অনলাইন ডেস্ক
দিন হোক বা রাত, রোদ কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতে হয় ট্রাফিক পুলিশকে। তাঁদের দায়িত্বপালনের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত। সম্প্রতি দেশটির আহমেদাবাদ শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘এসি হেলমেট’র ব্যবহার। এরই মধ্যে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। এটি যেমন তাদের মাথা ঠান্ডা রাখছে, তেমনি ধুলাবালি থেকেও রক্ষা করছে।
ভারতের ডেক্কান হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে প্রায় ৫০০ গ্রাম বেশি। চলে ব্যাটারিতে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে।
নয়ডাভিত্তিক সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই এসি হেলমেট। তাদের দাবি, ওজন তুলনামূলক বেশি হলেও এসি হেলমেট অনেক বেশি টেকসই।
নির্মাতারা জানিয়েছে, বাইরের বাতাস টেনে পরিশুদ্ধ করে হেলমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্য কাজ করে একটি মোটর। ট্রাফিক পুলিশ সদস্যদের কোমরের কাছাকাছি লাগানো থাকে এর ব্যাটারি। প্লাস্টিকের তৈরি এই হেলমেট মাথা ঠান্ডা রাখার পাশাপাশি রোদ-বৃষ্টি থেকেও বাঁচাবে।
আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। পরীক্ষামূলকভাবে আপাতত ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।
দিব্যরাজ সিং রানা নামে এক ট্রাফিক কনস্টেবল বলেছেন, এসি হেলমেট দারুণ। এটি পরে দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।
দিন হোক বা রাত, রোদ কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতে হয় ট্রাফিক পুলিশকে। তাঁদের দায়িত্বপালনের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত। সম্প্রতি দেশটির আহমেদাবাদ শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘এসি হেলমেট’র ব্যবহার। এরই মধ্যে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। এটি যেমন তাদের মাথা ঠান্ডা রাখছে, তেমনি ধুলাবালি থেকেও রক্ষা করছে।
ভারতের ডেক্কান হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে প্রায় ৫০০ গ্রাম বেশি। চলে ব্যাটারিতে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে।
নয়ডাভিত্তিক সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই এসি হেলমেট। তাদের দাবি, ওজন তুলনামূলক বেশি হলেও এসি হেলমেট অনেক বেশি টেকসই।
নির্মাতারা জানিয়েছে, বাইরের বাতাস টেনে পরিশুদ্ধ করে হেলমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্য কাজ করে একটি মোটর। ট্রাফিক পুলিশ সদস্যদের কোমরের কাছাকাছি লাগানো থাকে এর ব্যাটারি। প্লাস্টিকের তৈরি এই হেলমেট মাথা ঠান্ডা রাখার পাশাপাশি রোদ-বৃষ্টি থেকেও বাঁচাবে।
আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। পরীক্ষামূলকভাবে আপাতত ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।
দিব্যরাজ সিং রানা নামে এক ট্রাফিক কনস্টেবল বলেছেন, এসি হেলমেট দারুণ। এটি পরে দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে