Ajker Patrika

সন্তান হারিয়ে অশ্রুসিক্ত নয়নে যা বলেছিলেন নবীজি

তাসনিফ আবীদ
মসজিদে নববী। ছবি: সংগৃহীত
মসজিদে নববী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে প্রিয়জনের মৃত্যু এক গভীর শোক ও বেদনার সময়। এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কী হবে—ইসলাম সেই পথ নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছে। ইসলাম স্বাভাবিক আবেগকে দমন করতে বলেনি, বরং ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছে। প্রিয়জন হারিয়ে চোখের পানি ঝরানো নিষিদ্ধ নয়, কিন্তু শোক প্রকাশের কিছু সীমা-পরিসীমা ইসলামে নির্ধারিত রয়েছে।

প্রিয়জনের মৃত্যু মানুষের জীবনে বড় বিপদ ও পরীক্ষা। এমন মুহূর্তে আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছে ইসলাম। তবে অনেক সময় শোক এতই গভীর হয় যে কান্না নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের আবেগপ্রবণ কান্নার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা নেই।

প্রিয় পুত্র ইবরাহিম (রা.)-এর মৃত্যুতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কেও অশ্রুপাত করতে দেখা যায়। তখন সাহাবি আবদুর রহমান ইবনে আউফ (রা.) বিস্মিত হয়ে বলেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনিও কাঁদছেন?’ জবাবে রাসুল (সা.) বলেন, ‘এ কান্না হচ্ছে স্নেহ ও ভালোবাসার প্রকাশ।’

এরপর তিনি বলেন, ‘আমার হৃদয় বেদনাহত, চোখ দুটো অশ্রুসিক্ত। তবে আমি শুধু সে কথাগুলোই বলছি, যা আমার রবকে সন্তুষ্ট করে। ইবরাহিম, তোমার বিচ্ছেদে আমরা গভীরভাবে শোকাহত।’ (সহিহ্ বুখারি)

তবে কান্না যদি সীমালঙ্ঘন করে উচ্চ আওয়াজ, বিলাপ বা চিৎকারের রূপ নেয়, তাহলে তা ইসলামে নিরুৎসাহিত।

রাসুল (সা.) বলেন, ‘মৃত ব্যক্তির জন্য বিলাপ করা জাহেলি যুগের প্রথা। যে ব্যক্তি মৃত্যুর আগে এসব কাজ থেকে তওবা না করে, কিয়ামতের দিন তাকে আগুনের পোশাক পরানো হবে।’ (সুনানে ইবনে মাজাহ)

উল্লিখিত হাদিস থেকে বোঝা যায়, ইসলামে চোখের পানি ঝরানো নিষেধ নয়, কিন্তু অতিরিক্ত বিলাপ, চিৎকার বা অপসংস্কৃতিমূলক আচরণ অনুমোদিত নয়। মুমিন ব্যক্তি শোকের মধ্যেও ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টি বজায় রাখে। প্রিয়জন হারানোর কষ্টে হৃদয় বিদীর্ণ হলেও মুখে উচ্চারিত হওয়া উচিত এমন কথাই, যা রবের সন্তুষ্টির কারণ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত