নাহিন আশরাফ
একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।
একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।
আশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
৮ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
৯ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
৯ ঘণ্টা আগেশীত আসার আগে থেকে চুলে খুশকি দেখা দেয়। এর জন্য মাথার ত্বকে ব্যবহার করি অ্যালোভেরা। এ ছাড়া রোজই চুলে শ্যাম্পু করি, কিন্তু খুশকি থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি?
৯ ঘণ্টা আগে