মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছে। জ্বালানি কোম্পানি শেভরন, প্রযুক্তি কোম্পানি মেটা এবং অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারও অনুদান দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং বিবিসিকে জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দেবে তারা। গুগল, মাইক্রোসফটও নিশ্চিত করেছে যে, তারা একই ধরনের অনুদান দিয়েছে। এ ছাড়া, তেল উৎপাদক প্রতিষ্ঠান শেভরন এবং প্রযুক্তি জায়ান্ট মেটা, অ্যামাজন, উবারও অনুদান দিয়েছে। ট্রাম্পের অভিষেক ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বোয়িং জানিয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক কমিটিগুলোর ক্ষেত্রে দুই দলের প্রতি সমর্থনের ঐতিহ্য বজায় রাখতে পেরে খুশি।’ প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা গত তিনটি প্রেসিডেনশিয়াল অভিষেক তহবিলেও একই ধরনের অনুদান দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বোয়িংয়ের একাধিক বিমান নিরাপত্তা ও গুণগত মান সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটি তার হারানো ইমেজ পুনরুদ্ধার করতে কাজ করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ব্যক্তিগত রাষ্ট্রীয় বাহন এয়ার ফোর্স ওয়ান তৈরিতেও কাজ করছে। দুটি জেট বিমান আগামী বছরেই মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন তিনি বোয়িংয়ের সঙ্গে প্রেসিডেন্টদের জন্য এয়ারফোর্স ওয়ান নির্মাণের চুক্তি পর্যালোচনা করতে বাধ্য করেন। কারণ ট্রাম্প মনে করেছিলেন, প্রথম চুক্তি অত্যন্ত ব্যয়বহুল ছিল।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য অনুদান দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেটা ও অ্যামাজনের পর গুগল এই তালিকায় যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করবে। গুগলের গ্লোবাল হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি করণ ভাটিয়া বলেন, ‘গুগল ২০২৫ সালের অভিষেক অনুষ্ঠানে অনুদান দিতে পরে খুশি। আমরা এই অনুষ্ঠান ইউটিউবে ও আমাদের হোম পেজে সরাসরি সম্প্রচার করব।’
এদিকে, গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটাও ১ মিলিয়ন ডলার করে দান করেছে অভিষেক কমিটিতে। শেভরন নিশ্চিত করেছে, তারাও তহবিলটিতে দান করেছে, তবে কত দান করেছে তা জানাতে অস্বীকার করেছে।
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছে। জ্বালানি কোম্পানি শেভরন, প্রযুক্তি কোম্পানি মেটা এবং অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারও অনুদান দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং বিবিসিকে জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দেবে তারা। গুগল, মাইক্রোসফটও নিশ্চিত করেছে যে, তারা একই ধরনের অনুদান দিয়েছে। এ ছাড়া, তেল উৎপাদক প্রতিষ্ঠান শেভরন এবং প্রযুক্তি জায়ান্ট মেটা, অ্যামাজন, উবারও অনুদান দিয়েছে। ট্রাম্পের অভিষেক ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বোয়িং জানিয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক কমিটিগুলোর ক্ষেত্রে দুই দলের প্রতি সমর্থনের ঐতিহ্য বজায় রাখতে পেরে খুশি।’ প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা গত তিনটি প্রেসিডেনশিয়াল অভিষেক তহবিলেও একই ধরনের অনুদান দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বোয়িংয়ের একাধিক বিমান নিরাপত্তা ও গুণগত মান সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটি তার হারানো ইমেজ পুনরুদ্ধার করতে কাজ করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ব্যক্তিগত রাষ্ট্রীয় বাহন এয়ার ফোর্স ওয়ান তৈরিতেও কাজ করছে। দুটি জেট বিমান আগামী বছরেই মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন তিনি বোয়িংয়ের সঙ্গে প্রেসিডেন্টদের জন্য এয়ারফোর্স ওয়ান নির্মাণের চুক্তি পর্যালোচনা করতে বাধ্য করেন। কারণ ট্রাম্প মনে করেছিলেন, প্রথম চুক্তি অত্যন্ত ব্যয়বহুল ছিল।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য অনুদান দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেটা ও অ্যামাজনের পর গুগল এই তালিকায় যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করবে। গুগলের গ্লোবাল হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি করণ ভাটিয়া বলেন, ‘গুগল ২০২৫ সালের অভিষেক অনুষ্ঠানে অনুদান দিতে পরে খুশি। আমরা এই অনুষ্ঠান ইউটিউবে ও আমাদের হোম পেজে সরাসরি সম্প্রচার করব।’
এদিকে, গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটাও ১ মিলিয়ন ডলার করে দান করেছে অভিষেক কমিটিতে। শেভরন নিশ্চিত করেছে, তারাও তহবিলটিতে দান করেছে, তবে কত দান করেছে তা জানাতে অস্বীকার করেছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১১ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১২ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১৪ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১৫ ঘণ্টা আগে