছিলেন। এখন পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি। আশা করছি হলে শিক্ষার্থীদের আগামী দিনগুলোও সুন্দর কাটবে। নিরাপত্তাকর্মী, কর্মচারীসহ সবার কাছে আমরা কৃতজ্ঞ।

রাইমা মজুমদার রাত্রি
শিক্ষার্থী, সংগীত বিভাগ
 হলে থাকার এক বছর হয়ে গেলেও এটি আমার কাছে এখনো নতুন। এই প্রথম হল এত ফাঁকা দেখলাম। মাত্র কয়েকজন আমরা হলে ছিলাম। কোনো কোনো ফ্লোরে মাত্র এক থেকে দুজন করে আছি। এটি আমার কাছে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। বেশ ভালোই লেগেছে। কয়েকজন একসঙ্গে থাকায় একদমই একা লাগছে না। প্রভোস্ট ম্যাম, হাউস টিউটর ম্যামরা সব সময় আমাদের খোঁজখবর নিয়েছেন। প্রতিদিন একজন করে হাউস টিউটর ম্যাম এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, সুবিধা-অসুবিধা জানতে চেয়েছেন। সেই সঙ্গে হলের নিরাপত্তাকর্মীরাও সব সময় আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছেন। সব মিলিয়ে আমাদের বেশ ভালোই লেগেছে। বন্ধের মধ্যেও হলে থাকা নিয়ে প্রথমে একটু টেনশন কাজ করছিল; কিন্তু শেষ পর্যন্ত সে রকম কোনো সমস্যা হয়নি। আমরা খুব ভালোভাবে ও নিরাপদে সময় কাটিয়েছি। 

সম্পা রায়
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ 
ঢাকায় ঈদের ছুটিতে যদিও এটা আমার প্রথম থাকা, তবে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। যেখানে একটা ফ্লোরে 
৯৬ জন মেয়ে থাকে, সেখানে একা থাকা আমার জন্য আসলেই নতুন কিছু। আমি বলব, বই যাঁদের নিত্যসঙ্গী বা যাঁরা বই পড়তে ভালোবাসেন, তাঁদের আসলে একাকিত্ব ছুঁতে পারে না। আমার তো ছুটির সময়গুলো খুব দ্রুত কেটে গেছে। আরও কিছুদিন একা থাকতে পারলে ভালো লাগত! আরও ভালো লেগেছে ছুটির সময়ে ম্যামদের হলে এসে খোঁজখবর নেওয়ার ব্যাপারটি। সব মিলিয়ে বলব, ফাঁকা ঢাকায় ঈদের ছুটিটা ভালোই কেটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত