অনলাইন ডেস্ক
ভারত আমেরিকান মদে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুধু মদ নয়, আমেরিকান বিভিন্ন কৃষিপণ্যের ওপরও ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে অভিযোগ করেন লেভিট। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক ন্যায্য বাণিজ্যনীতিতে বিশ্বাস করেন এবং তিনি চান, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ভারসাম্য আসুক। শুধু ভারত নয়, জাপানও আমাদের কৃষিপণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে, যেমন জাপান মার্কিন চালের ওপর ৭০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না। মার্কিন ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য আমাদের একজন প্রেসিডেন্ট রয়েছেন।’
শুধু ভারত নয়, কানাডার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন লেভিট। তিনি বলেন, ‘কানাডা বহু বছর ধরে আমেরিকাকে শোষণ করেছে। তারা আমাদের দুগ্ধজাত পণ্যের ওপর প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা অন্যায্য।’
ট্রাম্প প্রশাসনের মতে, কানাডা, মেক্সিকো ও চীন দীর্ঘদিন ধরে শুল্কনীতির মাধ্যমে মার্কিন অর্থনীতি ও ব্যবসায়ীদের বিপাকে ফেলছে। ফলে ট্রাম্প সরকার এসব দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, উচ্চ শুল্কের কারণে ভারতে কিছুই বিক্রি করা যায় না। তবে তিনি বলেন, ভারত এখন শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো এ ইস্যুতে বন্ধু মোদির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।
ট্রাম্প ইতিমধ্যে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এই শুল্ক আরও বাড়তে পারে। তাঁর মতে, ‘বহু বছর ধরে বৈশ্বিক শক্তিগুলো আমেরিকাকে শোষণ করেছে, কিন্তু এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় এসেছে।’
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যনীতি মার্কিন ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির হলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। এই ইস্যুর ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিতে পারে।
ভারত আমেরিকান মদে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুধু মদ নয়, আমেরিকান বিভিন্ন কৃষিপণ্যের ওপরও ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে বলে অভিযোগ করেন লেভিট। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক ন্যায্য বাণিজ্যনীতিতে বিশ্বাস করেন এবং তিনি চান, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ভারসাম্য আসুক। শুধু ভারত নয়, জাপানও আমাদের কৃষিপণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছে, যেমন জাপান মার্কিন চালের ওপর ৭০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না। মার্কিন ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য আমাদের একজন প্রেসিডেন্ট রয়েছেন।’
শুধু ভারত নয়, কানাডার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন লেভিট। তিনি বলেন, ‘কানাডা বহু বছর ধরে আমেরিকাকে শোষণ করেছে। তারা আমাদের দুগ্ধজাত পণ্যের ওপর প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা অন্যায্য।’
ট্রাম্প প্রশাসনের মতে, কানাডা, মেক্সিকো ও চীন দীর্ঘদিন ধরে শুল্কনীতির মাধ্যমে মার্কিন অর্থনীতি ও ব্যবসায়ীদের বিপাকে ফেলছে। ফলে ট্রাম্প সরকার এসব দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, উচ্চ শুল্কের কারণে ভারতে কিছুই বিক্রি করা যায় না। তবে তিনি বলেন, ভারত এখন শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো এ ইস্যুতে বন্ধু মোদির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।
ট্রাম্প ইতিমধ্যে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এই শুল্ক আরও বাড়তে পারে। তাঁর মতে, ‘বহু বছর ধরে বৈশ্বিক শক্তিগুলো আমেরিকাকে শোষণ করেছে, কিন্তু এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সময় এসেছে।’
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যনীতি মার্কিন ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির হলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। এই ইস্যুর ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিতে পারে।
সম্প্রতি চালু হওয়া নতুন সমুদ্র অবকাশকেন্দ্রে বিদেশি পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। ‘ওনসান কালমা’ নামে ১ জুলাই চালু হওয়া ওই উপকূলীয় পর্যটনকেন্দ্রটি দেশটির নেতা কিম জং উনের পর্যটনশিল্প বিকাশের অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল।
৪২ মিনিট আগেএপস্টেইনের জন্মদিন উপলক্ষে তাঁর সাবেক সঙ্গী ঘিসলেন ম্যাক্সওয়েল এটি তৈরি করেছিলেন। চিঠিটিতে ট্রাম্পের নামসহ টাইপরাইটারে লেখা একটি কথোপকথন রয়েছে। একজন নগ্ন নারীর অবয়বে চিঠিটি বাঁধাই করা ছিল। ওই নারীর স্তন, যৌনাঙ্গসহ স্পর্শকাতর অংশে ‘ডোনাল্ড’ স্বাক্ষরও ছিল।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বিদেশি কর্মী ও পর্যটকদের আকৃষ্ট করে স্থবির অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করে আসছে জাপান। তবে সম্প্রতি দেশটিতে বিদেশিদের সংখ্যা বেড়ে যাচ্ছে—এমন ধারণা জন্মেছে জনমনে। এই ধারণা একধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত স্কাইডাইভার ও বেস জাম্পার ফেলিক্স বাউমগার্টনার গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলবর্তী শহর পোর্তো সান্ত’এলপিদিওতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি ২৪ জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই অস্ট্রিয়ান অভিযাত্রী তাঁর প্যারাগ্লাইডারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের
৪ ঘণ্টা আগে