Ajker Patrika

ঈদের নামাজ যেভাবে আদায় করবেন

কাউসার লাবীব
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুশির বার্তা নিয়ে হাজির হয় ঈদ। ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে। তবে বছরে মাত্র দুইবার এই নামাজ পড়ার ফলে অনেকেরই এর নিয়মকানুন মনে থাকে না। ঈদের নামাজ সংক্রান্ত যেসব বিষয় মনে রাখতে হবে, তা হলো—

ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। আজান-একামত ছাড়া এই নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজ দুই রাকাত।

ঈদের নামাজ মাঠে-ময়দানে আদায় করা উত্তম। তবে মক্কাবাসীদের জন্য মসজিদে হারামে আদায় করা উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় করা জায়েজ আছে। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজও তাদের ওপর ওয়াজিব।

ঈদের নামাজ আদায় করতে হবে খুশুখুজুর সঙ্গে। নামাজের নিয়ত মনে মনে করলেই যথেষ্ট, মুখে উচ্চারণ করার আবশ্যকতা নেই। মনে মনে থাকতে হবে—আমি দুই রাকাত ঈদের নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে আদায় করছি।

ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়া ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও ছানা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। তৃতীয় তাকবির ছাড়া প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে।

দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে। এরপর রুকুতে যাওয়ার তাকবির আলাদা দিতে হবে।

এই তাকবিরগুলো বলার সময় ইমাম-মুকতাদি সবাই হাত ওঠাতে হবে।

ঈদের নামাজ আদায় শেষে চুপচাপ মনোযোগ দিয়ে ঈদের খুতবা শুনতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, চার সময় চুপ থাকা ওয়াজিব। জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ইসতিসকার খুতবার সময়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৫৬৪২)

ঈদের নামাজে খুতবা দেওয়া সুন্নত। তবে খুতবা শুরু হয়ে গেলে উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। ইচ্ছাকৃত খুতবা ছেড়ে দেওয়া গুনাহ। তবে এর কারণে ঈদের নামাজে কোনো কমতি হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণও করা যাবে না

এলাকার খবর
Loading...