রিক্তা রিচি, ঢাকা
ভালো বন্ধু জীবনে খুব প্রয়োজন। একজন ভালো বন্ধু তোমাকে অনেক সাহায্য করবে। ভালোবাসবে। বন্ধুরা পাশে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। তাই বন্ধুত্বের বিকল্প নেই। বন্ধুত্বের বন্ধন নিয়ে লেখা অনেক গল্পের বইয়ের মধ্যে একটি বইয়ের নাম ‘পাতার নৌকা’। তুমি হয়তো ভাবতে পারো, পাতার আবার নৌকা হয় নাকি! এটা দেখতে কেমন? জানো তো, গল্পে সবই সম্ভব। আর এ-ও নিশ্চয় শুনেছ, পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী। পিঁপড়ার দল খুব ধীরে কাজ করে ঠিকই, কিন্তু অনবরত করতে থাকে। একসময় তারা সফল হয়। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে তারা পাহাড়ের চূড়ায়ও পৌঁছাতে পারে।
গল্পটি পিঁপড়া, মৌমাছি, প্রজাপতিদের নিয়ে। পিঁপড়ার মেয়ে কাটুম একদিন তার মাকে বলল, অন্য এক দেশে বেড়াতে যাবে। মা সন্দিহান হয়ে যায়।
কাটুমকে বলে, নদী পেরিয়ে কেমন করে যাবে। নদীতে যে কাটুম ডুবে যাবে। কিন্তু নাছোড়বান্দা কাটুম নদী পেরিয়ে দূর দেশে যেতে চায়। কাটুম একটা বুদ্ধি বের করে। সে তার মাকে বলে, ‘আমরা পাতার নৌকায় করে যাব।’
কাটুমের এই ইচ্ছে পূরণ করতে ব্যাকুল হয়ে ওঠে গাছ। সে পাতা দিল। আর সেই পাতা দিয়ে মা পিঁপড়া পাতার নৌকা বানাল। কাটুম অন্য দেশে যাবে বলে তার সফরসঙ্গী হওয়ার ইচ্ছে প্রকাশ করে ঘাসফড়িং, মৌমাছি ও প্রজাপতি। কাটুমও তাদের নিতে রাজি হয়ে গেল।
মা পিঁপড়া ও কাটুম পাতার নৌকার মাঝখানে বসল। অন্য দেশে যাওয়ার আনন্দে কাটুম তো খুশিতে গদগদ। নৌকার দাঁড় ধরল ঘাসফড়িং ও পাল তুলল প্রজাপতি।
আর মৌমাছি বইঠা চালানোর দায়িত্ব নিল। সবাই মিলে আনন্দ করতে করতে অন্য এক দেশে বেড়াতে গেল।
বইয়ের নাম: পাতার নৌকা
লেখক: দীপু মাহমুদ
প্রকাশনী: পঙ্খীরাজ
মূল্য: ৬০ টাকা
ভালো বন্ধু জীবনে খুব প্রয়োজন। একজন ভালো বন্ধু তোমাকে অনেক সাহায্য করবে। ভালোবাসবে। বন্ধুরা পাশে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। তাই বন্ধুত্বের বিকল্প নেই। বন্ধুত্বের বন্ধন নিয়ে লেখা অনেক গল্পের বইয়ের মধ্যে একটি বইয়ের নাম ‘পাতার নৌকা’। তুমি হয়তো ভাবতে পারো, পাতার আবার নৌকা হয় নাকি! এটা দেখতে কেমন? জানো তো, গল্পে সবই সম্ভব। আর এ-ও নিশ্চয় শুনেছ, পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী। পিঁপড়ার দল খুব ধীরে কাজ করে ঠিকই, কিন্তু অনবরত করতে থাকে। একসময় তারা সফল হয়। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে তারা পাহাড়ের চূড়ায়ও পৌঁছাতে পারে।
গল্পটি পিঁপড়া, মৌমাছি, প্রজাপতিদের নিয়ে। পিঁপড়ার মেয়ে কাটুম একদিন তার মাকে বলল, অন্য এক দেশে বেড়াতে যাবে। মা সন্দিহান হয়ে যায়।
কাটুমকে বলে, নদী পেরিয়ে কেমন করে যাবে। নদীতে যে কাটুম ডুবে যাবে। কিন্তু নাছোড়বান্দা কাটুম নদী পেরিয়ে দূর দেশে যেতে চায়। কাটুম একটা বুদ্ধি বের করে। সে তার মাকে বলে, ‘আমরা পাতার নৌকায় করে যাব।’
কাটুমের এই ইচ্ছে পূরণ করতে ব্যাকুল হয়ে ওঠে গাছ। সে পাতা দিল। আর সেই পাতা দিয়ে মা পিঁপড়া পাতার নৌকা বানাল। কাটুম অন্য দেশে যাবে বলে তার সফরসঙ্গী হওয়ার ইচ্ছে প্রকাশ করে ঘাসফড়িং, মৌমাছি ও প্রজাপতি। কাটুমও তাদের নিতে রাজি হয়ে গেল।
মা পিঁপড়া ও কাটুম পাতার নৌকার মাঝখানে বসল। অন্য দেশে যাওয়ার আনন্দে কাটুম তো খুশিতে গদগদ। নৌকার দাঁড় ধরল ঘাসফড়িং ও পাল তুলল প্রজাপতি।
আর মৌমাছি বইঠা চালানোর দায়িত্ব নিল। সবাই মিলে আনন্দ করতে করতে অন্য এক দেশে বেড়াতে গেল।
বইয়ের নাম: পাতার নৌকা
লেখক: দীপু মাহমুদ
প্রকাশনী: পঙ্খীরাজ
মূল্য: ৬০ টাকা
যাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
২২ মিনিট আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
১ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
১ দিন আগেবাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই স্বাস্থ্যকর হালকা নাশতা তৈরি করে নিন। আপনাদের জন্য রঙিন ফ্রুট চাট ও মসলাদার কাবলি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (কুকিং) ও সেরা রাঁধুনির ১৪২৯ এর ৫ম স্থান জয়ী আলভী রহমান শোভন।
১ দিন আগে