Ajker Patrika

সিন্ডিকেট করে দাম বাড়ানো বড় গুনাহ

মাওলানা ইসমাইল নাজিম
সিন্ডিকেট করে দাম বাড়ানো বড় গুনাহ

পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো বাজারে কৃত্রিম সংকট তৈরি তথা সিন্ডিকেট। বেশি লাভের আশায় পণ্য মজুত করে রাখা, বড় ব্যবসায়ীদের একজোট হয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা, দাম বাড়াতে দালালি ও কালোবাজারি করা ইত্যাদি ইসলামের দৃষ্টিতে বড় গুনাহের কাজ। কারণ এসব কাজ মানুষকে ন্যায্যমূল্যে পণ্য কেনা থেকে বঞ্চিত করে, যা স্পষ্ট জুলুম ও সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলেছেন, ‘যে ব্যক্তি সীমালঙ্ঘন এবং জুলুম করে, আমি তাকে বেদনাদায়ক শাস্তি দেব।’ (সুরা হজ: ২৫)

পণ্য মজুত করে রাখতে হাদিসে নিষেধ এসেছে। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিনের খাদ্যপণ্য মজুত রাখে, সে আল্লাহর দেওয়া নিরাপত্তা থেকে বেরিয়ে যায়।’ (ইবনে আবি শায়বা: ২০৩৯৬) অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি (সংকট তৈরি করতে) খাদ্যশস্য গুদামজাত করে, সে গুনাহগার।’ (মুসলিম: ১৬০৫)

কৃত্রিম সংকট তৈরিকারীদের পরকালে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। দুনিয়াতেও এমন ব্যক্তি আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘কেউ যদি খাদ্যগুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি ও দারিদ্র্য দিয়ে শাস্তি দেন।’ (ইবনে মাজাহ: ২২৩৮) 

তবে সামগ্রিকভাবে পণ্য মজুত করা ইসলামে নিষিদ্ধ নয়। তা যদি মানুষের নিত্যপ্রয়োজনীয় বস্তু না হয় কিংবা এসব পণ্য চাহিদার অতিরিক্ত হয় বা মজুতদার বেশি লাভের আশা না করে এবং কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা নেই, তাহলে পণ্য মজুত রাখা তার জন্য অবৈধ হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত