নাহিন আশরাফ
সবার ঘরেই চলছে ঈদের প্রস্তুতি। জামার সঙ্গে মিল রেখে জুতা, ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ কেনার ধুম তো রয়েছেই। ঈদের কততম দিনে কোথায় ঘুরতে যাওয়া হবে তা-ও ঠিক করে ফেলা হচ্ছে! তবে বেড়াতে যাওয়ার সময় ঈদের পোশাকের সঙ্গে মিল রেখে মেকআপ হওয়া চাই জুতসই। একেক সময়ে একেক ধরনের মেকআপ ট্রেন্ডে থাকে। ফলে সাজ যদি সেই ট্রেন্ডকে ছাপিয়ে যায়, তাহলেও কিন্তু বেমানান লাগে। চলতি সময় কেমন মেকআপ প্রাধান্য পাচ্ছে জানেন তো? এবার ঈদে কোন ধরনের মেকআপ ট্রেন্ড থাকবে তা নিয়ে রূপবিশেষজ্ঞরা কী বলছেন, জেনে নেওয়া যাক।
‘পিচ, গোলাপি ও ন্য়ুড শেডের প্রাধান্য থাকবে’
আফরোজা পারভীন, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, রেড বিউটি স্যালন
আফরোজা পারভীন জানান, কয়েক বছর ধরে ন্য়ুড শেড জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবারের ঈদেও তা-ই থাকবে।
আফরোজা পারভীন আরও বলেন, ‘একটা সময় ছিল যখন মেকআপ করার উদ্দেশ্য ছিল শুধু নিজেকে ফরসা দেখানো। এই ধারণা থেকে সব বয়সী মানুষেরা বের হয়ে আন্ডারটোনের মেকআপ লুক বেশি করছে। এতে দেখলে মনে হবে না মেকআপ করেছে, কিন্তু দেখতে ভালো লাগবে। এখন সব ধরনের লুকেই ব্লাশঅন ব্যবহার করা হয়। দেখা যায়, অনেকে মেকআপ নিতে পছন্দ করেন না কিন্তু শুধু গালে হালকা করে ব্লাশঅন দিয়ে নিচ্ছেন।
আফরোজা পারভীনের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ট্রেন্ডে রয়েছে পিচ ও পিংক রঙের ব্লাশন। চোখেও পিচ কিংবা পিংক শেড ব্যবহার করা হচ্ছে এখন, যা সব রঙের পোশাকের সঙ্গে মানিয়ে যায়। তিনি বলেন, ‘মানুষ এমন ধরনের মেকআপ করতে চায়, যাতে তার ব্যক্তিত্ব ফুটে উঠবে। শুধু যে তরুণীরা মেকআপ করছেন তা নয়, টিনএজার থেকে শুরু করে মধ্য বয়স্ক, সবাই এ ধরনের ন্যুড মেকআপ করছেন।’
‘গরমে ন্যাচারাল লুকটাই বেশি গুরুত্ব পাবে’
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
শারমিন কচি বলেন, ‘মেকআপ বরাবরই নির্ভর করে আবহাওয়া ও পরিবেশের ওপর। এবারের ঈদে গরম থাকার কারণে অধিকাংশই ন্যাচারাল মেকআপ প্রাধান্য দেবে বলে ধারণা করা যায়।’ তিনি আরও বলেন, ‘ন্যাচারাল লুকের ক্ষেত্রে ব্লাশঅন ও হাইলাইটার বেশি ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত গরম থাকার কারণে আমরা পরামর্শ দিয়ে থাকি ফেস পাউডার ব্যবহারের জন্য। ফেস পাউডার ত্বক তৈলাক্ত হতে দেয় না।’
চলতি বছর ফেস কন্ট্যুরিং করার প্রবণতাও বেশ কমে গেছে বলে জানান শারমিন কচি। চোখের ক্ষেত্রে এখন হালকা শেডের দিকে ঝুঁকছে মানুষ। সে ক্ষেত্রে বাদামি রং সবার সঙ্গে মানিয়ে যাচ্ছে। কালার কনট্রাস্টও করছেন অনেকে। পোশাকের রং কিছুটা হালকা হলে অনেকে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারে স্বচ্ছন্দবোধ করেন। ফলে লাল কিংবা মেরুন রঙের লিপস্টিক এখনো রয়েছে ট্রেন্ডে। তবে পোশাক যদি গর্জিয়াস হয়, তাহলে ন্যুড লিপস্টিক ব্যবহার করতে দেখা যায় বলে জানান শারমিন কচি।
‘নো মেকআপ লুকই জনপ্রিয়তার শীর্ষে এখন’
রহিমা সুলতানা রীতা, লাইফস্টাইল এক্সপার্ট, হারমনি স্পা
রহিমা সুলতানা রীতা বলেন, ‘মানুষ এখন মেকআপ নিয়ে অনেক বেশি সচেতন। মেকআপ করে যাতে চেহারা পুরোপুরি বদলে না যায়, সেদিকে সবাই খেয়াল রাখে। সে জন্য এখন ট্রেন্ডে রয়েছে, ‘নো-মেকআপ’ লুক। কয়েক বছর ধরে এ লুকটি ট্রেন্ডে আছে।’
রীতার ভাষ্য, এখন ফাউন্ডেশনের ব্যবহার তেমন দেখা যায় না বললেই চলে। আর ফাউন্ডেশন দিলেও একদম ত্বকের রঙের সঙ্গে মিল রেখে তা ব্যবহার করা হয়। এ ধরনের মেকআপ লুকে কনসিলারের ব্যবহার দেখা যায়। কনসিলার দিয়ে মুখের দাগ, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন ঢেকে দেওয়া হয়। লিকুইড অথবা ক্রিম ব্লাশ ব্যবহার করা হয়। হাইলাইটার ব্যবহার করলেও তা খুব কম পরিমাণে ব্যবহার করতে দেখা যায় এখন।
রীতা জানান, একটা সময় মানুষ চোখ ভরে শুধু কাজল দিত। এখন সেই ট্রেন্ড আবার ফিরে এসেছে। মোটা আইলাইনার না দিয়ে এখন চোখের নিচে কাজল দিচ্ছে অনেকে। নো মেকআপ লুকের সঙ্গে অনেকে লিপস্টিক ব্যবহার না করে শুধু লিপ গ্লস দেয়। আবার লিপস্টিক দিলেও তার ওপর লিপ বাম অথবা লিপ অয়েল ব্যবহার করছে, যার ফলে ঠোঁট দীর্ঘ সময় ময়শ্চারাইজড থাকে।
সবার ঘরেই চলছে ঈদের প্রস্তুতি। জামার সঙ্গে মিল রেখে জুতা, ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ কেনার ধুম তো রয়েছেই। ঈদের কততম দিনে কোথায় ঘুরতে যাওয়া হবে তা-ও ঠিক করে ফেলা হচ্ছে! তবে বেড়াতে যাওয়ার সময় ঈদের পোশাকের সঙ্গে মিল রেখে মেকআপ হওয়া চাই জুতসই। একেক সময়ে একেক ধরনের মেকআপ ট্রেন্ডে থাকে। ফলে সাজ যদি সেই ট্রেন্ডকে ছাপিয়ে যায়, তাহলেও কিন্তু বেমানান লাগে। চলতি সময় কেমন মেকআপ প্রাধান্য পাচ্ছে জানেন তো? এবার ঈদে কোন ধরনের মেকআপ ট্রেন্ড থাকবে তা নিয়ে রূপবিশেষজ্ঞরা কী বলছেন, জেনে নেওয়া যাক।
‘পিচ, গোলাপি ও ন্য়ুড শেডের প্রাধান্য থাকবে’
আফরোজা পারভীন, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, রেড বিউটি স্যালন
আফরোজা পারভীন জানান, কয়েক বছর ধরে ন্য়ুড শেড জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবারের ঈদেও তা-ই থাকবে।
আফরোজা পারভীন আরও বলেন, ‘একটা সময় ছিল যখন মেকআপ করার উদ্দেশ্য ছিল শুধু নিজেকে ফরসা দেখানো। এই ধারণা থেকে সব বয়সী মানুষেরা বের হয়ে আন্ডারটোনের মেকআপ লুক বেশি করছে। এতে দেখলে মনে হবে না মেকআপ করেছে, কিন্তু দেখতে ভালো লাগবে। এখন সব ধরনের লুকেই ব্লাশঅন ব্যবহার করা হয়। দেখা যায়, অনেকে মেকআপ নিতে পছন্দ করেন না কিন্তু শুধু গালে হালকা করে ব্লাশঅন দিয়ে নিচ্ছেন।
আফরোজা পারভীনের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ট্রেন্ডে রয়েছে পিচ ও পিংক রঙের ব্লাশন। চোখেও পিচ কিংবা পিংক শেড ব্যবহার করা হচ্ছে এখন, যা সব রঙের পোশাকের সঙ্গে মানিয়ে যায়। তিনি বলেন, ‘মানুষ এমন ধরনের মেকআপ করতে চায়, যাতে তার ব্যক্তিত্ব ফুটে উঠবে। শুধু যে তরুণীরা মেকআপ করছেন তা নয়, টিনএজার থেকে শুরু করে মধ্য বয়স্ক, সবাই এ ধরনের ন্যুড মেকআপ করছেন।’
‘গরমে ন্যাচারাল লুকটাই বেশি গুরুত্ব পাবে’
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
শারমিন কচি বলেন, ‘মেকআপ বরাবরই নির্ভর করে আবহাওয়া ও পরিবেশের ওপর। এবারের ঈদে গরম থাকার কারণে অধিকাংশই ন্যাচারাল মেকআপ প্রাধান্য দেবে বলে ধারণা করা যায়।’ তিনি আরও বলেন, ‘ন্যাচারাল লুকের ক্ষেত্রে ব্লাশঅন ও হাইলাইটার বেশি ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত গরম থাকার কারণে আমরা পরামর্শ দিয়ে থাকি ফেস পাউডার ব্যবহারের জন্য। ফেস পাউডার ত্বক তৈলাক্ত হতে দেয় না।’
চলতি বছর ফেস কন্ট্যুরিং করার প্রবণতাও বেশ কমে গেছে বলে জানান শারমিন কচি। চোখের ক্ষেত্রে এখন হালকা শেডের দিকে ঝুঁকছে মানুষ। সে ক্ষেত্রে বাদামি রং সবার সঙ্গে মানিয়ে যাচ্ছে। কালার কনট্রাস্টও করছেন অনেকে। পোশাকের রং কিছুটা হালকা হলে অনেকে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারে স্বচ্ছন্দবোধ করেন। ফলে লাল কিংবা মেরুন রঙের লিপস্টিক এখনো রয়েছে ট্রেন্ডে। তবে পোশাক যদি গর্জিয়াস হয়, তাহলে ন্যুড লিপস্টিক ব্যবহার করতে দেখা যায় বলে জানান শারমিন কচি।
‘নো মেকআপ লুকই জনপ্রিয়তার শীর্ষে এখন’
রহিমা সুলতানা রীতা, লাইফস্টাইল এক্সপার্ট, হারমনি স্পা
রহিমা সুলতানা রীতা বলেন, ‘মানুষ এখন মেকআপ নিয়ে অনেক বেশি সচেতন। মেকআপ করে যাতে চেহারা পুরোপুরি বদলে না যায়, সেদিকে সবাই খেয়াল রাখে। সে জন্য এখন ট্রেন্ডে রয়েছে, ‘নো-মেকআপ’ লুক। কয়েক বছর ধরে এ লুকটি ট্রেন্ডে আছে।’
রীতার ভাষ্য, এখন ফাউন্ডেশনের ব্যবহার তেমন দেখা যায় না বললেই চলে। আর ফাউন্ডেশন দিলেও একদম ত্বকের রঙের সঙ্গে মিল রেখে তা ব্যবহার করা হয়। এ ধরনের মেকআপ লুকে কনসিলারের ব্যবহার দেখা যায়। কনসিলার দিয়ে মুখের দাগ, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন ঢেকে দেওয়া হয়। লিকুইড অথবা ক্রিম ব্লাশ ব্যবহার করা হয়। হাইলাইটার ব্যবহার করলেও তা খুব কম পরিমাণে ব্যবহার করতে দেখা যায় এখন।
রীতা জানান, একটা সময় মানুষ চোখ ভরে শুধু কাজল দিত। এখন সেই ট্রেন্ড আবার ফিরে এসেছে। মোটা আইলাইনার না দিয়ে এখন চোখের নিচে কাজল দিচ্ছে অনেকে। নো মেকআপ লুকের সঙ্গে অনেকে লিপস্টিক ব্যবহার না করে শুধু লিপ গ্লস দেয়। আবার লিপস্টিক দিলেও তার ওপর লিপ বাম অথবা লিপ অয়েল ব্যবহার করছে, যার ফলে ঠোঁট দীর্ঘ সময় ময়শ্চারাইজড থাকে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
২ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগে