আগামী এক মাসের মধ্যে বা তারও আগে গাড়ি, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠসহ বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার মিয়ামিতে একটি বৈদেশিক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আগামী এক মাসের মধ্যে বা তারও আগে আমি গাড়ি, সেমিকন্ডাক্টর, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠ এবং সম্ভবত আরও কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করতে যাচ্ছি।’
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর ছাড় পাস করানোর জন্যও কাজ করবেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা পরিবার, শ্রমিক ও কোম্পানির জন্য ব্যাপকভাবে কর হ্রাস করব। বকশিস, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং ওভারটাইম কাজের ওপরও কোনো কর থাকবে না।’
প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি দেশের সব তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর ‘বেশ উল্লেখযোগ্যভাবে’ কমাবেন। দ্রুত স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (কৌশলগত তেল মজুত) পূরণ করারও প্রতিশ্রুতি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘বিশ্ব কম খরচের জ্বালানির ওপর চলে এবং আমাদের মতো জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর এ নিয়ে দুঃখপ্রকাশ করার কিছু নেই। আমাদের বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি জ্বালানি রয়েছে এবং আমরা এটি ব্যবহার করব।’
বিশ্বের সেরা এবং সবচেয়ে সফল ব্যবসায়িক নেতারা এখন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য প্রতিযোগিতা করছেন বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকাকে ক্রিপ্টো ক্যাপিটাল (ক্রিপ্টোকারেন্সির কেন্দ্র) বানানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, তাদের ওপর শুল্ক আরোপের ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। যেসব দেশের বাণিজ্যনীতি ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য তাদের ওপর এই শুল্ক আরোপ করা হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই শুল্ক আগামী মাসে কার্যকর হওয়ার কথা। চীন থেকে আসা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বাড়িয়েছেন তিনি। কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন, যা মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
আগামী এক মাসের মধ্যে বা তারও আগে গাড়ি, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠসহ বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার মিয়ামিতে একটি বৈদেশিক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আগামী এক মাসের মধ্যে বা তারও আগে আমি গাড়ি, সেমিকন্ডাক্টর, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠ এবং সম্ভবত আরও কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করতে যাচ্ছি।’
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর ছাড় পাস করানোর জন্যও কাজ করবেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা পরিবার, শ্রমিক ও কোম্পানির জন্য ব্যাপকভাবে কর হ্রাস করব। বকশিস, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং ওভারটাইম কাজের ওপরও কোনো কর থাকবে না।’
প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি দেশের সব তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর ‘বেশ উল্লেখযোগ্যভাবে’ কমাবেন। দ্রুত স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (কৌশলগত তেল মজুত) পূরণ করারও প্রতিশ্রুতি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘বিশ্ব কম খরচের জ্বালানির ওপর চলে এবং আমাদের মতো জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর এ নিয়ে দুঃখপ্রকাশ করার কিছু নেই। আমাদের বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি জ্বালানি রয়েছে এবং আমরা এটি ব্যবহার করব।’
বিশ্বের সেরা এবং সবচেয়ে সফল ব্যবসায়িক নেতারা এখন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য প্রতিযোগিতা করছেন বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকাকে ক্রিপ্টো ক্যাপিটাল (ক্রিপ্টোকারেন্সির কেন্দ্র) বানানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, তাদের ওপর শুল্ক আরোপের ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। যেসব দেশের বাণিজ্যনীতি ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য তাদের ওপর এই শুল্ক আরোপ করা হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই শুল্ক আগামী মাসে কার্যকর হওয়ার কথা। চীন থেকে আসা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বাড়িয়েছেন তিনি। কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন, যা মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
ভারতের দিল্লির মুস্তফাবাদ এলাকায় আজ শনিবার ভোরে এক ভবন ধসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দুর্ঘটনার দৃশ্য। ঘটনাস্থলে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পুলিশের দল উদ্ধারকাজ শুরু করেছে।
২৩ মিনিট আগেঅবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৯ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
১০ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
১০ ঘণ্টা আগে