ফারিয়া রহমান খান
বর্ষাকালে রাস্তাঘাটে চলাফেরা করাটা এমনিতেই মুশকিলের। তার ওপর যদি বন্যা ও অতিবৃষ্টি হয়, তাহলে তো কথাই নেই। এই সময় ময়লা, কাদা ও নোংরা পানির ভেতর দিয়ে চলাফেরা করতে হয় বলে বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে পায়ের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতি এড়াতে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।
সঠিক জুতা ব্যবহার করুন
এই সময় রাস্তাঘাটে চলাফেরায় অবশ্যই নরম, আরামদায়ক এবং সহজেই শুকিয়ে যায় এমন জুতা ব্যবহার করুন। যেহেতু রাস্তাঘাট পিচ্ছিল থাকে, তাই অবশ্যই হিল জুতা বাদ দিয়ে ফ্ল্যাট জুতা পরুন। জুতার সঙ্গে মোজা পরলে তা যদি পানিতে ভিজে যায়, তবে দ্রুত পরিবর্তন করে নিতে ভুলবেন না। বাড়িতেও আরামদায়ক জুতা ব্যবহার করুন। ঘরে পরার জন্য ভালো মানের স্লিপার কিনুন।
পা শুকনা রাখুন
পা যতটা সম্ভব শুকনা রাখুন। বন্যা হলে বা বৃষ্টির পানিতে পা যদি দীর্ঘক্ষণ ভেজা থাকে, তাহলে ব্যাকটেরিয়া ও জীবাণুর আক্রমণে
পা ফুলে যেতে পারে এবং দুর্গন্ধ হতে পারে। যতবার পা ভিজবে, ততবার পানি থেকে ওঠার পর ভালোভাবে মুছে নিতে হবে।
পরিচ্ছন্নতা
নিয়মিত ভালোভাবে পা পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে ১৫ মিনিটের মতো পা ভিজিয়ে রাখুন। এরপর পায়ের ময়লা ও শুষ্ক চামড়া দূর করতে একটি ফুট স্ক্রাবার দিয়ে ঘষে পা ধুয়ে ফেলুন। শুকনা তোয়ালে দিয়ে মুছে ময়শ্চারাইজার ব্যবহার করুন।
পায়ের নখ ছোট রাখুন
এ সময় যেহেতু পায়ে কাদা লাগে, তাই নখ বড় থাকলে নখের ভেতর কাদা ও জীবাণু প্রবেশ করে। তাই অবশ্যই পায়ের নখ ছোট করে
কেটে রাখুন।
অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন
পায়ে কোনো ধরনের সংক্রমণ যেন না হয়, তাই বাইরে বের হওয়ার আগে পায়ে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন। এটি সব ধরনের সংক্রমণ থেকে পা রক্ষা করবে।
সূত্র: ফুট হেলথ ফ্যাক্ট
বর্ষাকালে রাস্তাঘাটে চলাফেরা করাটা এমনিতেই মুশকিলের। তার ওপর যদি বন্যা ও অতিবৃষ্টি হয়, তাহলে তো কথাই নেই। এই সময় ময়লা, কাদা ও নোংরা পানির ভেতর দিয়ে চলাফেরা করতে হয় বলে বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে পায়ের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতি এড়াতে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।
সঠিক জুতা ব্যবহার করুন
এই সময় রাস্তাঘাটে চলাফেরায় অবশ্যই নরম, আরামদায়ক এবং সহজেই শুকিয়ে যায় এমন জুতা ব্যবহার করুন। যেহেতু রাস্তাঘাট পিচ্ছিল থাকে, তাই অবশ্যই হিল জুতা বাদ দিয়ে ফ্ল্যাট জুতা পরুন। জুতার সঙ্গে মোজা পরলে তা যদি পানিতে ভিজে যায়, তবে দ্রুত পরিবর্তন করে নিতে ভুলবেন না। বাড়িতেও আরামদায়ক জুতা ব্যবহার করুন। ঘরে পরার জন্য ভালো মানের স্লিপার কিনুন।
পা শুকনা রাখুন
পা যতটা সম্ভব শুকনা রাখুন। বন্যা হলে বা বৃষ্টির পানিতে পা যদি দীর্ঘক্ষণ ভেজা থাকে, তাহলে ব্যাকটেরিয়া ও জীবাণুর আক্রমণে
পা ফুলে যেতে পারে এবং দুর্গন্ধ হতে পারে। যতবার পা ভিজবে, ততবার পানি থেকে ওঠার পর ভালোভাবে মুছে নিতে হবে।
পরিচ্ছন্নতা
নিয়মিত ভালোভাবে পা পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে ১৫ মিনিটের মতো পা ভিজিয়ে রাখুন। এরপর পায়ের ময়লা ও শুষ্ক চামড়া দূর করতে একটি ফুট স্ক্রাবার দিয়ে ঘষে পা ধুয়ে ফেলুন। শুকনা তোয়ালে দিয়ে মুছে ময়শ্চারাইজার ব্যবহার করুন।
পায়ের নখ ছোট রাখুন
এ সময় যেহেতু পায়ে কাদা লাগে, তাই নখ বড় থাকলে নখের ভেতর কাদা ও জীবাণু প্রবেশ করে। তাই অবশ্যই পায়ের নখ ছোট করে
কেটে রাখুন।
অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন
পায়ে কোনো ধরনের সংক্রমণ যেন না হয়, তাই বাইরে বের হওয়ার আগে পায়ে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন। এটি সব ধরনের সংক্রমণ থেকে পা রক্ষা করবে।
সূত্র: ফুট হেলথ ফ্যাক্ট
এ বছরের কার্যকর ও জনপ্রিয় পাঁচটি ফ্লাইট বুকিং সাইট সম্পর্কে জেনে নিন। প্রায় ১৫টি ওয়েবসাইট বিশ্লেষণ করে মূলত সাশ্রয়ী টিকিট পাওয়া, বুকিং সুবিধা, ভাড়ার পূর্বাভাস, ফিল্টার অপশন এবং গ্রাহক সুরক্ষা নীতির ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
৭ ঘণ্টা আগেনির্জীব, রুক্ষ ও প্রাণহীন চুল সতেজ আর প্রাণোচ্ছল করতে অনেকে বেশ পয়সা খরচ করেন। পারলারে যান। তবে ঘরে বসেও চুলের সঠিক যত্ন নেওয়া যায়। পাওয়া যায় ঝলমলে ও সুন্দর চুল। চুল সুন্দর করে তুলতে ভালো কাজ করে টক দই। এতে থাকা বিভিন্ন উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখে।
১০ ঘণ্টা আগেকিছূ মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছে এমন কিছু প্রতিষ্ঠান, যারা আক্ষরিক অর্থেই বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে এখন বিশ্বমঞ্চ দখল করে নিয়েছে। তেমনি দুটি প্রতিষ্ঠান আলডি ও স্যামসাং।
১১ ঘণ্টা আগেপদ্মফুলের ফেসপ্যাক ব্যবহার করে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া যায়। পদ্মের পাপড়ি বাটা ও কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এ ছাড়া ত্বকের ব্রণ সারাতে পদ্মফুলের জুড়ি নেই।
২০ ঘণ্টা আগে