Ajker Patrika

পানি পানের ইসলামি শিষ্টাচার

হুসাইন আহমদ
পানি পানের ইসলামি শিষ্টাচার

আল্লাহ তাআলা কতশত নিয়ামত ও রহমত দিয়ে আমাদের জীবনধারণকে সহজ করেছেন, তার অন্ত নেই। আমাদের জীবনের পুরোটা দিয়েও যদি তাঁর শুকরিয়া আদায় করি, তবু কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। পানি আল্লাহর অন্যতম বড় নিয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যে পানি পান করো, সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ? তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? আমি ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?’ (সুরা ওয়াকিয়া: ৬৮-৭০) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবু কি তারা ইমান আনবে না?’ (সুরা আম্বিয়া: ৩০)

তাই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং তা পান করার সময় রাসুলের সুন্নতগুলো মেনে চলা মুমিনের কর্তব্য। এখানে পানি পানের সুন্নতগুলো তুলে ধরা হলো—১. ডান হাতে পান করা। কেননা শয়তান বাঁ হাত দিয়ে পান করে। ২. পানি পানের শুরুতে (বিসমিল্লাহ) পড়া এবং শেষে (আলহামদুলিল্লাহ) পড়া।

৩. পানি বসে পান করা। দাঁড়িয়ে পান করা অনুচিত। ৪. পানি তিন শ্বাসে পান করা। নিশ্বাস ফেলার সময় গ্লাস থেকে মুখ আলাদা করা। ৫. পানি গ্লাসের ভাঙা অংশের দিক দিয়ে পান না করা। ৬. পানি জগ বা এমন বড় পাত্রে মুখ লাগিয়ে পান না করা।

লেখক:— শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত