বেলায়েত হুসাইন
ইসলাম শান্তি, নিরাপত্তা ও সহনশীলতার ধর্ম। মুসলিমপ্রধান দেশে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে রাষ্ট্রীয় সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবে। নাগরিকদের জান-মাল, সম্পদ-সম্ভ্রম রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। পৃথিবীতে বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষ বসবাস করবে—এটাই আল্লাহর অমোঘ বিধান। এদিকে ইঙ্গিত করেই পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। আর আমি বিভিন্ন গোষ্ঠী ও গোত্রে তোমাদের বিভক্ত করেছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো।’ (সুরা হুজরাত, আয়াত ১৩)
বিশ্বাসের ক্ষেত্রে ইসলাম নাগরিককে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং কার্যত ও আইনগতভাবে তা রক্ষা করার কথাও বলেছে। এর ভিত্তিতে কারও বিশ্বাসের ওপর জোরজবরদস্তি ইসলাম সমর্থন করে না। হিজরতের পর মদিনায় মুসলমানেরা যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করল, তখন তারা যেন ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে কারও ওপর চাপ প্রয়োগ না করে, এদিকটায় লক্ষ রেখে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘ধর্মে জোরজবরদস্তি নেই; সত্য পথভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেছে…।’ (সুরা বাকারা, আয়াত ২৫৬)। বরং দ্বীনের প্রতি কীভাবে মানুষকে আহ্বান করতে হবে, কোরআন স্পষ্টভাবে সে নির্দেশনাও দিয়েছে। মহান আল্লাহ তাঁর রাসুল (সা.)-কে সম্বোধন করে বলেন, ‘তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে ডাকো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা নাহল, আয়াত ১২৫)
মুসলমান সমাজে অমুসলিম থাকবে না—ইসলাম এমনটি কামনা করে না। অভিন্ন সমাজে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে পারবে; ইসলাম এ ক্ষেত্রে বাধা প্রদান করে না। বরং ইহুদি-খ্রিষ্টানদের সঙ্গে মুসলমানদের যথাসম্ভব মিলেমিশে বসবাসের তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাঁর রাসুল (সা.)-কে উদ্দেশ করে বলেন, ‘আপনি বলুন, “হে আহলে-কিতাবগণ, এমন কথার দিকে আসো, যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান। আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সঙ্গে কোনো শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না…। ”’ (সুরা আলে ইমরান, আয়াত ৬৪)
নাজরানের অধিবাসীদের অনুরোধে রাসুল (সা.) তাদের জন্য একটি শান্তি চুক্তিপত্র লিখেছিলেন। পত্রটির ভাষা অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাতে লেখা হয়, ‘নাজরানের খ্রিষ্টান এবং তাদের প্রতিবেশীদের নিরাপত্তা আল্লাহ এবং তাঁর রাসুলের প্রতিশ্রুতি। তাদের জান-মাল, জমিন, সম্পদ, উপস্থিত-অনুপস্থিত ব্যক্তি, ধর্মপ্রচারক, ধর্মীয় স্থাপনা—সবকিছু যা আছে তেমনই থাকবে। তাদের কোনো অধিকার এবং কোনো নিদর্শন বদল করা যাবে না।’ (ফুতুহুল বুলদান, পৃষ্ঠা ৭৩) দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) বায়তুল মোকাদ্দাসের অধিবাসীদের জন্য যে চুক্তিপত্র লিখেছিলেন, তাতেও প্রায় এ রকম কাছাকাছি বক্তব্য লেখা হয়েছিল। (তারিখে তাবারি: ৩/১৫৯)
বাস্তবতা হলো, ইসলাম অমুসলিমদের সঙ্গে সদাচারের যে শিক্ষা দেয়, তা বিরল। সমাজে সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের উন্নয়নে বিরাট উদাহরণ এটি। অমুসলিমদের প্রতি মুসলমানদের আচরণ কেমন হবে—এ ক্ষেত্রে ইসলাম যে শিক্ষা দিল, তা তার প্রশস্ত দৃষ্টিভঙ্গি ও উদারতার প্রমাণ। এটি অনেক অমুসলিমও কৃতজ্ঞচিত্তে স্বীকার করে নিয়েছেন।
সুতরাং আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা মেনে চলি, তাহলে সমাজে এক অনন্য সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি হবে এবং আমাদের দেশ-মাতৃকা বাস্তবেই একটি সোনার দেশে পরিণত হবে।
লেখক: প্রাবন্ধিক, শিক্ষক
এই সম্পর্কিত আরও পড়ুন:
ইসলাম শান্তি, নিরাপত্তা ও সহনশীলতার ধর্ম। মুসলিমপ্রধান দেশে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে রাষ্ট্রীয় সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবে। নাগরিকদের জান-মাল, সম্পদ-সম্ভ্রম রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। পৃথিবীতে বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষ বসবাস করবে—এটাই আল্লাহর অমোঘ বিধান। এদিকে ইঙ্গিত করেই পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। আর আমি বিভিন্ন গোষ্ঠী ও গোত্রে তোমাদের বিভক্ত করেছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো।’ (সুরা হুজরাত, আয়াত ১৩)
বিশ্বাসের ক্ষেত্রে ইসলাম নাগরিককে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং কার্যত ও আইনগতভাবে তা রক্ষা করার কথাও বলেছে। এর ভিত্তিতে কারও বিশ্বাসের ওপর জোরজবরদস্তি ইসলাম সমর্থন করে না। হিজরতের পর মদিনায় মুসলমানেরা যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করল, তখন তারা যেন ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে কারও ওপর চাপ প্রয়োগ না করে, এদিকটায় লক্ষ রেখে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘ধর্মে জোরজবরদস্তি নেই; সত্য পথভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেছে…।’ (সুরা বাকারা, আয়াত ২৫৬)। বরং দ্বীনের প্রতি কীভাবে মানুষকে আহ্বান করতে হবে, কোরআন স্পষ্টভাবে সে নির্দেশনাও দিয়েছে। মহান আল্লাহ তাঁর রাসুল (সা.)-কে সম্বোধন করে বলেন, ‘তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে ডাকো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা নাহল, আয়াত ১২৫)
মুসলমান সমাজে অমুসলিম থাকবে না—ইসলাম এমনটি কামনা করে না। অভিন্ন সমাজে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে পারবে; ইসলাম এ ক্ষেত্রে বাধা প্রদান করে না। বরং ইহুদি-খ্রিষ্টানদের সঙ্গে মুসলমানদের যথাসম্ভব মিলেমিশে বসবাসের তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাঁর রাসুল (সা.)-কে উদ্দেশ করে বলেন, ‘আপনি বলুন, “হে আহলে-কিতাবগণ, এমন কথার দিকে আসো, যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান। আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সঙ্গে কোনো শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না…। ”’ (সুরা আলে ইমরান, আয়াত ৬৪)
নাজরানের অধিবাসীদের অনুরোধে রাসুল (সা.) তাদের জন্য একটি শান্তি চুক্তিপত্র লিখেছিলেন। পত্রটির ভাষা অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাতে লেখা হয়, ‘নাজরানের খ্রিষ্টান এবং তাদের প্রতিবেশীদের নিরাপত্তা আল্লাহ এবং তাঁর রাসুলের প্রতিশ্রুতি। তাদের জান-মাল, জমিন, সম্পদ, উপস্থিত-অনুপস্থিত ব্যক্তি, ধর্মপ্রচারক, ধর্মীয় স্থাপনা—সবকিছু যা আছে তেমনই থাকবে। তাদের কোনো অধিকার এবং কোনো নিদর্শন বদল করা যাবে না।’ (ফুতুহুল বুলদান, পৃষ্ঠা ৭৩) দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) বায়তুল মোকাদ্দাসের অধিবাসীদের জন্য যে চুক্তিপত্র লিখেছিলেন, তাতেও প্রায় এ রকম কাছাকাছি বক্তব্য লেখা হয়েছিল। (তারিখে তাবারি: ৩/১৫৯)
বাস্তবতা হলো, ইসলাম অমুসলিমদের সঙ্গে সদাচারের যে শিক্ষা দেয়, তা বিরল। সমাজে সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের উন্নয়নে বিরাট উদাহরণ এটি। অমুসলিমদের প্রতি মুসলমানদের আচরণ কেমন হবে—এ ক্ষেত্রে ইসলাম যে শিক্ষা দিল, তা তার প্রশস্ত দৃষ্টিভঙ্গি ও উদারতার প্রমাণ। এটি অনেক অমুসলিমও কৃতজ্ঞচিত্তে স্বীকার করে নিয়েছেন।
সুতরাং আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা মেনে চলি, তাহলে সমাজে এক অনন্য সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি হবে এবং আমাদের দেশ-মাতৃকা বাস্তবেই একটি সোনার দেশে পরিণত হবে।
লেখক: প্রাবন্ধিক, শিক্ষক
এই সম্পর্কিত আরও পড়ুন:
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১৮ মিনিট আগেরাসুলুল্লাহ (সা.) নবুওয়াতের আগে থেকেই সততার অনন্য উদাহরণ স্থাপন করেন। ব্যবসা ও লেনদেনে তিনি কখনো প্রতারণা করেননি। তাঁর কাছে যত সম্পদ ও আমানত রাখা হতো, তিনি সব নিখুঁতভাবে ফিরিয়ে দিতেন। এমনকি মক্কার মানুষ তাঁর বিরোধী হলেও আমানত রাখার জন্য প্রথমে তাঁর কাছেই ছুটে যেতেন। কারণ, তাঁকে ছাড়া যে আর কাউকে...
৯ ঘণ্টা আগেগিবত বা পরনিন্দা ইসলামে অত্যন্ত গুরুতর ও ভয়াবহ কবিরা গুনাহ। এর আভিধানিক অর্থ হলো কারও অনুপস্থিতিতে তার দোষ বা অপছন্দের বিষয় অন্যের সামনে বলা। কোরআনে গিবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, যা চরম ঘৃণিত কাজ।
৯ ঘণ্টা আগেসর্বশেষ নাজিল হওয়া আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। বিশ্বমানবের হেদায়াতের জন্য পৃথিবীতে এর আগমন। ইসলামের অনুপম নিদর্শন এবং চিরসত্যের ঐশী বাণী। যার তিলাওয়াত মনে প্রশান্তি আনে। অন্তরে রবের প্রকৃত ভালোবাসা এবং অফুরান তৃপ্তির অনুভূতি জাগায়। ইমান সতেজ ও সবল করে।
১৮ ঘণ্টা আগে