ফ্যাশনে এগিয়ে ছিলেন সালমান
নায়ক সালমান শাহ অভিনয়ে যেমন দক্ষ ছিলেন, তেমনি তাঁর স্টাইল ও ফ্যাশন-সচেতনতা ছিল সময়ের চেয়ে বেশ এগিয়ে। সিনেমা-সংশ্লিষ্টরা মনে করেন, মুখাবয়ব, সুমিষ্ট বাচনভঙ্গি, হাসি, ক্যারিশম্যাটিক অভিনয়ের বাইরে সালমান শাহ তৎকালীন হাজারো তরুণ-তরুণীর হৃদয় জয় করতে পেরেছিলেন শুধু তাঁর ফ্যাশন সেন্সের কারণে।