নাহিন আশরাফ
একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।
একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।
স্কুল থেকে ফিরে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় মারিয়া। ১৫ বছর বয়সী কিশোরী সারা দিন বন্ধুদের ইনস্টাগ্রাম স্টোরি দেখে, নিজে কিছু পোস্টও করে। তবে কারও সঙ্গে তেমন কথা হয় না তার। পরিবার-পরিজনের মাঝেও সে একা। তার মতো অসংখ্য কিশোরী এই সময়ে এমন নিঃসঙ্গতায় ভুগছে।
২ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। আচার তো ঘরে ঘরেই তৈরি হবে। শখের রাঁধুনি যাঁরা প্রথমবারের মতো আমড়া–রসুনের আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া-রসুনের টক ঝাল আচারের
৩ ঘণ্টা আগেশিরোনাম দেখেই হয়তো অনেকের চোখ কপালে ওঠার মতো অবস্থা। পাথরের দাম এত হয় কীভাবে! কোন জিনিসের দাম কত হবে, তার নির্ধারণ করা হয় সেই জিনিসের গুরুত্ব বুঝে। বুঝতেই পারছেন, এটি সাধারণ কোনো পাথর নয়। এই পাথরটি পৃথিবীতে এসেছে প্রায় ২৫ কোটিরও বেশি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহ থেকে।
৪ ঘণ্টা আগেবর্ষায় পেটের রোগ বেশি হয় কমবেশি সবাই জানেন। কারণ স্বাভাবিকভাবেই বৃষ্টির দিনে জীবাণুর সংক্রমণ বাড়ে। রান্না যত সময় নিয়েই করুন না কেন, বা রান্না উপকরণ যত ভালোভালোভাবে ধুয়েই নিন না কেন, রান্নাঘর যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে সুস্থ থাকাটা মুশকিল হবে। বাড়ির রান্নাঘর থেকেই হয়তো ব্যাক্টেরিয়া, ভাইরাস...
৬ ঘণ্টা আগে