কাউসার লাবীব
খুশির বার্তা নিয়ে হাজির হয় ঈদ। ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে। তবে বছরে মাত্র দুইবার এই নামাজ পড়ার ফলে অনেকেরই এর নিয়মকানুন মনে থাকে না। ঈদের নামাজ সংক্রান্ত যেসব বিষয় মনে রাখতে হবে, তা হলো—
ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। আজান-একামত ছাড়া এই নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজ দুই রাকাত।
ঈদের নামাজ মাঠে-ময়দানে আদায় করা উত্তম। তবে মক্কাবাসীদের জন্য মসজিদে হারামে আদায় করা উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় করা জায়েজ আছে। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজও তাদের ওপর ওয়াজিব।
ঈদের নামাজ আদায় করতে হবে খুশুখুজুর সঙ্গে। নামাজের নিয়ত মনে মনে করলেই যথেষ্ট, মুখে উচ্চারণ করার আবশ্যকতা নেই। মনে মনে থাকতে হবে—আমি দুই রাকাত ঈদের নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে আদায় করছি।
ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়া ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও ছানা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। তৃতীয় তাকবির ছাড়া প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে।
দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে। এরপর রুকুতে যাওয়ার তাকবির আলাদা দিতে হবে।
এই তাকবিরগুলো বলার সময় ইমাম-মুকতাদি সবাই হাত ওঠাতে হবে।
ঈদের নামাজ আদায় শেষে চুপচাপ মনোযোগ দিয়ে ঈদের খুতবা শুনতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, চার সময় চুপ থাকা ওয়াজিব। জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ইসতিসকার খুতবার সময়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৫৬৪২)
ঈদের নামাজে খুতবা দেওয়া সুন্নত। তবে খুতবা শুরু হয়ে গেলে উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। ইচ্ছাকৃত খুতবা ছেড়ে দেওয়া গুনাহ। তবে এর কারণে ঈদের নামাজে কোনো কমতি হবে না।
খুশির বার্তা নিয়ে হাজির হয় ঈদ। ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে। তবে বছরে মাত্র দুইবার এই নামাজ পড়ার ফলে অনেকেরই এর নিয়মকানুন মনে থাকে না। ঈদের নামাজ সংক্রান্ত যেসব বিষয় মনে রাখতে হবে, তা হলো—
ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। আজান-একামত ছাড়া এই নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজ দুই রাকাত।
ঈদের নামাজ মাঠে-ময়দানে আদায় করা উত্তম। তবে মক্কাবাসীদের জন্য মসজিদে হারামে আদায় করা উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় করা জায়েজ আছে। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজও তাদের ওপর ওয়াজিব।
ঈদের নামাজ আদায় করতে হবে খুশুখুজুর সঙ্গে। নামাজের নিয়ত মনে মনে করলেই যথেষ্ট, মুখে উচ্চারণ করার আবশ্যকতা নেই। মনে মনে থাকতে হবে—আমি দুই রাকাত ঈদের নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে আদায় করছি।
ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়া ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও ছানা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। তৃতীয় তাকবির ছাড়া প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে।
দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে। এরপর রুকুতে যাওয়ার তাকবির আলাদা দিতে হবে।
এই তাকবিরগুলো বলার সময় ইমাম-মুকতাদি সবাই হাত ওঠাতে হবে।
ঈদের নামাজ আদায় শেষে চুপচাপ মনোযোগ দিয়ে ঈদের খুতবা শুনতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, চার সময় চুপ থাকা ওয়াজিব। জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ইসতিসকার খুতবার সময়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৫৬৪২)
ঈদের নামাজে খুতবা দেওয়া সুন্নত। তবে খুতবা শুরু হয়ে গেলে উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। ইচ্ছাকৃত খুতবা ছেড়ে দেওয়া গুনাহ। তবে এর কারণে ঈদের নামাজে কোনো কমতি হবে না।
নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং মুসলমানদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং মুমিনের আত্মিক প্রশান্তি, চারিত্রিক পরিশুদ্ধি ও জীবনের ভারসাম্য রক্ষার একটি মহান উপায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
৪ ঘণ্টা আগেআমাদের দৈনন্দিন জীবনে নতুন কাপড় কেনা ও তা পরিধান করা একটি সাধারণ ঘটনা। কেউ ঈদের জন্য কেনে, কেউ বিয়ে-সাদির জন্য, কেউ বা নিজের প্রয়োজনে। নতুন কাপড় কিনে পরিধান করার সময় দোয়া পড়লে আল্লাহর বিশেষ রহমত পাওয়া যায়।
১ দিন আগেসপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
২ দিন আগেমানুষের জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হলো আপনজন হারানোর বেদনা। এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত, দুর্বল ও অনেকটা একা। ঠিক তখনই সে আশায় থাকে কারও সহানুভূতির, সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির। এই বিপদ ও কষ্টের সময়টিতে...
২ দিন আগে