ফারিয়া হোসেন
যাঁদের নিয়মিত চশমা পরতে হয়, তাঁদের কাছে চশমা যেন জীবনের অবিচ্ছেদ্য একটি ব্যাপার। তবে অনেকের ধারণা, চশমা পরার কারণে স্টাইলিশ লুক মাটি হয়ে যায়। একটু বুদ্ধি করে সঠিক ফ্রেমের চশমা বাছাই করলে সব সময় নিজেকে ফ্যাশনেবল রাখা সম্ভব।
অনেকে শুধু নিজের ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের চশমার ফ্রেম কিনে ফেলেন। কিন্তু চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী চশমা বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চারকোনা, হৃৎপিণ্ডের আকার ও হিরার আকৃতির হয়। মুখের এই আকৃতিগুলো অনুযায়ী চশমার ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখের জন্য
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার হয় এবং চিকবোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন চশমার ফ্রেম বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার চশমা গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনো গোল মুখে ছোট বা গোল ফ্রেমের চশমা পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটাই ঢেকে ফেলে।
ওভাল বা ডিম্বাকার মুখের জন্য
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিকবোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। ওভাল বা ডিম্বাকার মুখের সুবিধা হলো, সব ধরনের চশমা এই মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। আপনি চাইলে স্কয়ার, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের চশমা ব্যবহার করতে পারবেন। ওভাল মুখের অধিকারীরা যেকোনো ধরনের ফ্রেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন, নিরাশ হবেন না।
পানপাতা আকৃতির মুখের জন্য
যাঁদের মুখ পানপাতা বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে, কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। একদম পানপাতা বা হার্টের মতোই। এ ধরনের মুখে ছোট ফ্রেমের চশমা বেশি মানায়। ডিম্বাকৃতির রিমলেস বা সেমি-রিমলেস চশমা এই মুখের আদলকে করে তোলে আকর্ষণীয়।
চারকোনা মুখের জন্য
স্কয়ার বা চারকোনা মুখের জ-লাইন, চিক বোন ও কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের চশমা স্কয়ার বা চারকোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চারকোনা মুখে চারকোনা চশমা পরতে যাবেন না। একদম মানাবে না!
ডায়মন্ড বা হীরা আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিকবোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই বা ডিম্বাকৃতির ফ্রেমের চশমা এ ধরনের মুখে ব্যালেন্স তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীরা চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলতে পারেন।
সূত্র: সিনেট
যাঁদের নিয়মিত চশমা পরতে হয়, তাঁদের কাছে চশমা যেন জীবনের অবিচ্ছেদ্য একটি ব্যাপার। তবে অনেকের ধারণা, চশমা পরার কারণে স্টাইলিশ লুক মাটি হয়ে যায়। একটু বুদ্ধি করে সঠিক ফ্রেমের চশমা বাছাই করলে সব সময় নিজেকে ফ্যাশনেবল রাখা সম্ভব।
অনেকে শুধু নিজের ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের চশমার ফ্রেম কিনে ফেলেন। কিন্তু চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী চশমা বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চারকোনা, হৃৎপিণ্ডের আকার ও হিরার আকৃতির হয়। মুখের এই আকৃতিগুলো অনুযায়ী চশমার ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখের জন্য
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার হয় এবং চিকবোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন চশমার ফ্রেম বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার চশমা গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনো গোল মুখে ছোট বা গোল ফ্রেমের চশমা পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটাই ঢেকে ফেলে।
ওভাল বা ডিম্বাকার মুখের জন্য
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিকবোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। ওভাল বা ডিম্বাকার মুখের সুবিধা হলো, সব ধরনের চশমা এই মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। আপনি চাইলে স্কয়ার, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের চশমা ব্যবহার করতে পারবেন। ওভাল মুখের অধিকারীরা যেকোনো ধরনের ফ্রেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন, নিরাশ হবেন না।
পানপাতা আকৃতির মুখের জন্য
যাঁদের মুখ পানপাতা বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে, কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। একদম পানপাতা বা হার্টের মতোই। এ ধরনের মুখে ছোট ফ্রেমের চশমা বেশি মানায়। ডিম্বাকৃতির রিমলেস বা সেমি-রিমলেস চশমা এই মুখের আদলকে করে তোলে আকর্ষণীয়।
চারকোনা মুখের জন্য
স্কয়ার বা চারকোনা মুখের জ-লাইন, চিক বোন ও কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের চশমা স্কয়ার বা চারকোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চারকোনা মুখে চারকোনা চশমা পরতে যাবেন না। একদম মানাবে না!
ডায়মন্ড বা হীরা আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিকবোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই বা ডিম্বাকৃতির ফ্রেমের চশমা এ ধরনের মুখে ব্যালেন্স তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীরা চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলতে পারেন।
সূত্র: সিনেট
অফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি—দাওয়াতে যেতে হবে। ওদিকে সারা দিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে এর ফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
১৭ ঘণ্টা আগেপ্রতিদিন কি আর আয়োজন করে রাঁধতে ভালো লাগে? কোনো দিন যদি বেলা গড়িয়ে যায়, তাহলে কী রান্না করবেন, তা ভাবতে না বসে চুলায় চড়িয়ে দিন ভাত। আর সঙ্গে বানিয়ে ফেলুন চিংড়ি শুঁটকির ভর্তা। আপনাদের জন্য এই রেসিপি দিয়েছেন ওমাম’স-এর স্বত্বাধিকারী ওমাম রায়হান।
১৭ ঘণ্টা আগে‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখির কথা মনে আছে? পাখি এখন বড় হয়ে গেছেন। টেলিভিশন ধারাবাহিকের চৌহদ্দি পেরিয়ে তিনি এখন চলচ্চিত্র ও ওটিটিও মাতাচ্ছেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।
১৯ ঘণ্টা আগে