Ajker Patrika

আত্মীয়তা রক্ষার বিষয়ে যা বলেছেন নবীজি

আবরার নাঈম 
আত্মীয়তা রক্ষার বিষয়ে যা বলেছেন নবীজি

জীবিকার তাগিদে মানুষ নিজ বাসস্থান থেকে দূরে থাকে। যে যেখানেই থাকুক নিজের আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা, আত্মীয়তার বন্ধন অটুট রাখার বিষয়ে ইসলাম দিয়েছে জোর নির্দেশ।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘...আর আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ন রাখে..., তাদের জন্যই রয়েছে আখেরাতের শুভ পরিণাম।’ (সুরা রাদ)

অনেক সময় পারিবারিক কোন্দলে আত্মীয়স্বজনের মাঝে সম্পর্ক ছিন্ন হয়। কেউ সমঝোতা করতে চাইলে অন্যজন এড়িয়ে চলে। এ সময় আত্মীয়তার বন্ধন অটুট রাখাই হলো মূল। দুপক্ষের মধ্যে সুসম্পর্ক থাকা আত্মীয়তার বন্ধন নয়। কেউ সম্পর্ক ছিন্ন করলে তা পুনঃস্থাপন করাই হচ্ছে মূল উদ্দেশ্য।

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সম্পর্ক বজায় রাখা বলতে কেবল পারস্পরিক প্রতিদান দেওয়া বোঝানো হয় না। বরং প্রকৃত সম্পর্ক বজায় রাখে সে ব্যক্তি, যার সঙ্গে আত্মীয়তা ছিন্ন করা হলে সে তবুও তা পুনঃস্থাপন করে। (সুনানে আবু দাউদ: ১৬৯৭)

‎‎আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অনেক ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা.)-এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমার ঘনিষ্ঠ আত্মীয় আছে। আমি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখি, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের উপকার করি, কিন্তু তারা আমার ক্ষতি করে। তারা আমার সঙ্গে মূর্খের আচরণ করে, কিন্তু আমি তা সহ্য করি।’

তিনি বলেন, যদি তোমার বক্তব্য সঠিক হয়, তবে তুমি যেন তাদের মুখে উত্তপ্ত ছাই পুরে দিচ্ছো। তোমার কারণে তাদের দুর্ভোগ আছে। যতক্ষণ পর্যন্ত তুমি এমন করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের মোকাবিলায় তোমার সঙ্গে থাকবেন।’ (আদাবুল মুফরাদ: ৫২)

‎‎আয়ু বৃদ্ধি ও জীবিকার প্রশস্ততার অন্যতম মাধ্যম আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি চায় যে, তার জীবিকা প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে। (আদাবুল মুফরাদ: ৫৬)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত