মাহবুব সিয়াম
সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে সৌদির ফ্যাশন জগৎ। জুলাইয়ে প্যারিসের ‘ওত্ কুতুর ফ্যাশন উইক’ প্রদর্শনীতে অংশ নেন সৌদি আরবের ডিজাইনার মোহাম্মদ আশি। সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষিত ইতালির মিলান ফ্যাশন উইকে দেশটির প্রায় ১০০টি ফ্যাশন ব্র্যান্ড ‘হোয়াইট মিলানো’ ইভেন্টে অংশ নেবে।
সম্প্রতি সৌদি আরবে ফ্যাশন ডিজাইনারদের এই উত্থান মূলত সরকারি পৃষ্ঠপোষকতায়। ফ্যাশন দুনিয়ায় পরিচিতি বাড়াতে ২০২০ সালে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ফ্যাশন কমিশন গঠন করে। এদিকে তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসছে সৌদি আরব। অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের জন্য ২০১৬ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ ঘোষণা করেন। এ লক্ষ্য অর্জনে বিশ্বমঞ্চে ফ্যাশন বড় ভূমিকা রাখতে পারে।
ফ্যাশন কমিশনের তথ্য অনুসারে, ফ্যাশন সৌদি অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। ২০২৫ সালে দেশটিতে ফ্যাশন পণ্যের চাহিদা ৪৮ শতাংশ বেড়ে ৪২ বিলিয়ন ডলারে দাঁড়াবে। বিলাসবহুল পণ্যে এর পরিমাণ হবে ১৯ শতাংশ। স্থানীয় ও আন্তর্জাতিক ডিজাইনাররা যাতে দেশের ফ্যাশন খাতে এগিয়ে আসেন, এ জন্য বেশ কিছু পদক্ষেপও নিচ্ছে সৌদি আরবের ফ্যাশন কমিশন।
সৌদি আরবের রাজধানীতে ২০ থেকে ২৩ অক্টোবর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে রিয়াদ ফ্যাশন উইক। বিশ্বকে সৌদি ফ্যাশন ও বিলাসবহুল পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জনপ্রিয় করে তুলতে এই আয়োজন করা হচ্ছে। ২০১৬ সালের সমাজ সংস্কারের আগে ফ্যাশন প্রদর্শনীগুলো জনসমক্ষে করা হতো না। কিন্তু নারীদের হিজাব পরার বাধ্যতামূলক বিধান তুলে দেওয়ার পর চিত্র বদলে যায়। সমাজের সব স্তরে ছড়িয়ে পড়ে ফ্যাশন-সচেতনতা।
২০২২ সালের ঈদুল আজহায় ডলশি অ্যান্ড গ্যাবানা সৌদি আরবের মরুভূমিতে ফ্যাশন শো আয়োজন করে। এ ছাড়া সৌমে, ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের মতো ফ্যাশন ও গয়নার অনেক নামীদামি ব্র্যান্ডও সৌদি আরবে প্রদর্শনীর আয়োজন করে। ফ্যাশন কমিশন ২০২১ সালে ১০০ সৌদি ব্র্যান্ড তৈরির উদ্যোগ হাতে নেয়। এর মূল উদ্দেশ্য ছিল, দেশের ডিজাইনাররা যাতে যথাযথ পরামর্শ ও সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ছাপ রেখে আসতে পারে। উদ্যোগের অংশ হিসেবে গত দুই বছরে ডিজাইনাররা মিলান, নিউইয়র্ক ও প্যারিসের প্রদর্শনীগুলোতে অংশ নেন। দেশটির বিখ্যাত ডিজাইনার ইউসুফ আকবরের ডিজাইন ভোগ ম্যাগাজিনের আরব সংস্করণের জুন সংখ্যায় প্রকাশিত হয়। অথচ কয়েক বছর আগেও সৌদিতে ফ্যাশনশিল্প বলতে কিছুই ছিল না।
এ বছরের শেষের দিকে ফ্যাশন কমিশন রিয়াদে পণ্যের মানোন্নয়নের জন্য স্টুডিও স্থাপন করবে। প্রোটোটাইপ এবং নমুনা তৈরির মাধ্যমে পণ্য যাতে দ্রুত বাজারে ঢুকতে পারে, সেই লক্ষ্যে কাজ করবে স্টুডিওটি। এতে থাকবে থ্রিডির মাধ্যমে সেলাইসহ লেজার মেশিন দিয়ে পণ্য কাটার আধুনিক ব্যবস্থা।
আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য টেকসই ফ্যাশনশিল্প ও সরবরাহ প্রক্রিয়া থাকা জরুরি। পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রি, বিপণন ও প্রচার—সব ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবের সরকার ফ্যাশনশিল্পে বিপ্লব সৃষ্টি করছে।
সূত্র: আরব নিউজ
সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে সৌদির ফ্যাশন জগৎ। জুলাইয়ে প্যারিসের ‘ওত্ কুতুর ফ্যাশন উইক’ প্রদর্শনীতে অংশ নেন সৌদি আরবের ডিজাইনার মোহাম্মদ আশি। সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষিত ইতালির মিলান ফ্যাশন উইকে দেশটির প্রায় ১০০টি ফ্যাশন ব্র্যান্ড ‘হোয়াইট মিলানো’ ইভেন্টে অংশ নেবে।
সম্প্রতি সৌদি আরবে ফ্যাশন ডিজাইনারদের এই উত্থান মূলত সরকারি পৃষ্ঠপোষকতায়। ফ্যাশন দুনিয়ায় পরিচিতি বাড়াতে ২০২০ সালে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ফ্যাশন কমিশন গঠন করে। এদিকে তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসছে সৌদি আরব। অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের জন্য ২০১৬ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ ঘোষণা করেন। এ লক্ষ্য অর্জনে বিশ্বমঞ্চে ফ্যাশন বড় ভূমিকা রাখতে পারে।
ফ্যাশন কমিশনের তথ্য অনুসারে, ফ্যাশন সৌদি অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। ২০২৫ সালে দেশটিতে ফ্যাশন পণ্যের চাহিদা ৪৮ শতাংশ বেড়ে ৪২ বিলিয়ন ডলারে দাঁড়াবে। বিলাসবহুল পণ্যে এর পরিমাণ হবে ১৯ শতাংশ। স্থানীয় ও আন্তর্জাতিক ডিজাইনাররা যাতে দেশের ফ্যাশন খাতে এগিয়ে আসেন, এ জন্য বেশ কিছু পদক্ষেপও নিচ্ছে সৌদি আরবের ফ্যাশন কমিশন।
সৌদি আরবের রাজধানীতে ২০ থেকে ২৩ অক্টোবর প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে রিয়াদ ফ্যাশন উইক। বিশ্বকে সৌদি ফ্যাশন ও বিলাসবহুল পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জনপ্রিয় করে তুলতে এই আয়োজন করা হচ্ছে। ২০১৬ সালের সমাজ সংস্কারের আগে ফ্যাশন প্রদর্শনীগুলো জনসমক্ষে করা হতো না। কিন্তু নারীদের হিজাব পরার বাধ্যতামূলক বিধান তুলে দেওয়ার পর চিত্র বদলে যায়। সমাজের সব স্তরে ছড়িয়ে পড়ে ফ্যাশন-সচেতনতা।
২০২২ সালের ঈদুল আজহায় ডলশি অ্যান্ড গ্যাবানা সৌদি আরবের মরুভূমিতে ফ্যাশন শো আয়োজন করে। এ ছাড়া সৌমে, ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের মতো ফ্যাশন ও গয়নার অনেক নামীদামি ব্র্যান্ডও সৌদি আরবে প্রদর্শনীর আয়োজন করে। ফ্যাশন কমিশন ২০২১ সালে ১০০ সৌদি ব্র্যান্ড তৈরির উদ্যোগ হাতে নেয়। এর মূল উদ্দেশ্য ছিল, দেশের ডিজাইনাররা যাতে যথাযথ পরামর্শ ও সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ছাপ রেখে আসতে পারে। উদ্যোগের অংশ হিসেবে গত দুই বছরে ডিজাইনাররা মিলান, নিউইয়র্ক ও প্যারিসের প্রদর্শনীগুলোতে অংশ নেন। দেশটির বিখ্যাত ডিজাইনার ইউসুফ আকবরের ডিজাইন ভোগ ম্যাগাজিনের আরব সংস্করণের জুন সংখ্যায় প্রকাশিত হয়। অথচ কয়েক বছর আগেও সৌদিতে ফ্যাশনশিল্প বলতে কিছুই ছিল না।
এ বছরের শেষের দিকে ফ্যাশন কমিশন রিয়াদে পণ্যের মানোন্নয়নের জন্য স্টুডিও স্থাপন করবে। প্রোটোটাইপ এবং নমুনা তৈরির মাধ্যমে পণ্য যাতে দ্রুত বাজারে ঢুকতে পারে, সেই লক্ষ্যে কাজ করবে স্টুডিওটি। এতে থাকবে থ্রিডির মাধ্যমে সেলাইসহ লেজার মেশিন দিয়ে পণ্য কাটার আধুনিক ব্যবস্থা।
আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য টেকসই ফ্যাশনশিল্প ও সরবরাহ প্রক্রিয়া থাকা জরুরি। পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রি, বিপণন ও প্রচার—সব ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবের সরকার ফ্যাশনশিল্পে বিপ্লব সৃষ্টি করছে।
সূত্র: আরব নিউজ
আশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
৯ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
৯ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
৯ ঘণ্টা আগেশীত আসার আগে থেকে চুলে খুশকি দেখা দেয়। এর জন্য মাথার ত্বকে ব্যবহার করি অ্যালোভেরা। এ ছাড়া রোজই চুলে শ্যাম্পু করি, কিন্তু খুশকি থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না। কীভাবে সমস্যার সমাধান পেতে পারি?
৯ ঘণ্টা আগে