Ajker Patrika

৩০ দিনের মধ্যে গাড়ি-ওষুধসহ বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
দায়িত্ব নিয়েই একের পর এক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
দায়িত্ব নিয়েই একের পর এক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামী এক মাসের মধ্যে বা তারও আগে গাড়ি, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠসহ বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার মিয়ামিতে একটি বৈদেশিক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আগামী এক মাসের মধ্যে বা তারও আগে আমি গাড়ি, সেমিকন্ডাক্টর, চিপ, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, কাঠ এবং সম্ভবত আরও কিছু পণ্যের ওপর শুল্ক ঘোষণা করতে যাচ্ছি।’

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।

বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর ছাড় পাস করানোর জন্যও কাজ করবেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা পরিবার, শ্রমিক ও কোম্পানির জন্য ব্যাপকভাবে কর হ্রাস করব। বকশিস, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং ওভারটাইম কাজের ওপরও কোনো কর থাকবে না।’

প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি দেশের সব তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর ‘বেশ উল্লেখযোগ্যভাবে’ কমাবেন। দ্রুত স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (কৌশলগত তেল মজুত) পূরণ করারও প্রতিশ্রুতি দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বিশ্ব কম খরচের জ্বালানির ওপর চলে এবং আমাদের মতো জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর এ নিয়ে দুঃখপ্রকাশ করার কিছু নেই। আমাদের বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি জ্বালানি রয়েছে এবং আমরা এটি ব্যবহার করব।’

বিশ্বের সেরা এবং সবচেয়ে সফল ব্যবসায়িক নেতারা এখন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য প্রতিযোগিতা করছেন বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকাকে ক্রিপ্টো ক্যাপিটাল (ক্রিপ্টোকারেন্সির কেন্দ্র) বানানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, তাদের ওপর শুল্ক আরোপের ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। যেসব দেশের বাণিজ্যনীতি ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য তাদের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই শুল্ক আগামী মাসে কার্যকর হওয়ার কথা। চীন থেকে আসা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বাড়িয়েছেন তিনি। কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন, যা মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত