অনলাইন ডেস্ক
ঢাকা: বিজ্ঞানীরা মনে করেছিলেন এক শতাব্দীরও আগে চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির দৈত্যাকার কচ্ছপ বিলুপ্ত হয়ে গেছে। তবে জেনেটিক পরীক্ষা করে জানা গেল, প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফার্নান্দিনা দ্বীপ থেকে ২০১৯ সালে উদ্ধার হওয়া বড় আকারের কচ্ছপটিও এ প্রজাতির। উদ্ধার হওয়া এ কচ্ছপটি নারী। কচ্ছপটির নমুনা একটি পুরুষের অবশেষের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের জিন তত্ত্ববিদরা এ ফল জানান।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা ২০১৯ সালে উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর বিস্তৃত সমীক্ষা চালানোর জন্য ২০১৯ সালে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যান। সেখানেই তাঁরা দৈত্যাকার কচ্ছপ হিসেবে পরিচিত চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির এ নারী কচ্ছপ দেখতে পান। কচ্ছপটি এনে তাঁরা পরীক্ষার ব্যবস্থা করেন।
সর্বশেষ ১৯০৬ সালে এ প্রজাতির কচ্ছপ দেখা যায়। বিজ্ঞানীরা ধরেই নিয়েছিলেন এ প্রজাতির কোনো সদস্য আর অবশিষ্ট নেই। এমন পরিস্থিতিতে কচ্ছপটি কিছুটা হলেও আশার আলো দেখাল। এ বিষয়ে টুইট করেছেন মার্কিন পরিবেশমন্ত্রী গুস্তাভো মানরিক। বলেছে, এটি প্রায় ১০০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল! এখনো আশা বেঁচে আছে।
তবে এ কচ্ছপটিও ১০০ বছরের বেশি বয়সী বলে ধারণা বিজ্ঞানীদের।
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের মধ্যে পড়েছে। এ সুখবরটি উদ্যাপন করেছে ইকুয়েডর। এ দৈত্যাকার নারী কচ্ছপটিকে বর্তমানে সান্তাক্রুজ দ্বীপের একটি প্রজনন কেন্দ্রে রাখা হয়েছে।
ফার্নান্দিনা দ্বীপে পায়ের ছাপ ও মল দেখে বিজ্ঞানীদের ধারণা, বনের মধ্যে এই প্রজাতির আরও কচ্ছপ রয়েছে। গ্যালাপাগোস জাতীয় উদ্যানের পরিচালক দানি রুইদার বরাত দিয়ে বিবিসি জানায়, এ প্রজাতির অন্য সদস্যদের সন্ধানে ফার্নান্দিনা দ্বীপে আবার অভিযান শুরু করা হবে।
ঢাকা: বিজ্ঞানীরা মনে করেছিলেন এক শতাব্দীরও আগে চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির দৈত্যাকার কচ্ছপ বিলুপ্ত হয়ে গেছে। তবে জেনেটিক পরীক্ষা করে জানা গেল, প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফার্নান্দিনা দ্বীপ থেকে ২০১৯ সালে উদ্ধার হওয়া বড় আকারের কচ্ছপটিও এ প্রজাতির। উদ্ধার হওয়া এ কচ্ছপটি নারী। কচ্ছপটির নমুনা একটি পুরুষের অবশেষের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের জিন তত্ত্ববিদরা এ ফল জানান।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা ২০১৯ সালে উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর বিস্তৃত সমীক্ষা চালানোর জন্য ২০১৯ সালে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যান। সেখানেই তাঁরা দৈত্যাকার কচ্ছপ হিসেবে পরিচিত চেলোনয়েডিস ফ্যান্টাস্টিকাস প্রজাতির এ নারী কচ্ছপ দেখতে পান। কচ্ছপটি এনে তাঁরা পরীক্ষার ব্যবস্থা করেন।
সর্বশেষ ১৯০৬ সালে এ প্রজাতির কচ্ছপ দেখা যায়। বিজ্ঞানীরা ধরেই নিয়েছিলেন এ প্রজাতির কোনো সদস্য আর অবশিষ্ট নেই। এমন পরিস্থিতিতে কচ্ছপটি কিছুটা হলেও আশার আলো দেখাল। এ বিষয়ে টুইট করেছেন মার্কিন পরিবেশমন্ত্রী গুস্তাভো মানরিক। বলেছে, এটি প্রায় ১০০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল! এখনো আশা বেঁচে আছে।
তবে এ কচ্ছপটিও ১০০ বছরের বেশি বয়সী বলে ধারণা বিজ্ঞানীদের।
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের মধ্যে পড়েছে। এ সুখবরটি উদ্যাপন করেছে ইকুয়েডর। এ দৈত্যাকার নারী কচ্ছপটিকে বর্তমানে সান্তাক্রুজ দ্বীপের একটি প্রজনন কেন্দ্রে রাখা হয়েছে।
ফার্নান্দিনা দ্বীপে পায়ের ছাপ ও মল দেখে বিজ্ঞানীদের ধারণা, বনের মধ্যে এই প্রজাতির আরও কচ্ছপ রয়েছে। গ্যালাপাগোস জাতীয় উদ্যানের পরিচালক দানি রুইদার বরাত দিয়ে বিবিসি জানায়, এ প্রজাতির অন্য সদস্যদের সন্ধানে ফার্নান্দিনা দ্বীপে আবার অভিযান শুরু করা হবে।
ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
১৮ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
২ ঘণ্টা আগে