Ajker Patrika

ঢাকার পাশে: ঘর হতে দুই পা ফেলিয়া

মুহাম্মদ জাভেদ হাকিম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৮
ঢাকার পাশে: ঘর হতে দুই পা ফেলিয়া

প্রতিটি ঋতুর একটি করে টপ রেটিং বিষয় থাকে। শীতে ভ্রমণ রেটিংয়ের টপে থাকে হলুদ ফুলের সরিষাখেত। বাঙালির জন্য এটি মোটামুটি বাই ডিফল্ট। এর জন্য যে আপনাকে অনেক টাকা-পয়সা ব্যয় করে দূর-দূরান্তে যেতে হবে, তা নয়। নিজের গ্রামেই একবার ঘুরে দেখতে পারেন। তবে ঢাকার লোকজনের একটুখানি বাইরে তো যেতেই হবে শীত আর সরিষাখেত দেখতে। শীত শেষ হওয়ার আগেই তাই ঘুরে এলাম।

বহুবার গিয়েছি নিছক আড্ডা জমাতে সাভার নামাবাজার নতুন ব্রিজ পার হয়ে ফোর্ড নগরে। অথচ খড়ারচর, ফড়িঙ্গা থেকে আরেকটু এগিয়ে কাংশা যাওয়া হয়নি। কিন্তু সেটার সুযোগ হয়ে গেল। বন্ধুরা মিলে বেশ কয়েকটি বাইকে সাতসকালে ছুটে গেলাম খড়ারচর গ্রামে। সাভারের পাশে হলেও এলাকাটা ধামরাই উপজেলার মধ্যে পড়েছে।

স্থানীয় জনৈক ব্যক্তিকে সঙ্গে করে ঘুরতে বের হই আশপাশে। খড়ারচরের মায়াবী পথে ঘুরতে ঘুরতে চলে যাই মানিকগঞ্জ উপজেলার ধলেশ্বরী নদীর তীরের গ্রাম কাংশায়।

আশ্চর্য হই, ঢাকার এত পাশে অথচ এখনো সেই আদি ও অকৃত্রিম গ্রামের স্বাদ পাওয়া যায় এখানে। কাংশার প্রকৃতি দেখলে বিশ্বাসই হবে না যে আপনি ঢাকা শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ৩৭ কিলোমিটার  দূরে আছেন।

কাংশা ব্রিজের ওপর থেকে শান্ত ধলেশ্বরীর রূপ দেখি। একটা সময় আর লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ি নদীর বুকে। চলে ইচ্ছেমতো জলকেলি। পানির নিচের কাদা সারা শরীর মেখে হারিয়ে যাই শৈশবের স্মৃতিতে। নদীর পাড়ে বসে থেকে মাঝবয়সীদের এমন শিশুতোষ পাগলামি উপভোগ করেন আরেক মাঝবয়সী স্থানীয় মাজের আলী।

তাঁকে জিজ্ঞেস করি, ‘ও ভাই, কী দেহেন?’ তিনি উত্তর দেন, ‘পাগলামি দেহি।’

আজানের ধ্বনি শুনে পানি থেকে উঠে আসি সবাই। নয়া আমদানি মাজের পাগলও আমাদের সঙ্গী হন। নামাজ শেষে গ্রামটা ঘুরে দেখি। পেট এবার চোঁ-চোঁ করছে। দুপুরের খাবারের জন্য চলে যাই পূর্বপরিচিত খড়ারচর মাদ্রাসার বালাখানায়। বেশ আয়েশ করে উদোরপূর্তি চলে। খাওয়াদাওয়া শেষে যাই ফড়িঙ্গা গ্রামে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি।বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝে ঠায় দাঁড়িয়ে আছে এক পুরোনো বটবৃক্ষ। খানিকটা সময় চলে সেখানে আড্ডা। তারপর চলে যাই বংশী নদীর তীরে কাজিয়ালকুণ্ডু গ্রামে। এর বুক চিরে ঝকঝকে নতুন সড়ক চলে গেছে আরিচা মহাসড়কের ঢুলিভিটার দিকে। পথের দুপাশে সৃজন করা হয়েছে বন। চমৎকার নিরিবিলি পরিবেশ। সড়কের পাশেই বিরাট বিল। জেলেরা আপন মনে মাছ ধরছেন। সেই সব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ছুটি চৌঠাইল গ্রামের দিকে। মাঝে রূপনগরের রূপে মজে ক্ষণিকের জন্য ব্রেক।

পড়ন্ত বিকেলে গ্রামের পিচঢালা সরু পথে, মোটরবাইকে চড়ে বেড়ানোর মজাই আলাদা। বাইকার আর সাইক্লিস্টদের রাইডের জন্য অন্যতম আকর্ষণীয় পথ এগুলো। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই চৌঠাইল।

এপাশটায় ধলেশ্বরী সরু খালের রূপ ধারণ করেছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য এখনো অসাধারণ। সবুজ ফসলের খেত, বাঁশবাগানে নানা পাখির কিচিরমিচির, দিগন্তজোড়া সরিষাখেত। যত দূর চোখ যায় শুধু হলদে ফুল! সরিষা ফুলের ঘ্রাণে মন করবে আনচান। পুরো পৌষ আর মাঘের অর্ধেক সময়জুড়ে আবহমান বাংলার অধিকাংশ জেলার মাঠ এ রকম হলুদ হয়ে থাকে।

পড়ন্ত বিকেলে পাখির কুহু কুহু ডাক, বিভিন্ন ধরনের সবজিখেত, জমির পর জমিতে সরিষা ফুল, গরুর দুধের চা—সব মিলিয়ে এক অসাধারণ সময় কাটবে এখানে। গুটি গুটি পায়ে হেঁটে চলে যাই সরিষাখেতের আল ধরে দূরে, অনেক দূরে।

ঘুরে ঘুরে সব মিলিয়ে ভ্রমণের নির্যাস নিতে নিতে একসময় দেখি বিকেল গড়িয়ে সূর্য ডুবে যাওয়ার তাল করছে। দেরি না করে বন্ধুদের দু-একজন ধলেশ্বরীর তীরে তাঁবু টানাতে ব্যস্ত হয়ে গেল। কেউ বারবিকিউর জন্য মুরগির খোঁজে ছুটল বাজারে। আর আমি বান্দা অলস, শুধু চেয়ে চেয়ে ওদের দৌড়ঝাঁপ দেখি। সন্ধ্যার পর ভরা জোছনায় মুরগি পোড়ানো শুরু হলো। হিম হিম বাতাসে তপ্ত আগুনে ঝলসানো মুরগির সঙ্গে ভরা পূর্ণিমার চাঁদটাকে মনে হতে লাগল সদ্য ভাজা নানরুটি!

ফোর্ডনগরের ধলেশ্বরী নদী।যেভাবে যাবেন
গুলিস্তান বা গাবতলী অথবা অন্য কোনো বাসস্ট্যান্ড থেকে আরিচা বা সাভারগামী বাসে যেতে হবে সাভার বাজার বাসস্ট্যান্ডে। সেখান থেকে রিকশা বা অটোতে নামাবাজার নদীর পাড়। ব্রিজের সামনে থেকে ভাড়ায় চালিত মোটরবাইক অথবা অটোতে রূপনগর, চৌঠাইল, খড়ারচর, কাংশাসহ বিভিন্ন গ্রামে ঘুরে আসতে পারবেন।

সড়কপথ ভালো। নিরাপত্তাও রয়েছে যথেষ্ট। চাইলে পরিবারের সব বয়সী সদস্যদের নিয়েও ঘুরে আসা যাবে। শিশুদের বিনোদনের জন্য এই এলাকায় আলাদিন ও বাবুল নামে দুটো পার্ক রয়েছে। ফোর্ড নগর ও নামাবাজার ব্রিজ আঞ্চলিক ভাষায় ফুটনগর নামেও পরিচিত।

খরচপাতি
সারা দিনের জন্য জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। তবে বিষয়টি নিজেদের পছন্দ ও আয়োজনের ওপর নির্ভর করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত