মোশারফ হোসেন
গত সেপ্টেম্বরজুড়েই ছিল বিভিন্ন ফ্যাশন সপ্তাহের প্রদর্শনী। নিউইয়র্ক-লন্ডন হয়ে গত মাসে আসর বসেছিল ইতালির শহর মিলানে। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী মিলান ফ্যাশন উইক শেষ হয়েছে ২৫ সেপ্টেম্বর।
এবার ৬২টি ব্র্যান্ড বিভিন্ন পোশাক নিয়ে হাজির হয়েছিল রানওয়েতে। মিলান ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে মুগ্ধতা ছড়ায় বিলাসবহুল ইতালিয়ান ব্র্যান্ড আইসবার্গ, অ্যান্তোনিও মারাস, ফেন্ডি ও ডিজেলের প্রদর্শনী।
তৃতীয় দিনে পিটার হকিন্স টম ফোর্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে প্রথমবারের মতো নিজের ডিজাইন করা পোশাক নিয়ে মিলানের মঞ্চে হাজির হন। একই দিনে প্রাডার প্রদর্শনীতে ছিল ইউনিফর্ম ও পার্টির উপযোগী পোশাক। বিখ্যাত ব্র্যান্ড আরমানি নিয়ে আসে হরেক রকম পোশাকের সংগ্রহ। শুরুতে রুপালি, কালো ও ধূসর রঙের পোশাকে দেখা যায় মডেলদের। পরে সবুজ, নীল, বেগুনি ও গোলাপি রঙের ফ্লোয়িং স্কার্ট, শর্টস, অন্তর্বাস ও ব্লাউজের দেখা মেলে।
আসরের চতুর্থ দিন ছিল গুচি ও ভারসাচির প্রদর্শনী। সেখানে মেঝে দৈর্ঘ্যের ওভারকোটের নিচে টি-আকৃতির হালকা পোশাক ও শর্টসের সঙ্গে ছিল বেল্ট। গুচি থেকে প্রদর্শিত হয় গাঢ় লাল চামড়ার ছোট স্কার্ট, জ্যাকেট, বড় কলারসহ পুলওভার ও বিভিন্ন ধরনের গয়না। দিন শেষ হয় নব্বইয়ের দশকের জার্মান সুপারমডেল ক্লডিয়া শিফারের র্যাম্পে হাঁটার মধ্য দিয়ে। শিফার মেঝে দৈর্ঘ্যের সবুজ ও রুপালি চোকারবোর্ড পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছিলেন।
মিলান ফ্যাশন উইকের পঞ্চম দিনের উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে ছিল বোতেগা ভেনেতা, দ্য অ্যাটিকো, ডলশে অ্যান্ড গাবানা, মিসোনি ও ফেরাগামো। আগামী বছরের বসন্ত সামনে রেখে বোতেগা ভেনেতার মূল থিম ছিল বন ও প্রকৃতি। এ ছাড়া ট্রেঞ্চ কোট, ক্লাচ ব্যাগ, নিটওয়্যার, ডোরাকাটা শার্ট এবং চামড়া দিয়ে তৈরি নেকটাই প্রদর্শন করে ব্র্যান্ডটি।
ষষ্ঠ দিনে আভাভাভ নিয়ে আসে অদ্ভুতুড়ে পোশাক প্রদর্শনী। তাদের মডেলরা পোশাক পরতে পরতে মঞ্চে আসেন, র্যাম্পে হাঁটার সময় তাঁদের ছিল অপ্রস্তুত ভাবভঙ্গি, কারও কারও টি-শার্টে লেখা ছিল ‘অ্যাড ব্যাক’ কিংবা ‘নো টাইম টু ডিজাইন’ ইত্যাদি। দিনের আকর্ষণীয় বিষয় ছিল আরমানির সাটিন জ্যাকেট ও ধূসর রঙের সাটিন ট্রাউজারের প্রদর্শনী।
তবে শেষ দিনের প্রদর্শনী হয় ডিজিটাল মাধ্যমে। এতে অংশ নেয় ফিলিংস, গুয়েদো ভারা, মিজন ননসিউনি, ফান ডাং হোয়াং ও লরা বিয়াজত্তি।
বরাবরের মতো এবারও মিলান ফ্যাশন উইকের প্রথম সারিতে উপস্থিত ছিলেন নামকরা সব তারকা। জিজি হাদিদ, কেন্ডাল জেনার, জুলিয়া রবার্ট, রায়ান গসলিং, ডেমি মুর, নাওমি ক্যাম্পবেল, কেট মস, জেডেন স্মিথ, ক্রিস্টিনা রিচি, বেনেডিক্ট কাম্বারব্যাচ, কে-পপ আইডল সানাসহ প্রায় সব শাখার তারকাদের উপস্থিতিতে সরগরম ছিল মিলান ফ্যাশন উইক।
সূত্র: হারপার বাজার ও অগাস্টম্যান
গত সেপ্টেম্বরজুড়েই ছিল বিভিন্ন ফ্যাশন সপ্তাহের প্রদর্শনী। নিউইয়র্ক-লন্ডন হয়ে গত মাসে আসর বসেছিল ইতালির শহর মিলানে। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী মিলান ফ্যাশন উইক শেষ হয়েছে ২৫ সেপ্টেম্বর।
এবার ৬২টি ব্র্যান্ড বিভিন্ন পোশাক নিয়ে হাজির হয়েছিল রানওয়েতে। মিলান ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে মুগ্ধতা ছড়ায় বিলাসবহুল ইতালিয়ান ব্র্যান্ড আইসবার্গ, অ্যান্তোনিও মারাস, ফেন্ডি ও ডিজেলের প্রদর্শনী।
তৃতীয় দিনে পিটার হকিন্স টম ফোর্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে প্রথমবারের মতো নিজের ডিজাইন করা পোশাক নিয়ে মিলানের মঞ্চে হাজির হন। একই দিনে প্রাডার প্রদর্শনীতে ছিল ইউনিফর্ম ও পার্টির উপযোগী পোশাক। বিখ্যাত ব্র্যান্ড আরমানি নিয়ে আসে হরেক রকম পোশাকের সংগ্রহ। শুরুতে রুপালি, কালো ও ধূসর রঙের পোশাকে দেখা যায় মডেলদের। পরে সবুজ, নীল, বেগুনি ও গোলাপি রঙের ফ্লোয়িং স্কার্ট, শর্টস, অন্তর্বাস ও ব্লাউজের দেখা মেলে।
আসরের চতুর্থ দিন ছিল গুচি ও ভারসাচির প্রদর্শনী। সেখানে মেঝে দৈর্ঘ্যের ওভারকোটের নিচে টি-আকৃতির হালকা পোশাক ও শর্টসের সঙ্গে ছিল বেল্ট। গুচি থেকে প্রদর্শিত হয় গাঢ় লাল চামড়ার ছোট স্কার্ট, জ্যাকেট, বড় কলারসহ পুলওভার ও বিভিন্ন ধরনের গয়না। দিন শেষ হয় নব্বইয়ের দশকের জার্মান সুপারমডেল ক্লডিয়া শিফারের র্যাম্পে হাঁটার মধ্য দিয়ে। শিফার মেঝে দৈর্ঘ্যের সবুজ ও রুপালি চোকারবোর্ড পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছিলেন।
মিলান ফ্যাশন উইকের পঞ্চম দিনের উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে ছিল বোতেগা ভেনেতা, দ্য অ্যাটিকো, ডলশে অ্যান্ড গাবানা, মিসোনি ও ফেরাগামো। আগামী বছরের বসন্ত সামনে রেখে বোতেগা ভেনেতার মূল থিম ছিল বন ও প্রকৃতি। এ ছাড়া ট্রেঞ্চ কোট, ক্লাচ ব্যাগ, নিটওয়্যার, ডোরাকাটা শার্ট এবং চামড়া দিয়ে তৈরি নেকটাই প্রদর্শন করে ব্র্যান্ডটি।
ষষ্ঠ দিনে আভাভাভ নিয়ে আসে অদ্ভুতুড়ে পোশাক প্রদর্শনী। তাদের মডেলরা পোশাক পরতে পরতে মঞ্চে আসেন, র্যাম্পে হাঁটার সময় তাঁদের ছিল অপ্রস্তুত ভাবভঙ্গি, কারও কারও টি-শার্টে লেখা ছিল ‘অ্যাড ব্যাক’ কিংবা ‘নো টাইম টু ডিজাইন’ ইত্যাদি। দিনের আকর্ষণীয় বিষয় ছিল আরমানির সাটিন জ্যাকেট ও ধূসর রঙের সাটিন ট্রাউজারের প্রদর্শনী।
তবে শেষ দিনের প্রদর্শনী হয় ডিজিটাল মাধ্যমে। এতে অংশ নেয় ফিলিংস, গুয়েদো ভারা, মিজন ননসিউনি, ফান ডাং হোয়াং ও লরা বিয়াজত্তি।
বরাবরের মতো এবারও মিলান ফ্যাশন উইকের প্রথম সারিতে উপস্থিত ছিলেন নামকরা সব তারকা। জিজি হাদিদ, কেন্ডাল জেনার, জুলিয়া রবার্ট, রায়ান গসলিং, ডেমি মুর, নাওমি ক্যাম্পবেল, কেট মস, জেডেন স্মিথ, ক্রিস্টিনা রিচি, বেনেডিক্ট কাম্বারব্যাচ, কে-পপ আইডল সানাসহ প্রায় সব শাখার তারকাদের উপস্থিতিতে সরগরম ছিল মিলান ফ্যাশন উইক।
সূত্র: হারপার বাজার ও অগাস্টম্যান
আশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
৮ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
৮ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
৯ ঘণ্টা আগেশীত আসার আগে থেকে চুলে খুশকি দেখা দেয়। এর জন্য মাথার ত্বকে ব্যবহার করি অ্যালোভেরা। এ ছাড়া রোজই চুলে শ্যাম্পু করি, কিন্তু খুশকি থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি?
৯ ঘণ্টা আগে